ETV Bharat / business

এবার থেকে 53% মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা, নগদ মাইনে কতটা বাড়ছে ? - DA HIKE CALCULATOR

কেন্দ্র সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা, পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ 3 শতাংশ বৃদ্ধি পাচ্ছে ৷ এর ফলে হাতে পাওয়া মাইনে কতটা বাড়ছে ? জেনে নিন...

DA Hike Calculator
মহার্ঘ ভাতা 3 শতাংশ বৃদ্ধি পাচ্ছে ৷ মাইনে কতটা বাড়ছে ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2024, 1:36 PM IST

কলকাতা, 17 অক্টোবর: কেন্দ্রীয় সরকার কেন্দ্র সরকারী কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ (DR) 3 শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে যা 1 জুলাই, 2024 থেকে কার্যকর হচ্ছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিষয়টি নিশ্চিত করেছেন। মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে সরকারী কর্মচারীরা তাঁদের মূল বেতনের 53 শতাংশ ডিএ বাবদ পাবেন।

কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের কতটা বেতন বৃদ্ধি পাবে?

বেশিরভাগ সরকারি কর্মচারীদের মূল প্রশ্ন হল এই 3 শতাংশ ডিএ বৃদ্ধির ফলে তাদের বেতন কতটা বাড়বে ? এবার হিসাবটা বুঝে নিন ৷ যদি একজন সরকারি কর্মচারীর মাসিক বেতন 30,000 টাকা হয় যার মূল বেতন (বেসিক স্যালারি) 18,000 টাকা, তাঁরা বর্তমানে 9,000 টাকা মহার্ঘ ভাতা বাবদ পান, যা তাদের মূল বেতনের 50 শতাংশ। নতুন সিদ্ধান্তের পর 3 শতাংশ বৃদ্ধির ফলে ওই কর্মচারীর মহার্ঘ ভাতা এখন বেড়ে 9,540 টাকা হবে (বেসিক স্যালারির 53 শতাংশ), যা প্রতি মাসে আগের তুলনায় 540 টাকা বেশি।

কতটা মহার্ঘ ভাতা (DA) বাড়ল, কীভাবে হিসাব করবেন ?

কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) এর উপর ভিত্তি করে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR যা পেনশনভোগীদের জন্য) বৃদ্ধির হিসাব করে ৷ এই হিসাব সরকারি কর্মচারির মুদ্রাস্ফীতির চাপ লাঘব করতে সাহায্য করে ৷ মহার্ঘ ভাতা বাবদ হাতে পাওয়া নগদের পরিমাণ হিসাব করার সূত্রটি 2006 সালে কেন্দ্রীয় সরকার দ্বারা সংশোধন করা হয়েছিল। চলুন এবার সেই সূত্রটি বুঝে নেওয়া যাক...

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য:

মহার্ঘ ভাতা শতাংশে হিসাব = (AICPI এর গড় (গণনার সাল 2001 = 100) গত 12 মাসের জন্য - 115.76) x 100 / 115.76

রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের জন্য:

মহার্ঘ ভাতা শতাংশে হিসাব = (AICPI এর গড় (গণনার সাল 2001 = 100) গত 3 মাসের জন্য - 126.33) x 100 / 126.33

সপ্তম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা আর মহার্ঘ ত্রাণের হার বৃদ্ধির হিসাব:

  • 1 জুলাই 2024: 53 শতাংশ
  • 1 জানুয়ারি 2024: 50 শতাংশ
  • 1 জুলাই 2023: 46 শতাংশ
  • 1 জানুয়ারি 2023: 42 শতাংশ
  • 1 জুলাই 2022: 38 শতাংশ
  • 1 জানুয়ারি 2022: 34 শতাংশ
  • 1 জুলাই 2021: 31 শতাংশ
  • 1 জুলাই 2019: 17 শতাংশ
  • 1 জানুয়ারি 2019: 12 শতাংশ
  • 1 জুলাই 2018: 9 শতাংশ
  • 1 জানুয়ারি 2018: 7 শতাংশ
  • 1 জুলাই 2017: 5 শতাংশ
  • 1 জানুয়ারি 2017: 4 শতাংশ
  • 1 জুলাই 2016: 2 শতাংশ
আরও পড়ুন
দীপাবলির আগে মহার্ঘ ভাতা বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মীদের, কতটা বাড়ল?
NPPA-এর অনুমোদনে 8টি জরুরি ওষুধের দাম 50% বাড়তে চলেছে ! রইল তালিকা

