ETV Bharat / state

রোহণ তুমি আমায় ধোকা দিয়েছ, এবার তোমার ছবি সবাই দেখবে ! শিলিগুড়ির পোস্টারে হইচই প্রেম দিবসে - VALENTINES DAY 2025

শিলিগুড়ি কলেজের সামনে একটি পোস্টারকে ঘিরে হইচই পড়ে গেল প্রেম দিবসে ৷ পোস্টারের নীচে আবার দেওয়া কিউআর কোড ৷

ETV BHARAT
শিলিগুড়ির পোস্টারে হইচই প্রেম দিবসে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2025, 9:00 AM IST

শিলিগুড়ি, 14 ফেব্রুয়ারি: প্রেম দিবসের প্রাক্কালে শিলিগুড়িতে হইচই ফেলে দিল একটি পোস্টার ৷ না, সেই পোস্টারে কোনও ভালোবাসার কথা লেখা নেই ৷ বরং লেখা রয়েছে প্রেমে আঘাত পাওয়ার কাহিনি ৷ প্রেমিকের প্রতি ঝরে পড়েছে রাগ, বিদ্বেষ ৷ এমনকি রয়েছে ছবি প্রকাশ করে দেওয়ার হুমকিও !

ঘটনাস্থল শিলিগুড়ি কলেজের 2 নম্বর গেট ৷ সেখানে বৃহস্পতিবার দেখা যায় জনাকয়েক কলেজ পড়ুয়া আর যুবক-যুবতীদের জটলা । তাঁদের চোখে মুখে কৌতূহলের ছাপ । প্রত্যেকেই মোবাইল দিয়ে কীসের যেন ছবি তুলছে । একজন, দু'জন করে সেই জটলা বাড়ছে ৷ প্রত্যেকেই জানতে চাইছে, আসলে সেখানে চলছেটা কী ? এগিয়ে গিয়েই সবাই দেখল এক অবাক করা কাণ্ড !

কলেজের গেটের পাশের স্তম্ভে দুটি সাদা কাগজের পোস্টার সাঁটানো । আর তাতে লেখা 'রোহণ ইউ চিটেড অন মি । হিয়ার আর ইওর পিকস, নাও এভরিওয়ান উইল সি ।" যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "রোহণ তুমি আমায় ধোকা দিয়েছো । এই তোমার ছবি দিলাম, এখন সবাই তোমাকে দেখবে ।"

এই লেখাটার ঠিক নীচে একটি কিউআর কোড দেওয়া । বিষয়টা বুঝতে বেশ কিছুটা সময় লেগে গেল । বেশ কয়েকজন ততক্ষণে কৌতূহলের বশে সেই কিউআর কোড স্ক্যানও করা শুরু করে দিয়েছে । কে এই রোহণ জানতে সবাই তখন উৎসুক । সবাই তখন জানতে চাইছে, কিউআর কোড স্ক্যান করে কার ছবি ভেসে উঠবে ৷ সেটা কি হবে কলেজেরই চেনা কারও ছবি !

ETV BHARAT
কিউআর কোড থেকে রোহণ নয়, আসছে চারাগাছের ছবি ও দাম (নিজস্ব চিত্র)

এরপরই হল রহস্যের যবনিকা পতন । কিউআর কোড স্ক্যান করে কোনও রোহণের ছবি বের হয়নি ৷ বেরিয়ে এল রকমারি গাছের চারার নাম এবং তাদের দাম । যেমন এনচান্ট্রেস । তার দাম 349 টাকা । তারপর কনফেশন, তার দাম 1299 টাকা । মিস রোজ, তার দাম 679 টাকা । পরপর রয়েছে এমনই আরও অনেক চারাগাছের নাম । আর সেই কাণ্ড দেখে কেউ বেদম হাসছে । আবার কেউ চূড়ান্ত হতাশ হয়ে ফোন পকেটে ঢুকিয়ে জায়গা ছাড়ছে ।

এ বিষয়ে কলেজ ছাত্রী জিনিয়া ঘোষ বলেন, "কলেজের আশপাশে এরকম বেশ কয়েকটা পোস্টার চোখে পড়েছে । বোকা বানানোর ভালো বুদ্ধি । লিঙ্ক খুলতেই ফুলের ক্যাটালগ খুলছে । যেই করুক ফুলের বিজ্ঞাপনের জন্য ভালো বুদ্ধি ।"

