মুম্বই, 2 ফেব্রুয়ারি: রোহিতের পাড়ায় ব্য়াটিং তাণ্ডব অভিষেক শর্মার ৷ সেঞ্চুরি হাঁকিয়ে নজিরে নাম লেখালেন বাঁ-হাতি ওপেনার ৷ আরেকটু হলে রোহিতের রেকর্ড ভেঙে ভারতীয় হিসেবে দ্রুততম টি-20 শতরানের মালিক হয়ে যেতেন তিনি ৷ অল্পের জন্য বেঁচে গেল 'হিটম্যানে'র সেই রেকর্ড ৷ দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে ওয়াংখেড়েতে 37 বলে টি-20 শতরান এল অভিষেকের ব্য়াটে ৷ নিয়মরক্ষার ম্য়াচে রানের পাহাড়ে চড়ল ভারতও ৷
সিরিজ আগেই জিতে যাওয়ায় রবিবাসরীয় ম্য়াচ আদতে নিয়মরক্ষার ৷ টস জিতে ইংরেজ অধিনায়ক জস বাটলার ভারতকে প্রথমে ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানান ৷ সঞ্জু স্যামসন 16 রান করে ফেরেন শুরুতেই ৷ এরপরই শুরু হয় অভিষেকের ব্য়াটিং তাণ্ডব ৷ ইংল্য়ান্ড বোলারদের এদিন এতটুকু রেয়াত করেননি ওপেনিং ব্য়াটার ৷ তিলক বর্মার সঙ্গে জুটি বেঁধে প্রথমে 17 বলে হাফসেঞ্চুরি করেন তিনি ৷ তাঁর পরবর্তী 50 রান আসে 20 বলে ৷ সবমিলিয়ে দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে 37 বলে শতরান পূর্ণ করেন অভিষেক ৷
Second T20I CENTURY for Abhishek Sharma! 💯
— BCCI (@BCCI) February 2, 2025
Wankhede has been entertained and HOW! 🤩#TeamIndia inching closer to 150 🔥
Live ▶️ https://t.co/B13UlBNdFP#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/vY4rtG0CXb
টি-20 ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় শতরান ৷ গতবছর জুলাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে 46 বলে কেরিয়ারের প্রথম টি-20 শতরান এসেছিল অভিষেকের ৷ শতরান পূর্ণ করার পথে এদিন পাঁচটি চার এবং 10টি ছক্কা হাঁকান অভিষেক ৷ দ্বিতীয় উইকেটে তিলক বর্মার সঙ্গে জুটিতে 115 রান যোগ করেন তিনি ৷ শেষপর্যন্ত 54 বলে 135 রান করে আউট হন অভিষেক ৷ মারেন 13টি ছক্কা ৷ যা ভারতীয় হিসেবে একটি টি-20 ইনিংসে সর্বাধিক ৷ দ্রুততম শতরানের নজির ভাঙতে না-পারলেও এক্ষেত্রে রোহিতকে টপকে যান অভিষেক ৷ এছাড়া ভারতীয় হিসেবে এক ইনিংসে 10টি ছক্কার নজির রয়েছে সঞ্জু স্যামসন ও তিলক বর্মারও ৷
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-20'তে এদিন 15 বলে 24 রান করেন তিলক বর্মা ৷ 13 বলে 30 রান আসে শিবম দুবের ব্য়াটে ৷ 11 বলে 15 রান করেন অক্ষর প্যাটেল ৷ সবমিলিয়ে ওয়াংখেড়েতে এদিন রানের পাহাড়ে চড়ে ভারত ৷ 20 ওভারে নয় উইকেট হারিয়ে 247 রান তোলে ভারত ৷ যা টি-20'তে তাঁদের চতুর্থ সর্বাধিক ৷ একটি উইকেট পেলেও চার ওভারে 55 রান খরচ করেন জোফ্রা আর্চার ৷ দু'ওভারে 41 রান খরচ করেন জেমি ওভার্টন ৷ 38 রান দিয়ে সর্বাধিক তিন উইকেট নেন ব্রাইডন কার্স ৷