ETV Bharat / entertainment

বীর সেনাদের স্মরণ অমিতাভ-অক্ষয়দের, দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার বার্তা - CELEBS WISH ON 76TH REPUBLIC DAY

সাধারণতন্ত্র দিবসে ভক্তদের শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার-সহ বলিউডের অন্যন্য তারকারা ৷ বাদ যায়নি দক্ষিণও ৷

ETV BHARAT
সাধারণতন্ত্র দিবসে ভক্তদের শুভেচ্ছা বলিউডের তারকাদের (চিত্র: এএনআই)
author img

By ANI

Published : Jan 26, 2025, 5:05 PM IST

মুম্বই, 26 জানুয়ারি: দেশজুড়ে পালিত হচ্ছে 76তম সাধারণতন্ত্র দিবস । এই বিশেষ দিনে দেশ ও জাতির প্রতি ভালোবাসা ও শুভেচ্ছায় বানভাসি সোশাল মিডিয়া ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, সবাই নিজেদের মতো করে সামাজিক মাধ্যমে দিনটি উদযাপন করছেন ৷ তারকাদের মধ্যে অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার, অনিল কাপুর, সানি দেওল, অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেট্টি, দক্ষিণী অভিনেতা রাম চরণ-সহ প্রায় সবাই নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে দেশের প্রতি সম্মান জানিয়েছেন ৷

সাধারণতন্ত্র দিবসে নিজের এক্স হ্যান্ডেলে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের শাহেনশা ৷ তিনি লিখেছেন, "গণতন্ত্র দিবসের অনেক শুভকামনা ৷"

বলিউডের খিলাড়ি আবার তাঁর এক্স হ্যান্ডেলে দেশের বীর সেনাদের আত্মবলিদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন । তার ক্যাপশনে অক্ষয় কুমার লিখেছেন, "গতকালের আত্মত্যাগের জন্যই আজ আমরা স্বাধীন । আসুন আমরা আমাদের কাজের মাধ্যমে এই স্বাধীনতাকে সম্মান করি এবং ভারতকে আরও উচ্চতার শিখরে নিয়ে যাই । শুভ সাধারণতন্ত্র দিবস !"

গরিবের মসিহা হিসেবে পরিচিত বলিউডের অভিনেতা সোনু সুদ এই বিশেষ দিনে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে তাঁর সর্বশেষ সাক্ষাতের ছবি শেয়ার করেছেন । তাঁকে ভারতীয় পতাকা হাতে নিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ।


এভারগ্রিন অনিল কাপুর তাঁর আসন্ন ফিল্ম 'ফাইটার'-এর লুকের একটি ছবি পোস্ট করে 76তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন । ফাইটারে তিনি ছাড়াও রয়েছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন ৷


'বর্ডার' এবং 'হিরোস'-এর মতো দুরন্ত হিট দেশাত্মবোধক ছবিতে অভিনয় করা সানি দেওল এদিন একটি গ্রুপ ছবি শেয়ার করেছেন ৷ সেখানে তিনি তেরঙা হাতে একদল শিশুর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন ৷ তাঁর সঙ্গে বড় ছেলে রাজবীর দেওলও রয়েছেন ।


অভিনেত্রী শিল্পা শেঠি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে একটি ভিডিয়ো শেয়ার করেছেন । সেই ক্লিপে দেখা গিয়েছে, তিনি জাতীয় পতাকা উড়িয়ে তাঁর ভক্তদের সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন ।


অভিনেতা শরমন জোশি সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে মনে করিয়ে দিয়েছেন তাঁর ছবি 'রং দে বাসন্তী'র কথা, যা আজ 19 বছর পূর্ণ করেছে । রাকেশ ওম প্রকাশ মেহরা পরিচালিত এই ছবিটিতে আমির খান, শরমন জোশি, সিদ্ধার্থ, অতুল কুলকার্নি এবং সোহা আলি খান-সহ আরও অনেকে অভিনয় করেছেন ।


দক্ষিণের অভিনেতা রাম চরণ তাঁর শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "শুভ সাধারণতন্ত্র দিবস ! আমরা যেন সবসময় এক শক্তিশালী, উজ্জ্বল এবং গর্বিত ভারতের জন্য সবাই একসঙ্গে থাকি।"

