হায়দরাবাদ: নতুন বছর শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি । তারমধ্যে সস্তার প্রিপেড প্ল্যান চালু করতে চলেছে জিও ৷ জনপ্রিয় এই মোবাইল সার্ভিস পরিষেবা প্রদানকারী টেলিকম সংস্থা রিলায়েন্স জিও চালু করেছে নিউ ইয়ার প্ল্যান ৷ Jio-এর এই নতুন 'নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান'-এর সুবিধা মাত্র 2,025 টাকায় পাওয়া যাবে ৷ এছাড়াও গ্রাহকরা 2150 টাকা মূল্যের কুপন পাবেন ৷ এবার জেনে নেওয়া যাক সাশ্রয়ী মূল্যের প্ল্যানের সুবিধা, বৈধতা এবং ডেটা সম্পর্কিত বিস্তারিত তথ্য ৷
Jio নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান: গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাবেন এই নতুন প্ল্যানে ৷ ফলে ব্রাউজিং, স্ট্রিমিং, গেম এবং ভিডিয়ো কল করতে পারবেন আরও সহজে । আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা থাকায় স্বাধীনভাবে খরচ করতে পারবেন ডেটা ৷
500 GB 4G ডেটা (2.5 GB/day): এই প্ল্যানে গ্রাহকদের 200 দিনের জন্য মোট 500GB ডেটা দেওয়া হবে । প্রতিদিন 2.5GB ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷
আনলিমিটেড ভয়েস কল এবং এসএমএস: অন্যান্য প্ল্যানের মতো জিও-র নিউ ইয়ার প্ল্যানেও অতিরিক্ত চার্জ ছাড়াই আনলিমিটেড কল এবং এসএমএসের সুবিধা রয়েছে ৷
2150 টাকার কুপন: নিউইয়ার প্ল্যান রিচার্জ করলে Jio-এর অর্ন্তগত ব্র্যান্ডগুলি থেকে ডিসকাউন্ট এবং ডিল-সহ আরও বেশি সুবিধা পাওয়া যেতে পারে ৷ এর সঙ্গে 2150 টাকার কুপন পাবেন গ্রাহকরা ৷
বিশেষ কুপন ছাড়:
- 500 টাকা AJIO কুপন: AJIO-তে ন্যূনতম 2,500 টাকার জিনিসপত্র কিনলে 500 টাকা ছাড় পাবেন
- Swiggy-এ Rs 150 ছাড়: Swiggy-এ 499 টাকার উপরে অর্ডারে 150 টাকা ছাড় রয়েছে
- ফ্লাইট বুকিংয়ে 1500 টাকা সাশ্রয়: EaseMyTrip-এ ফ্লাইট বুকিং করলে 1500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে
প্ল্যানের বৈধতা: এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা 468 টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন। কারণ একই বৈধতা (6 মাস) এবং সুবিধা পেতে গেলে জিও গ্রাহকদের মাসিক 349 টাকা রিচার্জ করতে হয় । নিউ ইয়ার অফারে গ্রাহকরা এই প্ল্যানে 2150 টাকা পর্যন্ত কুপনে ছাড়ের সুবিধাও পাবেন। তাই এই প্ল্যানটি ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী। উল্লেখ্য, এই অফারটি শুধুমাত্র 11 ডিসেম্বর 2024 থেকে 11 জানুয়ারি 2025 পর্যন্ত পাওয়া যাবে ৷
নামমাত্র দামে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও চোখ ধাঁধানো ফিচার Moto G35-এ