কলকাতা, 7 ফেব্রুয়ারি: গিল্ডের তরফ থেকে বুধবার জানানো হয়েছিল, সাড়া না-মিললে পরিচালকেরাও অসহযোগিতায় নামবেন। তাঁরাও ধর্মঘট করবেন। বৃহস্পতিতেও পরিচালক গিল্ড-এর ডাকে সাড়া দেয়নি ফেডারেশন। তাই আজ, শুক্রবার থেকে ফ্লোরে যাবেন না পরিচালকরা ৷
ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া'র তরফে বৃহস্পতিবার রাতেই জানানো হয় 07.02.2025 অর্থাৎ শুক্রবার থেকে সাংগঠনিকভাবে সকল পরিচালক শুটিং থেকে নিজেদের প্রত্যাহার করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পরিচালকদের দেওয়া শর্তাবলী মেনে না-নেওয়া পর্যন্ত পরিচালকদের এই ধর্মঘট জারি থাকবে।
পরিচালকরা যে শর্তাবলী দিয়েছেন তা এরকম
- সমস্ত দাবিগুলোর লিখিত আকারে উত্তর দিতে হবে। মিডিয়াতে দেওয়া বা মিটিংয়ে করা মৌখিক প্রতিশ্রুতিতে আমাদের আস্থা নেই।
কারণ আমরা দেখেছি জুলাই 2024 মাননীয়া মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ (যে কোনওভাবেই কাজ বন্ধ করা যাবে না) ফেডারেশনের কর্তাব্যক্তিরা হেলায় অগ্রাহ্য করেছেন। - যে তিনজন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে লিখিতভাবে জানাতে হবে তাঁরা প্রত্যেকে তাঁদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারেন।
- লিখিতভাবে জানাতে হবে যে কোনও অবস্থায় লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ব্ল্যাকলিস্ট করা হবে না।
- লিখিতভাবে জানাতে হবে কোনও অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কারুর কোনও কাজ বন্ধ করা যাবে না।
- পরিচালক, প্রযোজক এবং প্রোডাকশনের তরফ থেকে ফেডারেশনকে টেকনিশিয়ানদের লিস্ট শুটিংয়ের আগে অবশ্যই দেওয়া হবে। কিন্তু সেই লিস্ট দেওয়ার সঙ্গে ফেডারেশনের তরফ থেকে কোনও পারমিশন আসার প্রশ্ন থাকবে না। প্রযোজক এবং পরিচালক নির্দ্বিধায় কাজ শুরু করতে পারবেন। লিস্ট নিয়ে কোনও সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু কোনও অবস্থাতেই কাজ বন্ধের নির্দেশ মৌখিক বা লিখিতভাবে দেওয়া যাবে না ৷
- কোনও ব্যক্তি বিশেষ নিয়ে সমস্যা থাকলে তাঁর সংশ্লিষ্ট গিল্ডকে জানাতে হবে। সেই গিল্ড তার সদস্যদের নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবে। কিন্তু কোনওভাবেই তাঁর কাজ আটকানো যাবে না।
প্রসঙ্গত, 6 ফেব্রুয়ারি সন্ধে পর্যন্ত ফেডারেশনের কাছ থেকে সঠিক ব্যাখ্যা পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন পরিচালকরা। তাঁরা বলেছিলেন, সৃজিত রায়, জয়দীপ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় কী এমন কথা বলেছেন যে তাঁদের কাজ বন্ধ করতে হল ? কিন্তু বৃহস্পতিবার সন্ধে পেরিয়ে রাত গড়িয়ে গেলেই কোনও সঠিক ব্যাখ্যা দিতে পারেনি ফেডারেশন কর্তা স্বরূপ বিশ্বাস। তাই এই পথে হাঁটতে শুরু করেন পরিচালকরা।
সূত্রের খবর, এমন পরিস্থিতিতেই শুক্রবার থেকে তাঁর আগামী ছবি 'কিলবিল সোসাইটি'র শুটিং শুরু করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। যে ছবির নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। প্রযোজনায় এসভিএফ। তবে 'রাস' ছবিরও শুটিং করবেন তথাগত মুখোপাধ্যায়। শুটিং করবেন ছোট পর্দার জনপ্রিয় পরিচালক সুমন দাসও।
সৃজিত মুখোপাধ্যায়ের কথায়, "তথাগত শুটিং করতে পারলে আমি নয় কেন ?" যদিও গিল্ডের তরফ থেকে জানানো হয়েছে, তথাগত এবং ছোট পর্দার পরিচালক সুমন দাস শহরের বাইরে শুটিং করছেন। তাই তাঁদের কাজ বন্ধ করা হচ্ছে না। দু'জনেই শহরে ফিরে আর শুটিং করবেন না, এই নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে তাঁদের কাছে।"
ওদিকে পরিচালকদের সংগঠন সবাই শুটিং বন্ধ রাখতে চাইলেও অধিকাংশ ধারাবাহিকের শুটিংয়ে কল টাইম দেওয়া হয়েছে আজ। চ্যানেল কর্তৃপক্ষরাও শুটিংয়ের পক্ষে সওয়াল করেছে। প্রযোজকরাও শুটিংয়ের পক্ষে । ফলে আজ সকাল থেকেই শুটিং শুরুর তোড়জোড় চলছে বিভিন্ন ফ্লোরে। সুতরাং জটিলতা ক্রমশ বাড়ছে। বেলা বাড়লে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার।