কলকাতা, 13 ডিসেম্বর: করোনার সময় ভুয়ো ভ্যাকসিন মামলায় জড়িত রয়েছেন বহু প্রভাবশালী । কলকাতা পুলিশ তদন্তের নামে নথি নষ্ট করেছে, তথ্যপ্রমাণ ধামাচাপা দিয়েছে । এমনই অভিযোগ করে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এই ঘটনায় মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব ৷ তিনি এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন ৷
করোনার সময় আইএএস অফিসার পরিচয় দিয়ে ভুয়ো ভ্যাকসিন শিবির চালানোর অভিযোগ উঠেছিল দেবাঞ্জন দেবের বিরুদ্ধে । সেই মামলায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযুক্ত দেবাঞ্জন ৷ সিবিআই তদন্তের দাবিতে তাঁর দায়ের করা মামলায় গত বছর সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট । তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করে, কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি । কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত সেই মামলায় সিদ্ধান্ত নেওয়ার জন্য বিষয়টি কেন্দ্র ও রাজ্যের হাতে ছেড়েছিলেন ।
এবার সেই মামলা ফের শোনার ইঙ্গিত বিচারপতি তীর্থঙ্কর ঘোষের । 2020 সালের ওই ঘটনায় প্রায় তিন বছর জেল খেটে বর্তমানে বাইরে ওই অভিযুক্ত । তিনি গত বছর হাইকোর্টে মামলা করে জাল ভ্যাকসিন-কাণ্ড ও তাতে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়ার আবেদন করেছিলেন ।
তাঁর অভিযোগ, কলকাতা পুলিশ তদন্তের নামে যাবতীয় তথ্যপ্রমাণ নষ্ট করেছে । তদন্ত ঠিকঠাক হলে অনেক প্রভাবশালী এই মামলায় অভিযুক্ত হতেন বলে দাবি করেন তিনি । কিন্তু কলকাতা পুলিশ প্রভাবশালীদের বাঁচাতে যাবতীয় নথি নষ্ট করেছে বলে অভিযোগ করেন দেবাঞ্জন । আগামী সপ্তাহে ফের বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ।
উল্লেখ্য, কোভিডের সময় শিবির চালিয়ে জাল টিকা দেওয়ার অভিযোগ ওঠে দেবাঞ্জনের বিরুদ্ধে । কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার সেজে শিবির চালানো শুরু করেছিলেন এই ভুয়ো আইএএস । এই ঘটনায় দেবাঞ্জনকে গ্রেফতার করে কসবা থানার পুলিশ । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তভার হাতে নেয় । বিভিন্ন থানায় 10টিরও বেশি এফআইআর দায়ের হয়েছিল দেবাঞ্জনের বিরুদ্ধে ।