ETV Bharat / lifestyle

কী নামে ডেকে... ! এবছর সেলিব্রিটিরা সন্তানদের কী নাম রাখলেন ? - CELEBRITY INSPIRED BABY NAMES

শেষের পথে 2024 । বর্ষবরণের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে ৷ এবছর সংসার বেড়েছে অনেক সেলিব্রিটির ৷ সন্তানদের কী নাম রাখলেন তাঁরা ?

Year Ender 2024
বছরের সবচেয়ে আলোচিত নাম (ETV Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : 3 hours ago

বাড়িতে ছোট অতিথির আগমন ৷ বাড়ির খুদে সদস্যকে বিশেষ নাম দেওয়ার জন্য বহু সময় ব্যয় করেন বাবা-মা ৷ শুধু শ্রুতিমধুর নয়, নাম বেছে নেওয়ার পেছনে থাকে একাধিক কারণ । দীপিকা পাড়ুকোন-রণবীর সিং কন্যাকে স্বাগত জানিয়েছেন । সংসার বেড়েছে আরও অনেক সেলিব্রিটির ৷ দায়িত্ব বেড়েছে রিচা চাড্ডা, অনুষ্কা শর্মা, বিরাট কোহলিদের ৷

বেশিরভাগ দম্পতিই অধীর আগ্রহে অপেক্ষা করেন এই দিনটির জন্য ৷ শিশুর জন্মের অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করেন । নবজাতকের জন্য নাম নির্বাচন করতে ‘সিন্ধু সেচে মুক্তো’ আনার মতোই শ্রমসাধ্য ।

দুয়া: দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং এই বছর কন্যার জন্ম দেন ৷ তাঁর গর্ভাবস্থা জুড়ে তিনি শিরোনামে ছিলেন ৷ তাঁদের মেয়ের নাম রাখা হয় দুয়া ৷ এর শব্দের অর্থ প্রার্থনা ৷

Celebrity-Inspired Baby Names
দুয়া (Instagram)

আকায়: বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ছেলেরও জন্ম এইবছর ৷ তাঁদের ছেলের নাম রাখা হয়েছিল আকায় ৷ এই নামের অর্থ ঈশ্বরের নিরাকার রূপ ৷ এই নামটিও ভগবান শিবের সঙ্গে যুক্ত বলে কথিত আছে ৷

Celebrity-Inspired Baby Names
আকায় (Instagram)

জুনেরা ইডা ফজল: রিচা চাড্ডা এবং আলি ফজল জুলাই মাসে শিশুকন্যাকে স্বাগত জানিয়েছেন । দম্পতি তার নাম রাখেন জুনাইরা ইডা ফজল । জুনরা একটি আরবি শব্দ, যার অর্থ আলো যা পথ দেখায় অন্যদিকে, ইডা মানে স্বর্গ ৷

Celebrity-Inspired Baby Names
জুনেরা ইডা ফজল (Instagram)

বেদাবিদ: অভিনেত্রী ইয়ামি গৌতম ও আদিত্য ধর অক্ষয় তৃতীয়ার দিন ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৷ এইবছর অক্ষয় তৃতীয়ার দিন ৷ সন্তানের একটি ইউনিক নাম রেখেছেন ইয়ামি এবং আদিত্য । তাঁরা নাম রেখেছেন বেদাবিদ । হিন্দু ধর্মের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে এই নামের । হিন্দুশাস্ত্র অনুযায়ী, বেদাবিদের অর্থ "এমন কেউ যিনি বেদ সম্পর্কে সবকিছু জানেন ।" ভগবান বিষ্ণুরও আর-এক নাম বেদাবিদ ।

Celebrity-Inspired Baby Names
বেদাবিদ (Instagram)

বরদান: পুত্রসন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেতা । বিক্রান্ত মেসি ও শীতল ঠাকুরের এররত্তির নাম দেন বরদান ৷ "বরদান" শব্দের অর্থ আশীর্বাদ দান বা ঈশ্বরের আশীর্বাদ । বিক্রান্ত আর শীতলের জীবনে যেন সত্যিই ভগবানের আশীর্বাদ হয়ে এসেছে তাঁদের সন্তান ।

Celebrity-Inspired Baby Names
বরদান (Instagram)

