কোয়েম্বাটোর, 5 ফেব্রুয়ারি: তামিলনাড়ুতে দাঁতালের আক্রমণে মৃত্যু হল এক বিদেশি পর্যটকের ৷ মঙ্গলবার সন্ধ্যায় ভালপারাইয়ের কাছে টাইগার ভ্যালি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বন্য হাতি এক জার্মান পর্যটককে আক্রমণ করে ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় ওই জার্মান পর্যটকের ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মাইকেল জুরসেন নামে পরিচিত ওই পর্যটককে হাতির কবল থেকে উদ্ধার করে আনামালাই টাইগার রিজার্ভ ভালপারাইয়ের একটি ওয়াটারফল গার্ডেন হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে পোলাচি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন, ওই জার্মান নাগরিক চিকিৎসায় সাড়া দেননি ৷ হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ওই পর্যটক মাইকেল জুরসেন (77) ভারত ভ্রমণে বেরিয়েছিলেন। পাহাড়ি রাস্তার এক প্রান্ত দিয়ে যাওয়ার সময় বুনো হাতি ওই পর্যটককে আক্রমণ করে । হাতির হামলার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিয়োতে দেখা যায়, পর্যটক বাম দিক থেকে একটি গাড়ি ওভারটেক করে হাতির দিকে যাচ্ছিলেন ৷ সেখানে আরও কয়েকজন পর্যটক ছিলেন ৷ তারা অবশ্য তাদের গাড়ি বন্যপ্রাণী থেকে নিরাপদ দূরত্বে থামিয়ে রেখেছিলেন।
হাতিটিকে এড়াতে ওই জার্মান পর্যটক রাস্তার ডান দিকে ঘুরে যান। হাতিটিও ঘুরে পর্যটকের দুই চাকার গাড়ির দিকে ঝাঁপিয়ে পড়ে। তারপর ধাক্কা দেয় গাড়িটি ৷ পরে পিছনে সরে যায়। মাইকেল নিজে জঙ্গলে দৌড়ে যান। লোকটির উপর থেকে মনোযোগ সরিয়ে আবার গাড়ির দিকে ফিরে আসে হাতিটি। পরে ঘুরে গিয়ে ফের ওই পর্যটকের উপর আক্রমণ করে হাতিটি। তাঁকে শুঁড়ে করে ছুঁড়ে মারে ৷ পুলিশের মতে, নিহত ব্যক্তি ভালপারাইতে গিয়েছিলেন এবং পোল্লাচি ফিরে আসার সময় হাতির আক্রমণের শিকার হন।