ETV Bharat / state

সব হিসেব নেব ! নৈহাটিতে 'বদলা' নেওয়ার হুঁশিয়ারি সুকান্তের, পালটা জবাব পার্থর - NAIHATI MURDER CASE

তৃণমূলের 'জনরোষ' তত্ত্বের পালটা এবার 'বদলা' নেওয়ার হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার । তিনি নিদান দিলেন শায়েস্তা করারও । কড়া জবাব পার্থ ভৌমিকের ।

ETV BHARAT
নৈহাটিতে 'বদলা' নেওয়ার হুঁশিয়ারি সুকান্তের, পালটা জবাব পার্থর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2025, 5:44 PM IST

নৈহাটি, 2 ফেব্রুয়ারি: নৈহাটি খুন-কাণ্ডে তৃণমূলের জনরোষ তত্ত্বের পালটা এবার বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার । তাঁকে পালটা জবাব দেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ৷

তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের খাসতালুক নৈহাটির মাটিতে পা দিয়ে সুকান্ত বলেন, "খুনের পর নৈহাটি জুড়ে যে ঘটনা ঘটেছে তা কোনওভাবেই জনরোষ ন য় !জনরোষের তত্ত্বের কথা বললে তো মুশকিল । পালটা যদি দিল্লিতে জনরোষ হয়, তখন তো তৃণমূলের সাংসদরা উলঙ্গ হয়ে দৌড়বেন । প্রাক্তন সিপি তো বলেই দিয়েছেন,এটা কোনও রাজনৈতিক খুন নয় । ব‍্যক্তিগত আক্রোশে একে অপরের হাতে খুন হতে হয়েছে । তারপরও তৃণমূল নেতারা অজুহাত খাড়া করে বিজেপি নেতা,কর্মীদের বাড়ি এবং পার্টি অফিস তছনছ করতে ইন্ধন দিল । এটা চলতে পারে না ।"

এরপরই সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক সনৎ দে'র উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,"গুন্ডামি করবেন না । বিজেপির গুন্ডামি এখনও দেখেননি । আপনাদের শুধরানোর মন্ত্র রয়েছে আমাদের কাছে । সেই মন্ত্র যদি প্রয়োগ করি, তৃণমূল নেতারা থরথর করে কাঁপবে । তাই, আমাদের বাধ‍্য করবেন না,এমন কিছু করার । বিজেপি এতগুলো রাজ‍্যে ক্ষমতায় রয়েছে । সেখানে গুন্ডার অভাব নেই । এক যোগী আদিত্যনাথের ভয়ে গুন্ডারা শায়েস্তা হয়ে গিয়েছে । যাঁরা তৃণমূল নেতাদের কথায় এখানে বিজেপি নেতা, কর্মীদের বাড়িঘর,দোকানপাট ভাঙচুর এবং লুটপাট করছেন । তাঁদের বলছি শুধরে যান । তা না হলে সবকিছু আমরা খাতায় লিখে রাখছি । একদিন এমন আসবে সেই সমস্ত খাতা খুলে নাম ধরে ধরে সব হিসেব নেব আমরা । কেউ বাঁচাতে পারবে না ।"

সুকান্ত'র এই হুঁশিয়ারি নিয়ে পালটা তাঁকে নিশানা করেছেন পার্থ ভৌমিকও । ফলে,তৃণমূল কর্মীর খুন ঘিরে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে গঙ্গা পাড়ের শিল্পাঞ্চলে । রবিবার দুপুরে নৈহাটির গৌরীপুর অঞ্চলে আক্রান্ত দলীয় নেতা,কর্মীদের সঙ্গে দেখা করতে যান বঙ্গ বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার । সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র-সহ আরও অনেকে । এদিন সুকান্ত আসার আগেই গৌরীপুর অঞ্চলে কালো পতাকায় মুড়ে ফেলা হয় । যার ফলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই কড়া পুলিশি প্রহরাও ছিল সেখানে । তারই মধ্যে আক্রান্ত দলীয় নেতা, কর্মীদের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দেন বিজেপির রাজ‍্য সভাপতি ।

এদিন আক্রান্ত নেতা, কর্মীদের কয়েকজনের হাতে পার্টির তরফে আর্থিক ক্ষতিপূরণও তুলে দেওয়া হয়েছে । এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন,"আমাদের কোনও নেতা,কর্মীর গায়ে হাত পড়লে ছেড়ে দেব না । তাঁদের পাশে আমরা সবসময় আছি । যাঁরা বিজেপি নেতা,কর্মীদের বাড়ি ভাঙচুর করল তাঁরা সবাই পার্থ ভৌমিকের লোক । হামলা চালাতে নয়া বাজার থেকে সংখ্যালঘু গুন্ডাদের নিয়ে আসা হয়েছে । বেলডাঙা মডেল বানানোর চেষ্টা চলছে নৈহাটিতে । প্রাক্তন সিপি অলোক রাজোরিয়া সত্যি কথাই বলেছেন । কোনও গুলি চলেনি । সেই কারণে তাঁকে সরিয়ে দেওয়া হল ।" এই ঘটনায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং-কে টার্গেট করা হচ্ছে বলেও মনে করেন বিজেপির রাজ‍্য সভাপতি ।

এদিকে,সুকান্ত মজুমদারের এই হুমকির প্রসঙ্গে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন,"উনি বদলা নিতে চাইলে সেটা আলাদা ব‍্যাপার । কিন্তু, তৃণমূল কখনও বদলার রাজনীতিতে বিশ্বাস করে না । সুকান্ত বাবুরা হয়তো খুনের রাজনীতিতে বিশ্বাস করতে পারে । আমি এখনও বলছি সন্তোষ যাদব খুনের মূল নায়ক অর্জুন সিং । ব‍্যারাকপুরে খুনের রাজনীতি শেষ করবই আমরা । এটা অর্জুনের মতো বিজেপি নেতাদের চ্যালেঞ্জ জানিয়ে বলছি ।"

