ETV Bharat / sports

বোর্ডের ভাবনায় 2027 বিশ্বকাপ, চ্য়াম্পিয়ন্স ট্রফির পর নেতৃত্ব ছাড়তে পারেন রোহিত - ROHIT SHARMA

পরবর্তী ডব্লিউটিসি এবং ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে স্থায়ী অধিনায়কের খোঁজ ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিতকে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত জানাতে বলেছে বোর্ড ৷

ROHIT SHARMA
রোহিত শর্মা (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 5, 2025, 5:09 PM IST

হায়দরাবাদ, 5 ফেব্রুয়ারি: লাল-বলের ক্রিকেটে অস্ট্রেলিয়া সফরে ভরাডুবি অতীত ৷ বৃহস্পতিবার থেকে রোহিত শর্মার নেতৃত্বে সাদা-বলের ক্রিকেটে পুনরায় অভিযান শুরু ভারতীয় দলের ৷ ইংল্য়ান্ডের বিরুদ্ধে এই সিরিজ চলতি মাসেই শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির 'ড্রেস রিহার্সাল' ৷ 2013 সালের পর 'হিটম্যানে'র নেতৃত্বে টুর্নামেন্টে আবারও খেতাব জিততে মরিয়া ভারত ৷ তবে আইসিসি মার্কি ইভেন্টের পর নাকি নেতৃত্ব ছাড়তে পারেন রোহিত শর্মা ৷ ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে তেমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে ৷

2027 বিশ্বকাপের কথা মাথায় রেখে দলে সন্ধিক্ষণ প্রক্রিয়া (ট্রানজিশন প্রসেস) শুরু হওয়ার পথে ৷ আগামী বিশ্বকাপের (50 ওভার) সময় চল্লিশ ছুঁয়ে ফেলা রোহিত শর্মা দলকে নেতৃত্বদানে কতটা পারদর্শী থাকবেন, তা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক ৷ তাই তার আগে একজন স্থায়ী অধিনায়কের খোঁজে বোর্ড ৷ আর সেই কারণেই চ্য়াম্পিয়ন্স ট্রফির পর রোহিত শর্মার কাছে ভবিষ্যৎ পরিকল্পনার সিদ্ধান্ত জানতে চাওয়া হবে বোর্ডের তরফে ৷ টাইমস অফ ইন্ডিয়া'র রিপোর্টে তেমনটাই জানানো হয়েছে ৷

বোর্ডের এক সূত্রের তরফে টাইমস অফ ইন্ডিয়া'কে বলা হয়েছে, "চ্যাম্পিয়ন্স ট্রফি পরবর্তীতে ভবিষ্যৎ পরিকল্পনা কী? সে বিষয়ে সিদ্ধান্ত স্থির করতে নির্বাচক এবং বোর্ডের তরফে গত বৈঠকেই রোহিতকে জানিয়ে দেওয়া হয়েছিল ৷ আগামী বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপের আগে বোর্ডের একটি নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে ৷ দলের ট্রানজিশন প্রক্রিয়া যাতে আরও মসৃণ হয় তার জন্য সকলকে একই পাতায় রাখতে চাইছে বোর্ড ৷"

সেক্ষেত্রে টি-20 বিশ্বকাপ জয়ের পর সংশ্লিষ্ট ফরম্য়াট থেকে যেমন অবসর নিয়েছিলেন 'হিটম্যান' ৷ তেমন চ্য়াম্পিয়ন্স ট্রফিতে সাফল্য় আসুক বা ব্যর্থতা, ভারতীয় দলের অধিনায়কত্ব থেকে রোহিত সরে দাঁড়ালে অবাক হওয়ার কিছু থাকবে না ৷ সেক্ষেত্রে ভারতীয় দলের নয়া অধিনায়ক কে হবেন? টেস্ট দলের দায়িত্ব জসপ্রীত বুমরার হাতে পাকাপাকি সঁপে দেওয়ার পথে বাধা তাঁর ফিটনেস ৷

