নিউইয়র্ক, 19 ফেব্রুয়ারি: ঘুষ-কাণ্ডে ভারতীয় ব্যবসায়ী গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে অভিযোগ দায়েরের চেষ্টা চলছে ৷ এমনটাই আদালতে ফেডারেল বিচারককে জানিয়েছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ৷ তারা এও জানিয়েছে, এই ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের কাছে সহায়তার অনুরোধও করা হয়েছে ।
মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় জেলা আদালতের বিচারক নিকোলাস গারোফিসের কাছে এসইসি গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে অভিযোগ দায়েরের চেষ্টা সম্পর্কে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে । সেখানে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জানিয়েছে, গৌতম আদানি এবং সাগর আদানি উভয়ই ভারতে থাকেন এবং সেখানে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের এসইসির প্রচেষ্টা অব্যাহত রয়েছে ৷ যার জন্য নথিপত্রের সংগ্রহের কাজও ইতিমধ্যে চলছে ৷ হেগ সার্ভিস কনভেনশনের অধীনে ভারতীয় কর্তৃপক্ষের কাছে এই সংক্রান্ত নথিপত্র চেয়ে পাঠানো হয়েছে ৷
মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জানিয়েছে, ঘুষ-কাণ্ডে গত বছরের 20 নভেম্বর তারিখের তাদের কাছে অভিযোগ করা হয় ৷ তাতে বলা হয়, গৌতম আদানি এবং সাগর আদানি ফেডারেল সিকিউরিটিজ আইনের জালিয়াতি-বিরোধী আইন লঙ্ঘন করেছেন ৷ তাঁরা জেনেশুনে হোক বা বেপরোয়াভাবে আদানি গ্রিন এনার্জি লিমিটেড সম্পর্কে 2021 সালের সেপ্টেম্বরে আদানি গ্রিনের ঋণ প্রস্তাবের সঙ্গে সম্পর্কিত মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন ।
এতে বলা হয়েছে, যেহেতু অভিযুক্তরা অন্য দেশের বাসিন্দা ৷ তাই ফেডারেল রুলস অফ সিভিল প্রসিডিউর (এফআরসিপি) 4(এফ) অনুয়ায়ী সমন এবং অভিযোগ দায়ের করতে হবে । এফআরসিপি 4(এফ) ধারাতে পরিষেবা দেওয়ার জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা নেই এবং এসইসি যেকোনও আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিষেবার মাধ্যমে যা নোটিশ দেওয়ার জন্য যুক্তিসঙ্গতভাবে গণনা করা হয়, যেমন হেগ সার্ভিস কনভেনশনের মাধ্যমে বিবাদীদের পরিষেবা দিতে পারে ।