ETV Bharat / technology

দিওয়ালির আগেই বাজারে আসছে দুর্দান্ত ফিচারের একাধিক স্মার্টফোন - SmartPhones Launches in October - SMARTPHONES LAUNCHES IN OCTOBER

Upcoming SmartPhones: অক্টোবর থেকে শুরু হয়ে যায় পুজোর মরশুম ৷ ক্রেতাদের কথা ভেবেই মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলি একাধিক স্মার্টফোন বাজারে লঞ্চ করছে ৷ আগামিকাল থেকে ভারতে বিক্রি শুরু হচ্ছে Galaxy S24 FE -র ৷

Upcoming SmartPhones
অক্টোবরে লঞ্চ হবে নতুন স্মার্টফোন (ছবি ওয়ানপ্লাস, স্যামসাং, ইনফিনিক্স)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 2, 2024, 3:45 PM IST

হায়দরাবাদ: চলতি বছরের সেপ্টেম্বরে, ভারতীয় বাজারে লঞ্চ করেছে iPhone 16 সিরিজ, Vivo T3 Ultra এবং Motorola Razr 50-সহ একাধিক স্মার্টফোন। অক্টোবরে শুরু হচ্ছে পুজোর মরসুম ৷ তাই উৎসবের মরশুমে ক্রেতা টানতে স্মার্টফোন নির্মাণকারী সংস্থা চলতি মাসে তাদের নতুন ফোন বাজারে আনছে । সেইরমই বেশ কিছু স্মার্টফোনের হদিশ রইল ৷

কয়েক দশক আগে কেমন ছিল আপনার বসত এলাকা, দেখুন গুগলে

OnePlus 13
চলতি মাসেই OnePlus বাজারে আনতে চলেছে তাদের নতুন সিরিজ ৷ ফ্ল্যাগশিপ OnePlus 13 স্মার্টফোনটি অক্টোবর মাসে চিনের বাজারে লঞ্চ করা হবে। জানা গিয়েছে এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন8 ও 4 জেনেরেশন প্রসেসর ৷ সেইসঙ্গে 100 ওয়াট ফাস্ট চার্জিং-য়ের সুবিধা ৷ 6,000 mAh ব্যাটারি রয়েছে এই সিরিজে ৷

iQOO 13
Vivo-এর সাব-ব্র্যান্ড iQOO অক্টোবর মাসে বাজারে আনছে তাদের প্রিমিয়াম iQOO 13 সিরিজ ৷ তবে এটি অক্টোবরে চিনের বাজারে লঞ্চ করবে। OnePlus 13-এর মতোই, iQOO 13-এ রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনরেশন 4 প্রসেসর ৷ ফোনটি 16GB RAM এবং 512GB স্টোরেজ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। iQOO 13 144Hz রিফ্রেশ রেট-সহ 6.7 ইঞ্চি 2K AMOLED ডিসপ্লে থাকবে ৷ এটিতে 6,150mAh ব্যাটারি এবং 100W-এর দ্রুত চার্জিংয়ের সুবিধা রয়েছে ৷

মিলিটারি গ্রেড মেটিরিয়ালে তৈরি এই স্মার্টফোন জল-ধুলোতেও অক্ষত

Samsung Galaxy S24 FE
Samsung ইতিমধ্যেই তার লেটেস্ট ফ্যান সংস্করণ স্মার্টফোন Galaxy S24 FE বাজারে এনেছে । এই ফোনটি 3 অক্টোবর থেকে ভারতের বাজারে ব বিক্রি হবে ৷ এই স্মার্টফোনটি Samsung Exynos 2400e চিপসেট দ্বারা চালিত হবে ৷ এতে রয়েছে 4,700mAh ব্যাটারি ৷ এটিতে 8GB RAM এবং 512GB স্টোরেজ থাকতে পারে বলে জানানো হয়েছে ৷

