ETV Bharat / bharat

ইনাডু রিলিফ ফান্ডে উঠল 9.43 কোটি ! শীঘ্রই শুরু পুনর্বাসন কর্মসূচি - EENADU FLOOD RELIEF FUND

ধ্বংসাত্মক বন্যার জেরে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা ! রাজ্যগুলির ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াল রামোজি গ্রুপ অফ কোম্পানি ৷ ত্রাণ তহবিলে উঠল সাড়ে 9 কোটি টাকা ৷

Eenadu Flood Relief Fund
ইনাডু রিলিফ ফান্ডে উঠল 9.43 কোটি ! (ইটিভি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2025, 10:41 PM IST

হায়দরাবাদ, 30 জানুয়ারি: গত বছর ভয়াবহ বন্যার কবলে পড়েছিল তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকা ৷ তারপর বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ইনাডু গ্রুপ অফ কোম্পানির উদ্যোগে বন্যা ত্রাণ তহবিল সংগ্রহ করার কাজ শুরু হয় ৷ সেই তহবিলে উঠেছে 9.43 কোটি টাকা । গত বছরের অগস্ট- সেপ্টেম্বরে মারাত্মক বন্যায় অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা এবং গুন্টুর জেলা ও তেলেঙ্গানার ওয়ারাঙ্গল, খাম্মাম এবং নালগোন্ডা জেলা ক্ষতিগ্রস্থ হয়েছিল ।

প্লাবিত হয়েছে বিজয়ওয়াড়ার একাধিক অঞ্চলও ৷ জলের তলায় চলে যায় বাড়িঘর, দোকানপাট ৷ ধংস হয়ে গিয়েছে ছোট শিল্প ৷ কৃষি জমির বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে ৷ শুধু ফসল নষ্টই হয়নি, বালি ও কাদা জমে জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে ৷ ফলে রাতারাতি জীবন-জীবিকা হারিয়ে কার্যত রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে বহু মানুষকে ৷

এমতাবস্থায় রামোজি গ্রুপ অফ কোম্পানি মনে করে, কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান কখনই সামাজিক দায়বদ্ধতাকে অস্বীকার করতে পারে না ৷ সেই ভাবনা থেকেই সেসময় 5 কোটি টাকা বন্যাত্রাণে দান করা হয় ৷ পাশাপাশি 4 সেপ্টেম্বর একটি ত্রাণ তহবিল চালু করার উদ্যোগ নেওয়া হয় । শুরু থেকেই প্রবল জনসমর্থন মিলেছে ৷ ওই তহবিলে এখনও পর্যন্ত মোট 9 কোটি 43 লক্ষ 51 হাজার 615 টাকা উঠেছে । এবার তহবিলটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৷

যারা এই আহ্বানে সাড়া দিয়েছেন, তাঁদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে ইনাডু গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে । আগামিদিনে এই উদ্যোগের ফলে ওঠা অর্থে কোন কর্মসূচি নেওয়া হল, তার যাবতীয় আপডেট ইনাডু, ইটিভি এবং ইটিভি ভারতের সমস্ত ভাষার পোর্টালের মাধ্যমে ববিস্তারে জানানো হবে ।

আরও পড়ুন

হায়দরাবাদ, 30 জানুয়ারি: গত বছর ভয়াবহ বন্যার কবলে পড়েছিল তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকা ৷ তারপর বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ইনাডু গ্রুপ অফ কোম্পানির উদ্যোগে বন্যা ত্রাণ তহবিল সংগ্রহ করার কাজ শুরু হয় ৷ সেই তহবিলে উঠেছে 9.43 কোটি টাকা । গত বছরের অগস্ট- সেপ্টেম্বরে মারাত্মক বন্যায় অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা এবং গুন্টুর জেলা ও তেলেঙ্গানার ওয়ারাঙ্গল, খাম্মাম এবং নালগোন্ডা জেলা ক্ষতিগ্রস্থ হয়েছিল ।

প্লাবিত হয়েছে বিজয়ওয়াড়ার একাধিক অঞ্চলও ৷ জলের তলায় চলে যায় বাড়িঘর, দোকানপাট ৷ ধংস হয়ে গিয়েছে ছোট শিল্প ৷ কৃষি জমির বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে ৷ শুধু ফসল নষ্টই হয়নি, বালি ও কাদা জমে জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে ৷ ফলে রাতারাতি জীবন-জীবিকা হারিয়ে কার্যত রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে বহু মানুষকে ৷

এমতাবস্থায় রামোজি গ্রুপ অফ কোম্পানি মনে করে, কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান কখনই সামাজিক দায়বদ্ধতাকে অস্বীকার করতে পারে না ৷ সেই ভাবনা থেকেই সেসময় 5 কোটি টাকা বন্যাত্রাণে দান করা হয় ৷ পাশাপাশি 4 সেপ্টেম্বর একটি ত্রাণ তহবিল চালু করার উদ্যোগ নেওয়া হয় । শুরু থেকেই প্রবল জনসমর্থন মিলেছে ৷ ওই তহবিলে এখনও পর্যন্ত মোট 9 কোটি 43 লক্ষ 51 হাজার 615 টাকা উঠেছে । এবার তহবিলটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৷

যারা এই আহ্বানে সাড়া দিয়েছেন, তাঁদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে ইনাডু গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে । আগামিদিনে এই উদ্যোগের ফলে ওঠা অর্থে কোন কর্মসূচি নেওয়া হল, তার যাবতীয় আপডেট ইনাডু, ইটিভি এবং ইটিভি ভারতের সমস্ত ভাষার পোর্টালের মাধ্যমে ববিস্তারে জানানো হবে ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.