নৈহাটি, 2 ফেব্রুয়ারি: নৈহাটি খুন-কাণ্ডে তৃণমূলের জনরোষ তত্ত্বের পালটা এবার বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার । তাঁকে পালটা জবাব দেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ৷

তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের খাসতালুক নৈহাটির মাটিতে পা দিয়ে সুকান্ত বলেন, "খুনের পর নৈহাটি জুড়ে যে ঘটনা ঘটেছে তা কোনওভাবেই জনরোষ ন য় !জনরোষের তত্ত্বের কথা বললে তো মুশকিল । পালটা যদি দিল্লিতে জনরোষ হয়, তখন তো তৃণমূলের সাংসদরা উলঙ্গ হয়ে দৌড়বেন । প্রাক্তন সিপি তো বলেই দিয়েছেন,এটা কোনও রাজনৈতিক খুন নয় । ব‍্যক্তিগত আক্রোশে একে অপরের হাতে খুন হতে হয়েছে । তারপরও তৃণমূল নেতারা অজুহাত খাড়া করে বিজেপি নেতা,কর্মীদের বাড়ি এবং পার্টি অফিস তছনছ করতে ইন্ধন দিল । এটা চলতে পারে না ।"

এরপরই সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক সনৎ দে'র উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,"গুন্ডামি করবেন না । বিজেপির গুন্ডামি এখনও দেখেননি । আপনাদের শুধরানোর মন্ত্র রয়েছে আমাদের কাছে । সেই মন্ত্র যদি প্রয়োগ করি, তৃণমূল নেতারা থরথর করে কাঁপবে । তাই, আমাদের বাধ‍্য করবেন না,এমন কিছু করার । বিজেপি এতগুলো রাজ‍্যে ক্ষমতায় রয়েছে । সেখানে গুন্ডার অভাব নেই । এক যোগী আদিত্যনাথের ভয়ে গুন্ডারা শায়েস্তা হয়ে গিয়েছে । যাঁরা তৃণমূল নেতাদের কথায় এখানে বিজেপি নেতা, কর্মীদের বাড়িঘর,দোকানপাট ভাঙচুর এবং লুটপাট করছেন । তাঁদের বলছি শুধরে যান । তা না হলে সবকিছু আমরা খাতায় লিখে রাখছি । একদিন এমন আসবে সেই সমস্ত খাতা খুলে নাম ধরে ধরে সব হিসেব নেব আমরা । কেউ বাঁচাতে পারবে না ।"

সুকান্ত'র এই হুঁশিয়ারি নিয়ে পালটা তাঁকে নিশানা করেছেন পার্থ ভৌমিকও । ফলে,তৃণমূল কর্মীর খুন ঘিরে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে গঙ্গা পাড়ের শিল্পাঞ্চলে । রবিবার দুপুরে নৈহাটির গৌরীপুর অঞ্চলে আক্রান্ত দলীয় নেতা,কর্মীদের সঙ্গে দেখা করতে যান বঙ্গ বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার । সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র-সহ আরও অনেকে । এদিন সুকান্ত আসার আগেই গৌরীপুর অঞ্চলে কালো পতাকায় মুড়ে ফেলা হয় । যার ফলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই কড়া পুলিশি প্রহরাও ছিল সেখানে । তারই মধ্যে আক্রান্ত দলীয় নেতা, কর্মীদের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দেন বিজেপির রাজ‍্য সভাপতি ।

এদিন আক্রান্ত নেতা, কর্মীদের কয়েকজনের হাতে পার্টির তরফে আর্থিক ক্ষতিপূরণও তুলে দেওয়া হয়েছে । এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন,"আমাদের কোনও নেতা,কর্মীর গায়ে হাত পড়লে ছেড়ে দেব না । তাঁদের পাশে আমরা সবসময় আছি । যাঁরা বিজেপি নেতা,কর্মীদের বাড়ি ভাঙচুর করল তাঁরা সবাই পার্থ ভৌমিকের লোক । হামলা চালাতে নয়া বাজার থেকে সংখ্যালঘু গুন্ডাদের নিয়ে আসা হয়েছে । বেলডাঙা মডেল বানানোর চেষ্টা চলছে নৈহাটিতে । প্রাক্তন সিপি অলোক রাজোরিয়া সত্যি কথাই বলেছেন । কোনও গুলি চলেনি । সেই কারণে তাঁকে সরিয়ে দেওয়া হল ।" এই ঘটনায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং-কে টার্গেট করা হচ্ছে বলেও মনে করেন বিজেপির রাজ‍্য সভাপতি ।

এদিকে,সুকান্ত মজুমদারের এই হুমকির প্রসঙ্গে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন,"উনি বদলা নিতে চাইলে সেটা আলাদা ব‍্যাপার । কিন্তু, তৃণমূল কখনও বদলার রাজনীতিতে বিশ্বাস করে না । সুকান্ত বাবুরা হয়তো খুনের রাজনীতিতে বিশ্বাস করতে পারে । আমি এখনও বলছি সন্তোষ যাদব খুনের মূল নায়ক অর্জুন সিং । ব‍্যারাকপুরে খুনের রাজনীতি শেষ করবই আমরা । এটা অর্জুনের মতো বিজেপি নেতাদের চ্যালেঞ্জ জানিয়ে বলছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.