আশ্রমপাড়ার বাসিন্দা রণজিৎ বোস বলেন, "ওখানে দাঁড়িয়ে থাকার সময় পোস্টারটা চোখে পড়ে । প্রথমে একটু আশ্চর্য হই । প্রেমে ধোকা খেলে কেউ আবার এরকম করে নাকি ! তারপর কিউআর কোড স্ক্যান করে লিঙ্ক খুলতেই বুঝি বোকা বনেছি । তবে ভ্যালেন্টাইন্স ডে-কে মাথায় রেখেই এটা করা হয়েছে সেটা বুঝতে পারলাম ।"

তবে এসবের মাঝে প্রতারণার পরিকল্পনার আশঙ্কা করছেন পুলিশ কর্তারা । পুলিশ কর্তাদের কথায়, নিশ্চিত না-হয়ে এই ধরনের ঝুঁকিপূর্ণ কোনও কিউআর কোড গ্রাহকদের স্ক্যান না-করাই ভালো । তাতে প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায় । এই ধরনের বিজ্ঞাপনের পিছনে নিছক প্রচার, নাকি অন্য কোনও পরিকল্পনা রয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়ার প্রয়োজন রয়েছে ।

এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন, "এই ধরনের রাস্তার আশপাশে থাকা অজানা কিউআর কোড হুটহাট করে নিশ্চিত না-হয়ে স্ক্যান না-করাই শ্রেয় । এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে । সাধারণ মানুষের এই বিষয়ে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে ।"

ETV BHARAT
কিউআর কোড থেকে আসছে এই ছবি (নিজস্ব চিত্র)

শিলিগুড়ির আর এক পুলিশ কর্তার কথায়, "যুবক যুবতীরা অনেক সময় এই ধরনের বিজ্ঞাপন দেখে কৌতূহলের বশে ভুল করে বসে । এই পোস্টারে প্রতারণার কিছু না থাকলেও, আগামীতে এমন ক্ষেত্রে প্রতারণার শিকার না হওয়াটাও অস্বাভাবিক নয় । কিউআর কোড স্ক্যানের মাধ্যমে প্রতারণা এখন আকছার হচ্ছে ৷ আর এই পোস্টার থেকেও প্রতারণা হতে পারে ৷ সেজন্য এই ধরনের বিজ্ঞাপন থেকে নিজেদের দূরে সরিয়ে রাখাটাই নিরাপদ ।"

কলেজের এক ছাত্রীর বাবা মনোজ রাউথ বলেন, "মেয়েকে কলেজে দিতে এসেছিলাম । গেটের কাছে এই পোস্টার দেখি । বিষয়টা দেখে কিছুটা আঁচ পাই । মনে হয়, এটা প্রতারণার ফাঁদ হতে পারে । সেজন্য খুব একটা পাত্তা দিইনি ৷" জনৈক স্থানীয় সুতপা বসাক বলেন, "কিউআর কোড স্ক্যান করতেই গাছের চারা, ফুলের নাম আর তার দাম আসছে । বুঝতে পারলাম বিষয়টা মিথ্যে । তবে ভ্যালেন্টাইন্স ডে'র জন্যই এই পরিকল্পনা, সেটা মনে হয়েছিল ৷" এলাকারই আর এক ব্যক্তি দিব্যতনু রায়ের কথায়, "ধুর ! এসব বুজরুকি । না-হলে এইভাবে পোস্টার লাগিয়ে কেউ আবার ফুল বিক্রি করে নাকি । আগে কিউআর কোড স্ক্যান করো ! তারপর অর্ডার করো ! তবে সবই মার্কেটিংয়ের জন্য সেটা বুঝলাম ।"

এমন পোস্টারে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে, একথা মেনে নিয়েছেন অনেকেই ৷ তবে অল্পবয়সি কয়েকজন কলেজ পড়ুয়া আবার এই পোস্টার থেকেই প্রেম দিবসে ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার অভিনব আইডিয়া খুঁজে পেয়েছেন ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রীর কথায়, "ভ্যালেন্টাইনস ডে-র প্রাক্কালে এই পোস্টার দেখে দারুণ আইডিয়া পেলাম ৷ এমন কিউআর কোড দিয়ে ফুলের তোড়া, চকোলেট বা নিজেদের কোনও সুন্দর ছবি পাঠানো হলে, তাক লেগে যাবে প্রেমিকের ৷ ব্যাপারটা বেশ ইউনিক হবে ৷"

