হায়দরাবাদ, 2 ফেব্রুয়ারি: প্রথম লেগে রুদ্ধশ্বাস লড়াইয়ের নিষ্পত্তি হয়েছিল 2-2 গোলে ৷ ঘরের মাঠে 98 মিনিটে (90+8) গোল করে ম্য়াচে সমতা এনেছিলেন ম্য়ান সিটির জন স্টোনস ৷ অল্পের জন্য তিন পয়েন্ট হাতছাড়া করে দশজনের আর্সেনাল ৷ রবিবার ফিরতি লেগে আবার মুখোমুখি দুই দল ৷ দ্বিতীয়স্থানে থাকা আর্সেনালের লক্ষ্য থাকবে ম্যাচ জিতে লিগ টপার লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলা ৷ উল্টোদিকে বেশ কিছুটা পিছিয়ে আপাতত চতুর্থস্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্য়াঞ্চেস্টার সিটি ৷ প্রথম চারে জায়গা পোক্ত করার লক্ষ্যে জয় জরুরি পেপ গুয়ার্দিয়োলার ছেলেদেরও ৷
শেষ পাঁচ ম্যাচের ফলাফল: গতবছরের শেষদিকে পারফরম্য়ান্সে ধারাবাহিকতার অভাবে প্রচুর পয়েন্ট হাতছাড়া হয়েছে সিটির ৷ তবে নতুন বছরে ছন্দে ফিরেছে তাঁরা ৷ শেষ পাঁচটি প্রিমিয়র লিগের ম্যাচে চারটিতে জয় এবং একটি ম্যাচ ড্র করেছে তাঁরা ৷ যার মধ্যে গত ম্য়াচে চেলসিকে 3-1 গোলে হারিয়েছে 'স্কাই ব্লুজ' ৷ তার আগের ম্যাচে ইপসউইচ টাউনের বিরুদ্ধে হাফডজন গোলে জয় এসেছে সিটির ৷
পক্ষান্তরে দু'য়ে থাকা আর্সেনাল গত পাঁচটি ইপিএল ম্যাচের তিনটিতে জয় ছিনিয়ে নিয়েছে ৷ ড্র করেছে দু'টি ম্যাচ ৷ সবমিলিয়ে শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে পাল্লা খানিকটা ভারী সিটির ৷
আর্সেলানে চোট-আঘাত/কার্ড সমস্যা: পয়লা নম্বর গোলরক্ষক ডেভিড রায়া জিরোনার বিরুদ্ধে গত চ্যাম্পিয়ন্স লিগের ম্য়াচে বিশ্রামে থাকলেও সিটির বিরুদ্ধে ম্য়াচে ফিরছেন ৷ তবে চোটের কারণে আক্রমণভাগের দুই তারকা বুকায়ো সাকা এবং গ্যাব্রিয়েল জেসুস অনির্দিষ্ট সময়ের জন্য অনিশ্চিত ৷ চোটের জন্য নেই ডিফেন্ডার বেন হোয়াইটও ৷ যদিও উলভারহ্য়াম্পটনের বিরুদ্ধে মাইলস লুইসের বিরুদ্ধে যাওয়া লাল কার্ডের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া হয়েছে ৷ ফলত আজকের ম্যাচে তাঁকে ব্যবহার করতে পারবেন মিকেল আর্তেতা ৷
Arsenal v Man City heritage.#ARSMCI pic.twitter.com/EaYZHkIhwP
— Premier League (@premierleague) February 2, 2025
ম্য়ান সিটি শিবিরের খবর: নতুন করে চোট-আঘাতের খবর না-এলেও রুবেন ডায়াস, ন্য়াথন একে, জেরেমি ডোকুর মত তারকাদের ছাড়াই নামতে হবে সিটি ৷ পাশাপাশি রদ্রি তো রয়েইছেন চোটের তালিকায় ৷ তবে কার্ড সমস্যা নেই গুয়ার্দিয়োলার শিবিরে ৷
কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে ম্য়াচ: এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল বনাম ম্য়ান সিটি ম্য়াচ শুরু হবে রবিবার ভারতীয় সময় রাত 10টায় ৷
কীভাবে দেখবেন ম্য়াচ: টেলিভিশনে ম্যাচের লাইভ সম্প্রচার এদেশের অনুরাগীরা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে ৷ একইসঙ্গে ম্য়াচে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে ৷