ETV Bharat / state

সরস্বতী পুজো করলে শিক্ষককে ট্রান্সফারের হুমকি! হরিণঘাটায় অঞ্জলি দিয়ে তোপ শুভেন্দুর - SUVENDU ADHIKARI

শিক্ষককে পুজো বন্ধ করার জন্য হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই মণ্ডপেই গেলেন বিরোধী দলনেতা ৷ তৃণমূলের সমালোচনা করে কী বললেন তিনি ?

Suvendu Adhikari
হরিণঘাটার একটি পুজো মণ্ডপে শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2025, 10:28 PM IST

Updated : Feb 2, 2025, 10:36 PM IST

হরিণঘাটা, 2 ফেব্রুয়ারি: হরিণঘাটায় এক শিক্ষককে সরস্বতী পুজো না করার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পুজো করলে ট্রান্সফার করে দেওয়া হবে বলেও নাকি তাঁকে জানানো হয়েছিল । রবিবার সেই পুজোয় গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নদিয়ার হরিণঘাটা থানার নগরউখড়া এলাকার পুজোর অনুষ্ঠানে যোগ দেন তিনি ।

অঞ্জলি দেওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি ৷ একাধিক বিষয় নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন বিধানসভার বিরোধী দলনেতা ৷

শুভেন্দু অধিকারীর বক্তব্য (ইটিভি ভারত)

নৈহাটির সিপি বদল প্রসঙ্গে তিনি বলেন, "সিসিটিভি ফুটেজ তুলে ধরে খুনিদের নাম-পরিচয় এক্স হ্যান্ডেলে বলে দিয়েছি । তৃণমূলের এখন দুটি দল ৷ আক্রমণকারী ও আক্রান্ত । বিজেপির লোকজন এসব করে না । অলোক রাজোরিয়াকে দোষ দিয়ে অজয় ঠাকুরকে এনে কোনও সমাধান হবে না ।"

মালদার বিধায়ক সাবিত্রী মিত্রের দুর্ঘটনা প্রসঙ্গে শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী তাঁর নিজের দলের বিধায়ক মন্ত্রীদের নেতাদেরকেই নিরাপত্তা দিতে পারছেন না । সাবিত্রী মিত্রকে বলব, তিনি যেন এই বিষয়টি বিধানসভায় তোলেন। আমরা সঙ্গ দেব ।"

যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো বিতর্ক নিয়ে তিনি বলেন, "পুলিশের পাহারায় কলকাতায় পুজো হচ্ছে ! বাংলাদেশ বানিয়ে দিয়েছে । 39 শতাংশ হিন্দুরা আমাদের ভোট দিয়েছে । আর 5 থেকে 6 শতাংশ হিন্দুরা দয়া করুন। বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। হিন্দু সরকার হবে । জেহাদি মুক্ত বাংলা হবে ।"

কলকাতায় লেদার কমপ্লেক্স থানা এলাকায় শ্রমিকদের মৃত্যু প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, " গরিব মানুষের প্রাণ গিয়েছে । যারা উত্তরপ্রদেশের দিকে আঙুল তোলেন তাঁরা লেদার কমপ্লেক্সের দিকে আগে দেখুন ।"

হরিণঘাটা, 2 ফেব্রুয়ারি: হরিণঘাটায় এক শিক্ষককে সরস্বতী পুজো না করার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পুজো করলে ট্রান্সফার করে দেওয়া হবে বলেও নাকি তাঁকে জানানো হয়েছিল । রবিবার সেই পুজোয় গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নদিয়ার হরিণঘাটা থানার নগরউখড়া এলাকার পুজোর অনুষ্ঠানে যোগ দেন তিনি ।

অঞ্জলি দেওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি ৷ একাধিক বিষয় নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন বিধানসভার বিরোধী দলনেতা ৷

শুভেন্দু অধিকারীর বক্তব্য (ইটিভি ভারত)

নৈহাটির সিপি বদল প্রসঙ্গে তিনি বলেন, "সিসিটিভি ফুটেজ তুলে ধরে খুনিদের নাম-পরিচয় এক্স হ্যান্ডেলে বলে দিয়েছি । তৃণমূলের এখন দুটি দল ৷ আক্রমণকারী ও আক্রান্ত । বিজেপির লোকজন এসব করে না । অলোক রাজোরিয়াকে দোষ দিয়ে অজয় ঠাকুরকে এনে কোনও সমাধান হবে না ।"

মালদার বিধায়ক সাবিত্রী মিত্রের দুর্ঘটনা প্রসঙ্গে শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী তাঁর নিজের দলের বিধায়ক মন্ত্রীদের নেতাদেরকেই নিরাপত্তা দিতে পারছেন না । সাবিত্রী মিত্রকে বলব, তিনি যেন এই বিষয়টি বিধানসভায় তোলেন। আমরা সঙ্গ দেব ।"

যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো বিতর্ক নিয়ে তিনি বলেন, "পুলিশের পাহারায় কলকাতায় পুজো হচ্ছে ! বাংলাদেশ বানিয়ে দিয়েছে । 39 শতাংশ হিন্দুরা আমাদের ভোট দিয়েছে । আর 5 থেকে 6 শতাংশ হিন্দুরা দয়া করুন। বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। হিন্দু সরকার হবে । জেহাদি মুক্ত বাংলা হবে ।"

কলকাতায় লেদার কমপ্লেক্স থানা এলাকায় শ্রমিকদের মৃত্যু প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, " গরিব মানুষের প্রাণ গিয়েছে । যারা উত্তরপ্রদেশের দিকে আঙুল তোলেন তাঁরা লেদার কমপ্লেক্সের দিকে আগে দেখুন ।"

Last Updated : Feb 2, 2025, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.