প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ৷ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, "আমাদের মহান জাতিকে সংজ্ঞায়িত করে এমন ঐক্য, বৈচিত্র্য এবং অগ্রগতির চেতনা উদযাপন করছি । শুভ সাধারণতন্ত্র দিবস ।"

মুম্বই, 26 জানুয়ারি: দেশজুড়ে পালিত হচ্ছে 76তম সাধারণতন্ত্র দিবস । এই বিশেষ দিনে দেশ ও জাতির প্রতি ভালোবাসা ও শুভেচ্ছায় বানভাসি সোশাল মিডিয়া ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, সবাই নিজেদের মতো করে সামাজিক মাধ্যমে দিনটি উদযাপন করছেন ৷ তারকাদের মধ্যে অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার, অনিল কাপুর, সানি দেওল, অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেট্টি, দক্ষিণী অভিনেতা রাম চরণ-সহ প্রায় সবাই নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে দেশের প্রতি সম্মান জানিয়েছেন ৷

সাধারণতন্ত্র দিবসে নিজের এক্স হ্যান্ডেলে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের শাহেনশা ৷ তিনি লিখেছেন, "গণতন্ত্র দিবসের অনেক শুভকামনা ৷"

বলিউডের খিলাড়ি আবার তাঁর এক্স হ্যান্ডেলে দেশের বীর সেনাদের আত্মবলিদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন । তার ক্যাপশনে অক্ষয় কুমার লিখেছেন, "গতকালের আত্মত্যাগের জন্যই আজ আমরা স্বাধীন । আসুন আমরা আমাদের কাজের মাধ্যমে এই স্বাধীনতাকে সম্মান করি এবং ভারতকে আরও উচ্চতার শিখরে নিয়ে যাই । শুভ সাধারণতন্ত্র দিবস !"

গরিবের মসিহা হিসেবে পরিচিত বলিউডের অভিনেতা সোনু সুদ এই বিশেষ দিনে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে তাঁর সর্বশেষ সাক্ষাতের ছবি শেয়ার করেছেন । তাঁকে ভারতীয় পতাকা হাতে নিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ।


এভারগ্রিন অনিল কাপুর তাঁর আসন্ন ফিল্ম 'ফাইটার'-এর লুকের একটি ছবি পোস্ট করে 76তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন । ফাইটারে তিনি ছাড়াও রয়েছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন ৷


'বর্ডার' এবং 'হিরোস'-এর মতো দুরন্ত হিট দেশাত্মবোধক ছবিতে অভিনয় করা সানি দেওল এদিন একটি গ্রুপ ছবি শেয়ার করেছেন ৷ সেখানে তিনি তেরঙা হাতে একদল শিশুর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন ৷ তাঁর সঙ্গে বড় ছেলে রাজবীর দেওলও রয়েছেন ।


অভিনেত্রী শিল্পা শেঠি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে একটি ভিডিয়ো শেয়ার করেছেন । সেই ক্লিপে দেখা গিয়েছে, তিনি জাতীয় পতাকা উড়িয়ে তাঁর ভক্তদের সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন ।


অভিনেতা শরমন জোশি সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে মনে করিয়ে দিয়েছেন তাঁর ছবি 'রং দে বাসন্তী'র কথা, যা আজ 19 বছর পূর্ণ করেছে । রাকেশ ওম প্রকাশ মেহরা পরিচালিত এই ছবিটিতে আমির খান, শরমন জোশি, সিদ্ধার্থ, অতুল কুলকার্নি এবং সোহা আলি খান-সহ আরও অনেকে অভিনয় করেছেন ।


দক্ষিণের অভিনেতা রাম চরণ তাঁর শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "শুভ সাধারণতন্ত্র দিবস ! আমরা যেন সবসময় এক শক্তিশালী, উজ্জ্বল এবং গর্বিত ভারতের জন্য সবাই একসঙ্গে থাকি।"

প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ৷ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, "আমাদের মহান জাতিকে সংজ্ঞায়িত করে এমন ঐক্য, বৈচিত্র্য এবং অগ্রগতির চেতনা উদযাপন করছি । শুভ সাধারণতন্ত্র দিবস ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.