আলিপুরদুয়ার, 21 ফেব্রুয়ারি: আখ খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে পাঁচ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ ৷ ঘটনায় গ্রেফতার প্রতিবেশী বৃদ্ধ । বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ি এলাকায় । শুক্রবার ধৃতকে আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷
প্রতিবেশী ওই বৃদ্ধ আখ খাওয়াবে বলে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় শিশুকন্যাকে । এরপর তাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ । এদিকে অনেকটা সময় পেরিয়ে যাবার পরেও মেয়ে বাড়ি আসছে না দেখে পাশের বাড়ির এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে অভিযুক্তের বাড়িতে যায় নাবালিকার মা ।
সেখানে গিয়ে তিনি দেখেন মেয়ে কাঁদতে কাঁদতে অভিযুক্তের ঘর থেকে বেরিয়ে আসছে । এরপর বাড়ি এনে জিজ্ঞাসা করতেই মেয়ে সব খুলে বলে মাকে । যেহেতু শিশুকন্যার বাবা অসমে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, তাই তার মা বৃহস্পতিবার রাতেই পুলিশে লিখিত অভিযোগ জানায় । এরপর পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত ওই 69 বছর বৃদ্ধকে রাতেই গ্রেফতার করে । শুক্রবার অভিযুক্তকে আলিপুরদুয়ার জেলা পকসো আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।
এই বিষয়ে আলিপুরদুয়ার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । তার বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । মায়ের অভিযোগ, আখ খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে বৃদ্ধ ৷ সবটাই খতিয়ে দেখা হচ্ছে ৷