Lava Agni 3 5G
লাভার সর্বশেষ স্মার্টফোন, লাভা অগ্নি 3 ভারতে 4 অক্টোবরে লঞ্চ হতে চলেছে ৷ Agni 3-এ রয়েছে 6.78-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে ৷ এটির রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত হবে। এই স্মার্টফোনে MediaTek Dimension 7300 প্রসেসর থাকতে পারে।

এটি CMF ফোন 1 এবং Motorola Edge 50 Neo- চলতি মাসে বাজারে আসতে চলেছে ৷ এতে রয়েছে 8GB RAM এবং 256GB স্টোরেজ থাকতে পারে বলে আশা করা হচ্ছে। তবে বর্তমানে স্টোরেজ বা র‌্যাম সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি । এই সম্পর্কে আরও তথ্যের জন্য, আমাদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

লাভা অগ্নিতে রয়েছে 3টি ক্যামেরা ৷ যার একটি 64MP, 8MP আল্ট্রা-ওয়াইড, 2MP ম্যাক্রো শ্যুটার ক্যামেরা ৷ এছাড়াও রয়েছে 2MP সেন্সর ৷ 5,000mAh ব্যাটারি থাকতে পারে এবং এটি 66W দ্রুত চার্জিংয়ের সুবিধা ৷

21 হাজার থেকে বুকিং শুরু মাহিন্দ্রা থর রক্সের নতুন মডেলের

Infinix Zero Flip
Infinix কিছু বাজারে এই স্মার্টফোনটি লঞ্চ করেছে ৷ কোম্পানিটি অক্টোবর মাসে ভারতে তার প্রথম ফ্লিপ ফোন লঞ্চ করতে পারে। জিরো ফ্লিপ 120Hz রিফ্রেশ রেট-সহ 6.9-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে রয়েছে এই স্মার্টফোনে । কভার ডিসপ্লের জন্য, 1056 x 1066 পিক্সেল রেজোলিউশন-সহ 3.64-ইঞ্চি AMOLED প্যানেল ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 প্রসেসর ৷ এটি 8GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ আসে। রয়েছে 50MP প্রাথমিক সেন্সর এবং একটি 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স। এছাড়াও সেলফি এবং ভিডিয়ো কলের জন্য 32MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে এই স্মার্টফোনে।

স্প্যাম কলের সমস্যা থেকে রেহাই দিতে AI পরিষেবা টেলিকম সংস্থার

হায়দরাবাদ: চলতি বছরের সেপ্টেম্বরে, ভারতীয় বাজারে লঞ্চ করেছে iPhone 16 সিরিজ, Vivo T3 Ultra এবং Motorola Razr 50-সহ একাধিক স্মার্টফোন। অক্টোবরে শুরু হচ্ছে পুজোর মরসুম ৷ তাই উৎসবের মরশুমে ক্রেতা টানতে স্মার্টফোন নির্মাণকারী সংস্থা চলতি মাসে তাদের নতুন ফোন বাজারে আনছে । সেইরমই বেশ কিছু স্মার্টফোনের হদিশ রইল ৷

কয়েক দশক আগে কেমন ছিল আপনার বসত এলাকা, দেখুন গুগলে

OnePlus 13
চলতি মাসেই OnePlus বাজারে আনতে চলেছে তাদের নতুন সিরিজ ৷ ফ্ল্যাগশিপ OnePlus 13 স্মার্টফোনটি অক্টোবর মাসে চিনের বাজারে লঞ্চ করা হবে। জানা গিয়েছে এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন8 ও 4 জেনেরেশন প্রসেসর ৷ সেইসঙ্গে 100 ওয়াট ফাস্ট চার্জিং-য়ের সুবিধা ৷ 6,000 mAh ব্যাটারি রয়েছে এই সিরিজে ৷

