কলকাতা, 19 ডিসেম্বর: মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম ফিলাপের সময়সীমা বৃদ্ধি করল মধ্যশিক্ষা পর্ষদ ৷ বৃহস্পতিবার পর্ষদের তরফে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে ৷
মাধ্যমিকের জন্য ফর্ম ফিলাপের সময়সীমা গত 18 ডিসেম্বর (গতকাল, বুধবার) শেষ হয়ে যায় ৷ কিন্তু বহু পরীক্ষার্থী এখনও ফর্ম ফিলাপ করেনি বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে ৷ সেই কারণে সময়সীমা বৃদ্ধি করল পর্ষদ ৷ এদিন পর্ষদের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে জানানো হয়েছে যে 2024 সালের 23 ডিসেম্বরের সকাল 11টা থেকে 2025 সালের 3 জানুয়ারির মধ্যরাত পর্যন্ত সময় থাকছে ।
স্কুল কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে, যাতে আর কোনও পরীক্ষার্থী ফরম ফিলাপে বাদ না পড়ে যায় । তাছাড়া এই সময়ের মধ্যে যাঁরা ফর্ম ফিলাপ করবেন, তাঁদের লেট ফাইনও জমা দিতে হবে ৷
এদিন পর্ষদের তরফে আরও একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ৷ সেই বিজ্ঞপ্তি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া সংক্রান্ত ৷ সেখানে বলা হয়েছে, ডিসেম্বর মাসের 20 এবং 21 তারিখ বোর্ড থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করবে স্কুলগুলি । তারপরেই তা দেওয়া হবে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ।
এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কোনও পরীক্ষার্থীর তথ্যগত দিক থেকে ভুল হয়, অথবা নামে যদি ভুল আসে, তাহলে তা সংশোধন করা যাবে । ছুটির দিন ছাড়া 2025 সালের 3 থেকে 14 মার্চের মধ্যে সংশোধনের সুযোগ থাকছে । সেক্ষেত্রে স্কুলকে তার রিজিওনাল অফিসে সঠিক নথি-সহ যোগাযোগ করে এই পরিবর্তন করতে হবে ।