কলকাতা, 17 অক্টোবর: কেন্দ্রীয় সরকার কেন্দ্র সরকারী কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ (DR) 3 শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে যা 1 জুলাই, 2024 থেকে কার্যকর হচ্ছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিষয়টি নিশ্চিত করেছেন। মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে সরকারী কর্মচারীরা তাঁদের মূল বেতনের 53 শতাংশ ডিএ বাবদ পাবেন।

কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের কতটা বেতন বৃদ্ধি পাবে?

বেশিরভাগ সরকারি কর্মচারীদের মূল প্রশ্ন হল এই 3 শতাংশ ডিএ বৃদ্ধির ফলে তাদের বেতন কতটা বাড়বে ? এবার হিসাবটা বুঝে নিন ৷ যদি একজন সরকারি কর্মচারীর মাসিক বেতন 30,000 টাকা হয় যার মূল বেতন (বেসিক স্যালারি) 18,000 টাকা, তাঁরা বর্তমানে 9,000 টাকা মহার্ঘ ভাতা বাবদ পান, যা তাদের মূল বেতনের 50 শতাংশ। নতুন সিদ্ধান্তের পর 3 শতাংশ বৃদ্ধির ফলে ওই কর্মচারীর মহার্ঘ ভাতা এখন বেড়ে 9,540 টাকা হবে (বেসিক স্যালারির 53 শতাংশ), যা প্রতি মাসে আগের তুলনায় 540 টাকা বেশি।

কতটা মহার্ঘ ভাতা (DA) বাড়ল, কীভাবে হিসাব করবেন ?

কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) এর উপর ভিত্তি করে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR যা পেনশনভোগীদের জন্য) বৃদ্ধির হিসাব করে ৷ এই হিসাব সরকারি কর্মচারির মুদ্রাস্ফীতির চাপ লাঘব করতে সাহায্য করে ৷ মহার্ঘ ভাতা বাবদ হাতে পাওয়া নগদের পরিমাণ হিসাব করার সূত্রটি 2006 সালে কেন্দ্রীয় সরকার দ্বারা সংশোধন করা হয়েছিল। চলুন এবার সেই সূত্রটি বুঝে নেওয়া যাক...

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য:

মহার্ঘ ভাতা শতাংশে হিসাব = (AICPI এর গড় (গণনার সাল 2001 = 100) গত 12 মাসের জন্য - 115.76) x 100 / 115.76

রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের জন্য:

মহার্ঘ ভাতা শতাংশে হিসাব = (AICPI এর গড় (গণনার সাল 2001 = 100) গত 3 মাসের জন্য - 126.33) x 100 / 126.33

সপ্তম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা আর মহার্ঘ ত্রাণের হার বৃদ্ধির হিসাব:

  • 1 জুলাই 2024: 53 শতাংশ
  • 1 জানুয়ারি 2024: 50 শতাংশ
  • 1 জুলাই 2023: 46 শতাংশ
  • 1 জানুয়ারি 2023: 42 শতাংশ
  • 1 জুলাই 2022: 38 শতাংশ
  • 1 জানুয়ারি 2022: 34 শতাংশ
  • 1 জুলাই 2021: 31 শতাংশ
  • 1 জুলাই 2019: 17 শতাংশ
  • 1 জানুয়ারি 2019: 12 শতাংশ
  • 1 জুলাই 2018: 9 শতাংশ
  • 1 জানুয়ারি 2018: 7 শতাংশ
  • 1 জুলাই 2017: 5 শতাংশ
  • 1 জানুয়ারি 2017: 4 শতাংশ
  • 1 জুলাই 2016: 2 শতাংশ
আরও পড়ুন
দীপাবলির আগে মহার্ঘ ভাতা বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মীদের, কতটা বাড়ল?
NPPA-এর অনুমোদনে 8টি জরুরি ওষুধের দাম 50% বাড়তে চলেছে ! রইল তালিকা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.