ETV Bharat / state

দিল্লি জয়ের টোটকায় বাংলা দখলের ভাগবত-বার্তা - WB VIDHAN SABHA ELECTION

দিল্লি বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকে ভোটের ময়দানে সক্রিয় ছিলেন আরএসএসের নেতা-কর্মীরা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই লক্ষ্যেই রাজ্যে রয়েছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত।

RSS Sarsanghchalak Mohan Bhagwat
দিল্লি জয়ের টোটকায় বাংলাকে চাঁদমারি করার ভাগবৎ-বার্তা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2025, 10:35 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি: দিল্লিতে বিজেপির অভূতপূর্ব জয়ের পিছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) অবদান দেখছে রাজনৈতিক মহল। দিল্লির নাগরিকদের 'সামাজিকভাবে সচেতন' করে, তাঁদের গেরুয়া শিবিরমুখী করে তোলার জন্য মাঠে নেমে কাজ করেছে আরএসএস।

এবার এ রাজ্যের ভোটদাতাদের বিজেপির উপর ভরসা তৈরি করার ক্ষেত্রে নাগরিকদের সামাজিক সচেতনতার দাওয়াই দিলেন সঙ্ঘচালক মোহন ভগবত । ‘‘সামাজিকভাবে সচেতন নাগরিকরাই পারেন একজন যোগ্য নেতা নির্বাচন করতে । তাই নাগরিকের মননের বিকাশ হওয়া এবং তাঁর মধ্যে সামাজিক মূল্যবোধ থাকা প্রয়োজন ।’’ রাজ্যে সঙ্ঘ পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠকে এই বার্তাই দিয়েছেন তিনি । দিল্লিতে পরাজিত হয়েছে আম আদমি পার্টি । উঠেছে গেরুয়া ঝড় । বঙ্গে সঙ্ঘ পরিবারের সঙ্গে আলোচনায় বারেবারে বর্তমান সামাজিক অবক্ষয়ের কথা তুলে ধরেছেন মোহন ভাগবত।

বঙ্গে সঙ্ঘ পরিবারের অন্যতম প্রধান সদস্য বিপ্লব রায় জানিয়েছেন, দিল্লিতে বিজেপির ফলাফলের সম্বন্ধে সঙ্ঘ প্রধানের মতামত জানতে চাওয়া হলে তিনি নাগরিক সচেতনতা এবং দায়বদ্ধতার কথা বলেছেন । বর্তমানে মানুষ সামাজিক অবক্ষয়ের মধ্যে পড়ে নিজেদের শিকড়কে ভুলে যাচ্ছেন ৷ তাই আগে তাঁদের মূল্যবোধ ফেরাতে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো সঙ্গে সঙ্ঘ সারাবছরই কাজ করে চলেছে । তাই সঠিক রাষ্ট্রনেতাকে নির্বাচন করতে হলে ভোটদাতাদের সার্বিক সচেতনতার প্রয়োজন ।

দিল্লিতে বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকে এই কাজটাই করেছেন আরএসএসের সদস্যরা । সঙ্ঘ মনে করে, ভোটারদের মন ঠিক করে তৈরি করা গেলে, তাঁরা নিজে থেকেই যোগ্য ব্যক্তিকে নির্বাচন করে নেবেন । সেই লক্ষ্যেই রাজ্যে রয়েছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত । প্রবাস কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যে রয়েছেন তিনি। তবে অন্যান্য বারের তুলনায় বেশিদিন থাকবেন রাজ্যে । একটানা 10 দিন থাকবেন তিনি। আগামী 16 ফেব্রুয়ারি বর্ধমানে সভা রয়েছে তাঁর ।

আরও পড়ুন

কলকাতা, 14 ফেব্রুয়ারি: দিল্লিতে বিজেপির অভূতপূর্ব জয়ের পিছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) অবদান দেখছে রাজনৈতিক মহল। দিল্লির নাগরিকদের 'সামাজিকভাবে সচেতন' করে, তাঁদের গেরুয়া শিবিরমুখী করে তোলার জন্য মাঠে নেমে কাজ করেছে আরএসএস।

এবার এ রাজ্যের ভোটদাতাদের বিজেপির উপর ভরসা তৈরি করার ক্ষেত্রে নাগরিকদের সামাজিক সচেতনতার দাওয়াই দিলেন সঙ্ঘচালক মোহন ভগবত । ‘‘সামাজিকভাবে সচেতন নাগরিকরাই পারেন একজন যোগ্য নেতা নির্বাচন করতে । তাই নাগরিকের মননের বিকাশ হওয়া এবং তাঁর মধ্যে সামাজিক মূল্যবোধ থাকা প্রয়োজন ।’’ রাজ্যে সঙ্ঘ পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠকে এই বার্তাই দিয়েছেন তিনি । দিল্লিতে পরাজিত হয়েছে আম আদমি পার্টি । উঠেছে গেরুয়া ঝড় । বঙ্গে সঙ্ঘ পরিবারের সঙ্গে আলোচনায় বারেবারে বর্তমান সামাজিক অবক্ষয়ের কথা তুলে ধরেছেন মোহন ভাগবত।

বঙ্গে সঙ্ঘ পরিবারের অন্যতম প্রধান সদস্য বিপ্লব রায় জানিয়েছেন, দিল্লিতে বিজেপির ফলাফলের সম্বন্ধে সঙ্ঘ প্রধানের মতামত জানতে চাওয়া হলে তিনি নাগরিক সচেতনতা এবং দায়বদ্ধতার কথা বলেছেন । বর্তমানে মানুষ সামাজিক অবক্ষয়ের মধ্যে পড়ে নিজেদের শিকড়কে ভুলে যাচ্ছেন ৷ তাই আগে তাঁদের মূল্যবোধ ফেরাতে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো সঙ্গে সঙ্ঘ সারাবছরই কাজ করে চলেছে । তাই সঠিক রাষ্ট্রনেতাকে নির্বাচন করতে হলে ভোটদাতাদের সার্বিক সচেতনতার প্রয়োজন ।

দিল্লিতে বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকে এই কাজটাই করেছেন আরএসএসের সদস্যরা । সঙ্ঘ মনে করে, ভোটারদের মন ঠিক করে তৈরি করা গেলে, তাঁরা নিজে থেকেই যোগ্য ব্যক্তিকে নির্বাচন করে নেবেন । সেই লক্ষ্যেই রাজ্যে রয়েছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত । প্রবাস কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যে রয়েছেন তিনি। তবে অন্যান্য বারের তুলনায় বেশিদিন থাকবেন রাজ্যে । একটানা 10 দিন থাকবেন তিনি। আগামী 16 ফেব্রুয়ারি বর্ধমানে সভা রয়েছে তাঁর ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.