সংশ্লিষ্ট সূত্র টাইমস অফ ইন্ডিয়া'কে বলেছে, "লম্বা টেস্ট সিরিজ কিংবা পুরো মরশুমে বুমরার অধিনায়কত্ব করা নিয়ে সন্দেহ রয়েছে ৷ নির্বাচকরা এ ব্যাপারে আরও স্থায়ী কোনও বিকল্পের খোঁজে ৷ গিলের (শুভমন গিল) মধ্যে সম্ভাবনা থাকলেও তাঁর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ভীষণই সাদামাটা ৷ সেক্ষেত্রে ঋষভ পন্তের সম্ভাবনা উজ্জ্বল কিংবা যশস্বী জয়সওয়ালের মত কাউকে ঘষে-মেজে তৈরি করা যেতে পারে ৷" অন্যদিকে ওডিআই ফরম্য়াটে নয়া অধিনায়ক নিয়ে সূত্রের তরফে সেই অর্থে কিছু না-বলা হলেও সাদা-বলে গিলকে পরবর্তী অধিনায়ক হিসেবে দেখা যেতেই পারে ৷ কারণ, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি ঘোষিত হয়েছেন তিনি ৷ পাশাপাশি অভিজ্ঞতার নিরিখে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার নামও থাকতে পারে বিবেচনায় ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 5 ফেব্রুয়ারি: লাল-বলের ক্রিকেটে অস্ট্রেলিয়া সফরে ভরাডুবি অতীত ৷ বৃহস্পতিবার থেকে রোহিত শর্মার নেতৃত্বে সাদা-বলের ক্রিকেটে পুনরায় অভিযান শুরু ভারতীয় দলের ৷ ইংল্য়ান্ডের বিরুদ্ধে এই সিরিজ চলতি মাসেই শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির 'ড্রেস রিহার্সাল' ৷ 2013 সালের পর 'হিটম্যানে'র নেতৃত্বে টুর্নামেন্টে আবারও খেতাব জিততে মরিয়া ভারত ৷ তবে আইসিসি মার্কি ইভেন্টের পর নাকি নেতৃত্ব ছাড়তে পারেন রোহিত শর্মা ৷ ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে তেমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে ৷

2027 বিশ্বকাপের কথা মাথায় রেখে দলে সন্ধিক্ষণ প্রক্রিয়া (ট্রানজিশন প্রসেস) শুরু হওয়ার পথে ৷ আগামী বিশ্বকাপের (50 ওভার) সময় চল্লিশ ছুঁয়ে ফেলা রোহিত শর্মা দলকে নেতৃত্বদানে কতটা পারদর্শী থাকবেন, তা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক ৷ তাই তার আগে একজন স্থায়ী অধিনায়কের খোঁজে বোর্ড ৷ আর সেই কারণেই চ্য়াম্পিয়ন্স ট্রফির পর রোহিত শর্মার কাছে ভবিষ্যৎ পরিকল্পনার সিদ্ধান্ত জানতে চাওয়া হবে বোর্ডের তরফে ৷ টাইমস অফ ইন্ডিয়া'র রিপোর্টে তেমনটাই জানানো হয়েছে ৷

বোর্ডের এক সূত্রের তরফে টাইমস অফ ইন্ডিয়া'কে বলা হয়েছে, "চ্যাম্পিয়ন্স ট্রফি পরবর্তীতে ভবিষ্যৎ পরিকল্পনা কী? সে বিষয়ে সিদ্ধান্ত স্থির করতে নির্বাচক এবং বোর্ডের তরফে গত বৈঠকেই রোহিতকে জানিয়ে দেওয়া হয়েছিল ৷ আগামী বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপের আগে বোর্ডের একটি নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে ৷ দলের ট্রানজিশন প্রক্রিয়া যাতে আরও মসৃণ হয় তার জন্য সকলকে একই পাতায় রাখতে চাইছে বোর্ড ৷"

সেক্ষেত্রে টি-20 বিশ্বকাপ জয়ের পর সংশ্লিষ্ট ফরম্য়াট থেকে যেমন অবসর নিয়েছিলেন 'হিটম্যান' ৷ তেমন চ্য়াম্পিয়ন্স ট্রফিতে সাফল্য় আসুক বা ব্যর্থতা, ভারতীয় দলের অধিনায়কত্ব থেকে রোহিত সরে দাঁড়ালে অবাক হওয়ার কিছু থাকবে না ৷ সেক্ষেত্রে ভারতীয় দলের নয়া অধিনায়ক কে হবেন? টেস্ট দলের দায়িত্ব জসপ্রীত বুমরার হাতে পাকাপাকি সঁপে দেওয়ার পথে বাধা তাঁর ফিটনেস ৷

সংশ্লিষ্ট সূত্র টাইমস অফ ইন্ডিয়া'কে বলেছে, "লম্বা টেস্ট সিরিজ কিংবা পুরো মরশুমে বুমরার অধিনায়কত্ব করা নিয়ে সন্দেহ রয়েছে ৷ নির্বাচকরা এ ব্যাপারে আরও স্থায়ী কোনও বিকল্পের খোঁজে ৷ গিলের (শুভমন গিল) মধ্যে সম্ভাবনা থাকলেও তাঁর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ভীষণই সাদামাটা ৷ সেক্ষেত্রে ঋষভ পন্তের সম্ভাবনা উজ্জ্বল কিংবা যশস্বী জয়সওয়ালের মত কাউকে ঘষে-মেজে তৈরি করা যেতে পারে ৷" অন্যদিকে ওডিআই ফরম্য়াটে নয়া অধিনায়ক নিয়ে সূত্রের তরফে সেই অর্থে কিছু না-বলা হলেও সাদা-বলে গিলকে পরবর্তী অধিনায়ক হিসেবে দেখা যেতেই পারে ৷ কারণ, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি ঘোষিত হয়েছেন তিনি ৷ পাশাপাশি অভিজ্ঞতার নিরিখে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার নামও থাকতে পারে বিবেচনায় ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.