বোলপুর, 10 ফেব্রুয়ারি: আবাসনে আগুন লেগে বিপত্তি ৷ সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বোলপুরের বাঁধগোড়ায় সাঁঝবাতি নামে একটি আবাসনে ৷ আবাসনটির দোতলায় হঠাৎই আগুন লেগে যায় ৷ তার জেরে ভিতরে আটকে পড়েন একাধিক আবাসিক । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টে ইঞ্জিন ৷ আসেন দমকলের ওসি সৌরভ মণ্ডল ৷
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এখনও পর্যন্ত আহত হয়েছেন বেশ কয়েকজন । তাদের কোনওরকমে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি ৷
মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ৷ আবার এসিতে বিস্ফোরণের জেরেও আগুন ধরে থাকতে পারে ৷ আবার আবাসনের নিচে থাকা স্কুটিতেও আগুন জ্বলতে দেখা গিয়েছে ৷ তবে যেভাবেই আগুন লাগুক তা খতিয়ে দেখতে ফরেনসিক বিশেষজ্ঞদের আনা হবে বলে জানান বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) রাণা মুখোপাধ্যায় ৷
জানা গিয়েছে, বোলপুরের শ্রীনিকেতন রোডের উপর জনবহুল এলাকায় হঠাৎই সাঁঝবাতি নামে একটি আবাসনে আগুন ধরে যায় ৷ দোতলা থেকে আগুনের ধোঁয়া বেরোতে দমকলকে খবর দেন স্থানীয় বাসিন্দারা ৷ প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে ৷ দেখা যায় আবাসনে বেশ কয়েকজন আটকে পড়েছেন ৷ পরে দমকলের আরও দুটি ইঞ্জিন আসে ৷ তবে দমকলের কাছে বড় কোনও ল্যাডার ছিল না ৷ বাঁশের তৈরি সিঁড়ি দিয়ে বেয়ে কোনওরকমে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করেন দমকলের কর্মীরা ৷ ঘটনায় দুই শিশু-সহ 4 জন আহত হয়েছে বলে খবর ।
এদিকে আগুন লাগার খবর পেয়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় মানুষজন ৷ তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় সব দোকানপাট ৷ স্থানীয় মানুষদের ভিড়ে অবরুদ্ধ হয়ে পড়ে শ্রীনিকেতন রোড ।