লারা: জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান ও নাতাসার কন্যা সন্তান জন্ম নিয়েছে ৷ যার নাম দিয়েছেন লারা ৷ লারা শব্দটি এসেছে গ্রিক থেকে ৷ সংস্কৃতে এর অর্থ নিরাপত্তা, শালীনতা এবং স্থিতিশীলতা ৷

Celebrity-Inspired Baby Names
লারা (Instagram)

বাড়িতে ছোট অতিথির আগমন ৷ বাড়ির খুদে সদস্যকে বিশেষ নাম দেওয়ার জন্য বহু সময় ব্যয় করেন বাবা-মা ৷ শুধু শ্রুতিমধুর নয়, নাম বেছে নেওয়ার পেছনে থাকে একাধিক কারণ । দীপিকা পাড়ুকোন-রণবীর সিং কন্যাকে স্বাগত জানিয়েছেন । সংসার বেড়েছে আরও অনেক সেলিব্রিটির ৷ দায়িত্ব বেড়েছে রিচা চাড্ডা, অনুষ্কা শর্মা, বিরাট কোহলিদের ৷

বেশিরভাগ দম্পতিই অধীর আগ্রহে অপেক্ষা করেন এই দিনটির জন্য ৷ শিশুর জন্মের অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করেন । নবজাতকের জন্য নাম নির্বাচন করতে ‘সিন্ধু সেচে মুক্তো’ আনার মতোই শ্রমসাধ্য ।

দুয়া: দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং এই বছর কন্যার জন্ম দেন ৷ তাঁর গর্ভাবস্থা জুড়ে তিনি শিরোনামে ছিলেন ৷ তাঁদের মেয়ের নাম রাখা হয় দুয়া ৷ এর শব্দের অর্থ প্রার্থনা ৷

Celebrity-Inspired Baby Names
দুয়া (Instagram)

আকায়: বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ছেলেরও জন্ম এইবছর ৷ তাঁদের ছেলের নাম রাখা হয়েছিল আকায় ৷ এই নামের অর্থ ঈশ্বরের নিরাকার রূপ ৷ এই নামটিও ভগবান শিবের সঙ্গে যুক্ত বলে কথিত আছে ৷

Celebrity-Inspired Baby Names
আকায় (Instagram)

জুনেরা ইডা ফজল: রিচা চাড্ডা এবং আলি ফজল জুলাই মাসে শিশুকন্যাকে স্বাগত জানিয়েছেন । দম্পতি তার নাম রাখেন জুনাইরা ইডা ফজল । জুনরা একটি আরবি শব্দ, যার অর্থ আলো যা পথ দেখায় অন্যদিকে, ইডা মানে স্বর্গ ৷

Celebrity-Inspired Baby Names
জুনেরা ইডা ফজল (Instagram)

বেদাবিদ: অভিনেত্রী ইয়ামি গৌতম ও আদিত্য ধর অক্ষয় তৃতীয়ার দিন ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৷ এইবছর অক্ষয় তৃতীয়ার দিন ৷ সন্তানের একটি ইউনিক নাম রেখেছেন ইয়ামি এবং আদিত্য । তাঁরা নাম রেখেছেন বেদাবিদ । হিন্দু ধর্মের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে এই নামের । হিন্দুশাস্ত্র অনুযায়ী, বেদাবিদের অর্থ "এমন কেউ যিনি বেদ সম্পর্কে সবকিছু জানেন ।" ভগবান বিষ্ণুরও আর-এক নাম বেদাবিদ ।

Celebrity-Inspired Baby Names
বেদাবিদ (Instagram)

বরদান: পুত্রসন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেতা । বিক্রান্ত মেসি ও শীতল ঠাকুরের এররত্তির নাম দেন বরদান ৷ "বরদান" শব্দের অর্থ আশীর্বাদ দান বা ঈশ্বরের আশীর্বাদ । বিক্রান্ত আর শীতলের জীবনে যেন সত্যিই ভগবানের আশীর্বাদ হয়ে এসেছে তাঁদের সন্তান ।

Celebrity-Inspired Baby Names
বরদান (Instagram)

লারা: জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান ও নাতাসার কন্যা সন্তান জন্ম নিয়েছে ৷ যার নাম দিয়েছেন লারা ৷ লারা শব্দটি এসেছে গ্রিক থেকে ৷ সংস্কৃতে এর অর্থ নিরাপত্তা, শালীনতা এবং স্থিতিশীলতা ৷

Celebrity-Inspired Baby Names
লারা (Instagram)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.