কলকাতা, 16 ফেব্রুয়ারি: আবহাওয়ার পরিবর্তন আজ (রবিবার) থেকে। আগামী পরশু, মঙ্গলবারের মধ্যে ফের 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সকাল-সন্ধ্যা মনোরম পরিবেশ কয়েক ঘণ্টা মিলবে। দিনের বেশিরভাগ সময় ক্রমশ উধাও হবে শীত। ঠান্ডার শিরশিরানি সরিয়ে এবার গরমের প্রস্তুতি। আগামিকাল থেকে আংশিক মেঘলা আকাশ। বসন্তের শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে বৃষ্টি শুরু উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।
- বুধবার বৃষ্টি হবে কলকাতা উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় ৷
- বৃহস্পতিবার বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
- কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি হবে শুক্রবার।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টির ভ্রুকুটি। আগামী বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত।
ইতিমধ্যে শীত বিদায় নিয়েছে। জেলায় শীতের হালকা উপস্থিতি থাকলেও শহর কলকাতায় লেশমাত্র নেই। যদিও কলকাতায় 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। জেলায় জেলায় 15 ডিগ্রি সেলসিয়াসের নীচে তাপমাত্রা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। সকাল-সন্ধ্যা কোথাও মনোরম আবহাওয়া কোথাও শীতের আমেজ। তবে, আজ থেকে ফের বাড়তে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল, 29.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ ও সর্বনিম্ন 35 শতাংশ। আজ দিনের আকাশ পরিষ্কার। কুয়াশাচ্ছন্ন ভোর। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে।