কলকাতা, 21 ফেব্রুয়ারি: বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হল বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়কে ৷ গত বুধবার রাজ্য বাজেটের উপর আলোচনার প্রথম দিনে অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণর বিরুদ্ধে অসংসদীয় শব্দ ব্যবহার ও বিধানসভাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগ ওঠে ৷
ঘটনার সূত্রপাত বুধবার স্কচ নিয়ে খড়গপুর সদরের বিধায়কের তোলা অভিযোগকে ঘিরে ৷ এদিন আলোচনায় হিরণ চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন, পয়সা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে রাজ্য সরকার। বক্তব্য রাখার সময় এই বিষয়ে তথ্যও রয়েছে বলে দাবি করেন তিনি। এরপর বৃহস্পতিবার বাজেট নিয়ে আলোচনার দ্বিতীয় দিনে বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে আসেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ বিধানসভার দ্বিতীয়ার্ধের শুরুতে চন্দ্রিমা ভট্টাচার্যের আনা একটি স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণের কথা উল্লেখ করেন অধ্যক্ষ ৷ একইসঙ্গে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, স্কচ নিয়ে হিরন্ময় চট্টোপাধ্যায় যে অভিযোগ বিধানসভার ভিতরে করেছেন, তার সাপেক্ষে বিধায়ককে 22 ফেব্রুয়ারির মধ্যে বিধানসভায় নথি জমা দিতে হবে।
অধ্যক্ষের এই বক্তব্যের পর খড়গপুর সদরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় তথা অভিনেতা হিরণ জানান, গতকালই ওনারা তথ্য চেয়েছিলেন। আমি ভাউচার নাম্বার এবং ভাউচার ডেট বলে দিয়েছিলাম। কোন ডিপার্টমেন্ট থেকে স্কচ গ্রুপকে টাকা দেওয়া হয়েছিল, সেটাও বলে দিয়েছিলাম। ওনারা চাইছেন লিখিতভাবে আমার কাছে এর উত্তর চাইছেন ৷ সেটা আমাকে লিখিতভাবে জানানো হোক। আমি শুনেছি স্পিকার বিধানসভায় বলেছেন আগামী 22 ফেব্রুয়ারির মধ্যে আমাকে এই বিষয়টি নিয়ে লিখিত জবাব দিতে হবে। কোন সন্দেহ নেই আমি সেটা দিয়ে দেব।
এদিন তাঁর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন নিয়ে আসা নিয়ে প্রশ্ন করা হল হিরণ বলেন, "ওরা ভাবতে পারেনি হিরণ চট্টোপাধ্যায় রিচার্চ করে স্কচ নিয়ে এই তথ্য নিয়ে আসতে পারবে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ওদের বলা কথা ভুলপ্রমাণ করতে পারি আমি।"
এদিন বাজেট নিয়ে জবাবি ভাষণ দিতে গিয়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, হিরণ যা বলছে তা ভিত্তিহীন। এ ধরনের পুরস্কারের জন্য আবেদনের একটা নির্দিষ্ট পদ্ধতি থাকে। সেই পদ্ধতি মেনেই আবেদন করেছিল রাজ্য। যে মানি রিসিডের কথা বলা হচ্ছে, তার পরিমাণ নিতান্তই নগণ্য।