বাজারে অমিল, স্যানিটাইজা়র তৈরি বসিরহাটের যুবকের - hand sanitizer
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6642336-thumbnail-3x2-pp.jpg)
উত্তর 24 পরগনার, বসিরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সাঁইপালা এলাকার BBA প্রথম বর্ষের ছাত্র শান্তনু সাহা। নিজের উদ্যোগে তৈরি করছেন স্যানিটাইজার। খরচ জোগাচ্ছেন বাবা শম্ভু সাহা। উদ্দেশ্য একটাই, সমাজের গরিব ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং কোরোনার বিপদ থেকে তাঁদের সুরক্ষিত করা। পাশাপাশি ছাত্রের বাবা দুস্থ মানুষদের জন্য চাল , ডাল এবং এক প্যাকেট তেলের ব্যবস্থা করেছেন ৷