সন্দীপ খুনের ছয় বছর, হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি বিজেপির - KAKSA BJP LEADER SHOOT OUT
🎬 Watch Now: Feature Video
Published : Dec 9, 2024, 7:34 PM IST
কাঁকসার মলানদিঘীর সরস্বতীগঞ্জের জঙ্গলে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ। গত 2018 সালের 9 ডিসেম্বরের ঘটনা ৷ কেটে গিয়েছে 6 বছর ৷ এখনও সেই ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ ৷ এখনও গ্রেফতার হয়নি খুনিরা ৷ এবার সেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলল বিজেপি ৷
সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সহযোগীতায় মৃত্যুর 6 বছর পর সন্দীপ ঘোষের মূর্তি তাঁর গ্রামে বসানো হয় ৷ সেই মূর্তির উন্মোচন অনুষ্ঠানে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন বিজেপি নেতারা ৷ এদিন, সন্দীপ ঘোষের বাবা বিজয় ঘোষকে সঙ্গে নিয়ে তাঁর পূর্ণবয়ব মূর্তি বসিয়ে মাল্যদান করেন বিজেপি বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা, সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত-সহ বিজেপি নেতৃত্বরা ।
চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "অবৈধ কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন আমাদের বুথ সভাপতি সন্দীপ ঘোষ । তাই তাঁকে গুলি করে হত্যা করা হয় । এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাঁদের বিরুদ্ধে 2026 সালের মধ্যে কড়া শাস্তি নিতে হবে । আমরা কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই সিবিআই তদন্তের আর্জি জানিয়েছি । সিবিআই তদন্ত হবেই । দোষীরা রেহাই পাবে না।" জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, "আইনের উপর আমাদের আস্থা রয়েছে ৷ ।"