শিলিগুড়ি, 14 ফেব্রুয়ারি: প্রেম দিবসের প্রাক্কালে শিলিগুড়িতে হইচই ফেলে দিল একটি পোস্টার ৷ না, সেই পোস্টারে কোনও ভালোবাসার কথা লেখা নেই ৷ বরং লেখা রয়েছে প্রেমে আঘাত পাওয়ার কাহিনি ৷ প্রেমিকের প্রতি ঝরে পড়েছে রাগ, বিদ্বেষ ৷ এমনকি রয়েছে ছবি প্রকাশ করে দেওয়ার হুমকিও !

ঘটনাস্থল শিলিগুড়ি কলেজের 2 নম্বর গেট ৷ সেখানে বৃহস্পতিবার দেখা যায় জনাকয়েক কলেজ পড়ুয়া আর যুবক-যুবতীদের জটলা । তাঁদের চোখে মুখে কৌতূহলের ছাপ । প্রত্যেকেই মোবাইল দিয়ে কীসের যেন ছবি তুলছে । একজন, দু'জন করে সেই জটলা বাড়ছে ৷ প্রত্যেকেই জানতে চাইছে, আসলে সেখানে চলছেটা কী ? এগিয়ে গিয়েই সবাই দেখল এক অবাক করা কাণ্ড !

কলেজের গেটের পাশের স্তম্ভে দুটি সাদা কাগজের পোস্টার সাঁটানো । আর তাতে লেখা 'রোহণ ইউ চিটেড অন মি । হিয়ার আর ইওর পিকস, নাও এভরিওয়ান উইল সি ।" যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "রোহণ তুমি আমায় ধোকা দিয়েছো । এই তোমার ছবি দিলাম, এখন সবাই তোমাকে দেখবে ।"

এই লেখাটার ঠিক নীচে একটি কিউআর কোড দেওয়া । বিষয়টা বুঝতে বেশ কিছুটা সময় লেগে গেল । বেশ কয়েকজন ততক্ষণে কৌতূহলের বশে সেই কিউআর কোড স্ক্যানও করা শুরু করে দিয়েছে । কে এই রোহণ জানতে সবাই তখন উৎসুক । সবাই তখন জানতে চাইছে, কিউআর কোড স্ক্যান করে কার ছবি ভেসে উঠবে ৷ সেটা কি হবে কলেজেরই চেনা কারও ছবি !

ETV BHARAT
কিউআর কোড থেকে রোহণ নয়, আসছে চারাগাছের ছবি ও দাম (নিজস্ব চিত্র)

এরপরই হল রহস্যের যবনিকা পতন । কিউআর কোড স্ক্যান করে কোনও রোহণের ছবি বের হয়নি ৷ বেরিয়ে এল রকমারি গাছের চারার নাম এবং তাদের দাম । যেমন এনচান্ট্রেস । তার দাম 349 টাকা । তারপর কনফেশন, তার দাম 1299 টাকা । মিস রোজ, তার দাম 679 টাকা । পরপর রয়েছে এমনই আরও অনেক চারাগাছের নাম । আর সেই কাণ্ড দেখে কেউ বেদম হাসছে । আবার কেউ চূড়ান্ত হতাশ হয়ে ফোন পকেটে ঢুকিয়ে জায়গা ছাড়ছে ।

এ বিষয়ে কলেজ ছাত্রী জিনিয়া ঘোষ বলেন, "কলেজের আশপাশে এরকম বেশ কয়েকটা পোস্টার চোখে পড়েছে । বোকা বানানোর ভালো বুদ্ধি । লিঙ্ক খুলতেই ফুলের ক্যাটালগ খুলছে । যেই করুক ফুলের বিজ্ঞাপনের জন্য ভালো বুদ্ধি ।"