iQOO 13
Vivo-এর সাব-ব্র্যান্ড iQOO অক্টোবর মাসে বাজারে আনছে তাদের প্রিমিয়াম iQOO 13 সিরিজ ৷ তবে এটি অক্টোবরে চিনের বাজারে লঞ্চ করবে। OnePlus 13-এর মতোই, iQOO 13-এ রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনরেশন 4 প্রসেসর ৷ ফোনটি 16GB RAM এবং 512GB স্টোরেজ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। iQOO 13 144Hz রিফ্রেশ রেট-সহ 6.7 ইঞ্চি 2K AMOLED ডিসপ্লে থাকবে ৷ এটিতে 6,150mAh ব্যাটারি এবং 100W-এর দ্রুত চার্জিংয়ের সুবিধা রয়েছে ৷

মিলিটারি গ্রেড মেটিরিয়ালে তৈরি এই স্মার্টফোন জল-ধুলোতেও অক্ষত

Samsung Galaxy S24 FE
Samsung ইতিমধ্যেই তার লেটেস্ট ফ্যান সংস্করণ স্মার্টফোন Galaxy S24 FE বাজারে এনেছে । এই ফোনটি 3 অক্টোবর থেকে ভারতের বাজারে ব বিক্রি হবে ৷ এই স্মার্টফোনটি Samsung Exynos 2400e চিপসেট দ্বারা চালিত হবে ৷ এতে রয়েছে 4,700mAh ব্যাটারি ৷ এটিতে 8GB RAM এবং 512GB স্টোরেজ থাকতে পারে বলে জানানো হয়েছে ৷

Lava Agni 3 5G
লাভার সর্বশেষ স্মার্টফোন, লাভা অগ্নি 3 ভারতে 4 অক্টোবরে লঞ্চ হতে চলেছে ৷ Agni 3-এ রয়েছে 6.78-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে ৷ এটির রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত হবে। এই স্মার্টফোনে MediaTek Dimension 7300 প্রসেসর থাকতে পারে।

এটি CMF ফোন 1 এবং Motorola Edge 50 Neo- চলতি মাসে বাজারে আসতে চলেছে ৷ এতে রয়েছে 8GB RAM এবং 256GB স্টোরেজ থাকতে পারে বলে আশা করা হচ্ছে। তবে বর্তমানে স্টোরেজ বা র‌্যাম সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি । এই সম্পর্কে আরও তথ্যের জন্য, আমাদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

লাভা অগ্নিতে রয়েছে 3টি ক্যামেরা ৷ যার একটি 64MP, 8MP আল্ট্রা-ওয়াইড, 2MP ম্যাক্রো শ্যুটার ক্যামেরা ৷ এছাড়াও রয়েছে 2MP সেন্সর ৷ 5,000mAh ব্যাটারি থাকতে পারে এবং এটি 66W দ্রুত চার্জিংয়ের সুবিধা ৷

21 হাজার থেকে বুকিং শুরু মাহিন্দ্রা থর রক্সের নতুন মডেলের

Infinix Zero Flip
Infinix কিছু বাজারে এই স্মার্টফোনটি লঞ্চ করেছে ৷ কোম্পানিটি অক্টোবর মাসে ভারতে তার প্রথম ফ্লিপ ফোন লঞ্চ করতে পারে। জিরো ফ্লিপ 120Hz রিফ্রেশ রেট-সহ 6.9-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে রয়েছে এই স্মার্টফোনে । কভার ডিসপ্লের জন্য, 1056 x 1066 পিক্সেল রেজোলিউশন-সহ 3.64-ইঞ্চি AMOLED প্যানেল ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 প্রসেসর ৷ এটি 8GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ আসে। রয়েছে 50MP প্রাথমিক সেন্সর এবং একটি 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স। এছাড়াও সেলফি এবং ভিডিয়ো কলের জন্য 32MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে এই স্মার্টফোনে।

স্প্যাম কলের সমস্যা থেকে রেহাই দিতে AI পরিষেবা টেলিকম সংস্থার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.