ETV Bharat / bharat

গাড়ির উপর উল্টে গেল কন্টেইনার ! মৃত 6 - BENGALURU ACCIDENT

দুর্ঘটনার কারণে তুমাকুরু-বেঙ্গালুরু জাতীয় সড়কে যানজট শুরু হয় । শেষ পর্যন্ত নেলামঙ্গলা ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে এসে কন্টেইনারটি সরানোর ব্যবস্থা করে ।

6 people killed as container overturns on car in Nelamangala
ভেতরে থাকা প্রত্যেকের দেহ কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

Updated : 3 hours ago

বেঙ্গালুরু, 21 ডিসেম্বর: নেলামঙ্গলা জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা । কন্টেইনার-ট্রাকের মধ্যে দুর্ঘটনার পর কন্টেইনার গাড়ির উপর উল্টে যায় ৷ ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, গাড়ির ভেতরে থাকা প্রত্যেকে পিষে গিয়েছে ৷

কী হয়েছে ?

নেলামঙ্গলা তালুকের টি. বেগুরের কাছে দু’টি গাড়ি, দু’টি ট্রাক এবং একটি স্কুলবাসের মধ্যে ধারাবাহিক দুর্ঘটনা ঘটেছে ৷ প্রথমে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে কন্টেইনারটির ধাক্কা লাগে । এরপর সংঘর্ষের জেরে কন্টেইনারটি একটি গাড়ির ওপর উল্টে যায় ৷ পুলিশ জানিয়েছে, গাড়ির ভেতর দুই মহিলা, এক পুরুষ ও দুই নাবালক ছিল ৷ দুর্ঘটনার জেরে 6 জনেই ঘটনাস্থলে মারা যান । নিহতরা হলেন বিজয়পুরের ব্যবসায়ী চন্দ্র ইয়াভাপ্পাভোলা, 16 বছর বয়সি জন, 12 বছরের দীক্ষা, 36 বছরে বিজয়ালক্ষ্মী ও 42 বছর বয়সি গৌরাবাই।

গাড়ির উপর উল্টে গেল কন্টেইনার ! (ইটিভি ভারত)

দুর্ঘটনার কারণে তুমাকুরু-বেঙ্গালুরু জাতীয় সড়কে যানজট শুরু হয় । শেষ পর্যন্ত নেলামঙ্গলা ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে এসে কন্টেইনারটি সরানোর ব্যবস্থা করে ।

6 people killed as container overturns on car in Nelamangala
নেলামঙ্গলা জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা (ইটিভি ভারত)

আরও পড়ুন

জয়পুরের দুর্ঘটনায় বেড়েছে মৃতের সংখ্যা ...

গোলাপি শহরে তেলের ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষ ৷ দগ্ধ হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট 14 জনের ৷ আহত হয়েছেন 30 জনের বেশি ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে জয়পুর-আজমের হাইওয়েতে ৷ এই ঘটনায় 40টি গাড়ি পুড়ে গিয়েছে ৷ প্রধানমন্ত্রী জাতীয় রিলিফ ফান্ড থেকে মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন

বেঙ্গালুরু, 21 ডিসেম্বর: নেলামঙ্গলা জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা । কন্টেইনার-ট্রাকের মধ্যে দুর্ঘটনার পর কন্টেইনার গাড়ির উপর উল্টে যায় ৷ ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, গাড়ির ভেতরে থাকা প্রত্যেকে পিষে গিয়েছে ৷

কী হয়েছে ?

নেলামঙ্গলা তালুকের টি. বেগুরের কাছে দু’টি গাড়ি, দু’টি ট্রাক এবং একটি স্কুলবাসের মধ্যে ধারাবাহিক দুর্ঘটনা ঘটেছে ৷ প্রথমে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে কন্টেইনারটির ধাক্কা লাগে । এরপর সংঘর্ষের জেরে কন্টেইনারটি একটি গাড়ির ওপর উল্টে যায় ৷ পুলিশ জানিয়েছে, গাড়ির ভেতর দুই মহিলা, এক পুরুষ ও দুই নাবালক ছিল ৷ দুর্ঘটনার জেরে 6 জনেই ঘটনাস্থলে মারা যান । নিহতরা হলেন বিজয়পুরের ব্যবসায়ী চন্দ্র ইয়াভাপ্পাভোলা, 16 বছর বয়সি জন, 12 বছরের দীক্ষা, 36 বছরে বিজয়ালক্ষ্মী ও 42 বছর বয়সি গৌরাবাই।

গাড়ির উপর উল্টে গেল কন্টেইনার ! (ইটিভি ভারত)

দুর্ঘটনার কারণে তুমাকুরু-বেঙ্গালুরু জাতীয় সড়কে যানজট শুরু হয় । শেষ পর্যন্ত নেলামঙ্গলা ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে এসে কন্টেইনারটি সরানোর ব্যবস্থা করে ।

6 people killed as container overturns on car in Nelamangala
নেলামঙ্গলা জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা (ইটিভি ভারত)

আরও পড়ুন

জয়পুরের দুর্ঘটনায় বেড়েছে মৃতের সংখ্যা ...

গোলাপি শহরে তেলের ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষ ৷ দগ্ধ হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট 14 জনের ৷ আহত হয়েছেন 30 জনের বেশি ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে জয়পুর-আজমের হাইওয়েতে ৷ এই ঘটনায় 40টি গাড়ি পুড়ে গিয়েছে ৷ প্রধানমন্ত্রী জাতীয় রিলিফ ফান্ড থেকে মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন

Last Updated : 3 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.