আশ্রমপাড়ার বাসিন্দা রণজিৎ বোস বলেন, "ওখানে দাঁড়িয়ে থাকার সময় পোস্টারটা চোখে পড়ে । প্রথমে একটু আশ্চর্য হই । প্রেমে ধোকা খেলে কেউ আবার এরকম করে নাকি ! তারপর কিউআর কোড স্ক্যান করে লিঙ্ক খুলতেই বুঝি বোকা বনেছি । তবে ভ্যালেন্টাইন্স ডে-কে মাথায় রেখেই এটা করা হয়েছে সেটা বুঝতে পারলাম ।"

তবে এসবের মাঝে প্রতারণার পরিকল্পনার আশঙ্কা করছেন পুলিশ কর্তারা । পুলিশ কর্তাদের কথায়, নিশ্চিত না-হয়ে এই ধরনের ঝুঁকিপূর্ণ কোনও কিউআর কোড গ্রাহকদের স্ক্যান না-করাই ভালো । তাতে প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায় । এই ধরনের বিজ্ঞাপনের পিছনে নিছক প্রচার, নাকি অন্য কোনও পরিকল্পনা রয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়ার প্রয়োজন রয়েছে ।

এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন, "এই ধরনের রাস্তার আশপাশে থাকা অজানা কিউআর কোড হুটহাট করে নিশ্চিত না-হয়ে স্ক্যান না-করাই শ্রেয় । এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে । সাধারণ মানুষের এই বিষয়ে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে ।"

ETV BHARAT
কিউআর কোড থেকে আসছে এই ছবি (নিজস্ব চিত্র)

শিলিগুড়ির আর এক পুলিশ কর্তার কথায়, "যুবক যুবতীরা অনেক সময় এই ধরনের বিজ্ঞাপন দেখে কৌতূহলের বশে ভুল করে বসে । এই পোস্টারে প্রতারণার কিছু না থাকলেও, আগামীতে এমন ক্ষেত্রে প্রতারণার শিকার না হওয়াটাও অস্বাভাবিক নয় । কিউআর কোড স্ক্যানের মাধ্যমে প্রতারণা এখন আকছার হচ্ছে ৷ আর এই পোস্টার থেকেও প্রতারণা হতে পারে ৷ সেজন্য এই ধরনের বিজ্ঞাপন থেকে নিজেদের দূরে সরিয়ে রাখাটাই নিরাপদ ।"

কলেজের এক ছাত্রীর বাবা মনোজ রাউথ বলেন, "মেয়েকে কলেজে দিতে এসেছিলাম । গেটের কাছে এই পোস্টার দেখি । বিষয়টা দেখে কিছুটা আঁচ পাই । মনে হয়, এটা প্রতারণার ফাঁদ হতে পারে । সেজন্য খুব একটা পাত্তা দিইনি ৷" জনৈক স্থানীয় সুতপা বসাক বলেন, "কিউআর কোড স্ক্যান করতেই গাছের চারা, ফুলের নাম আর তার দাম আসছে । বুঝতে পারলাম বিষয়টা মিথ্যে । তবে ভ্যালেন্টাইন্স ডে'র জন্যই এই পরিকল্পনা, সেটা মনে হয়েছিল ৷" এলাকারই আর এক ব্যক্তি দিব্যতনু রায়ের কথায়, "ধুর ! এসব বুজরুকি । না-হলে এইভাবে পোস্টার লাগিয়ে কেউ আবার ফুল বিক্রি করে নাকি । আগে কিউআর কোড স্ক্যান করো ! তারপর অর্ডার করো ! তবে সবই মার্কেটিংয়ের জন্য সেটা বুঝলাম ।"

এমন পোস্টারে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে, একথা মেনে নিয়েছেন অনেকেই ৷ তবে অল্পবয়সি কয়েকজন কলেজ পড়ুয়া আবার এই পোস্টার থেকেই প্রেম দিবসে ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার অভিনব আইডিয়া খুঁজে পেয়েছেন ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রীর কথায়, "ভ্যালেন্টাইনস ডে-র প্রাক্কালে এই পোস্টার দেখে দারুণ আইডিয়া পেলাম ৷ এমন কিউআর কোড দিয়ে ফুলের তোড়া, চকোলেট বা নিজেদের কোনও সুন্দর ছবি পাঠানো হলে, তাক লেগে যাবে প্রেমিকের ৷ ব্যাপারটা বেশ ইউনিক হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.