হায়দরাবাদ, 27 জানুয়ারি: আবুধাবিতে 'কিং' ছবি নিয়ে বড় ঘোষণা শাহরুখ খানের ৷ রবিবার প্রজাতন্ত্র দিবস পালনের পর তিনি আবুধাবিতে এক অনুষ্ঠানে যোগ দিতে যান ৷ সেখানেই তাঁর পরবর্তী ছবি 'কিং' নিয়ে বড় মন্তব্য বাদশার ৷
আবুধাবিতে আয়োজিত গ্লোবাল ভিলেজ প্রোগ্রামে যোগ দেন শাহরুখ । মঞ্চে উপস্থাপকের প্রশ্নের উত্তর দেওয়ার সময়, অভিনেতা তাঁর আসন্ন ছবি 'কিং' সম্পর্কে নতুন তথ্য শেয়ার করেন। অভিনেতা নিশ্চিত করেছেন যে তাঁর ছবি 'কিং' সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করবেন। 2023 সালের ব্লকবাস্টার ছবি 'পাঠান' সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করেছিলেন ৷ এবারও বাদশার ছবিতে পরিচালকের আসনে সিদ্ধার্থ আনন্দ ৷ কিং খান জানিয়েছেন, এই ছবিও দর্শকদের মনোরঞ্জন করবে ৷ প্রথমে এই ছবি সুজয় ঘোষের পরিচালনা করার কথা থাকলেও এবার পরিচালক পরিবর্তনের কথা নিশ্চিত করেছেন 'পাঠান' তারকা ৷
BIG NEWS! 🎉 Shah Rukh Khan confirms @justSidAnand to direct #King! 🔥♥️ The excitement begins ❤️🔥@iamsrk @GlobalVillageAE#GlobalVillage #ShahRukhKhan #SRK #KingKhan #Dubai #DubaiGlobalVillage #SRKinDubai #King pic.twitter.com/f1I2Gv2T2W
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) January 26, 2025
পরিচালক সিদ্ধার্থ আনন্দ ভীষণ কঠোর
শাহরুখ খানের ফ্যান পেজ অনুষ্ঠানের একটি ভিডিয়ো শেয়ার করেছে সোশাল মিডিয়ায় ৷ 'রোমান্সের রাজা' বলছেন, "আমি এখন এই ছবির শুটিং করছি। কয়েক মাস ধরে এটার শুটিং করবো। আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুবই কঠোর। তিনি পাঠান বানিয়েছেন। তিনি আমাকে নির্দেশ দিয়ে বলেছিলেন যে আমরা কী করছি তা কাউকে না বলতে। তাই আমি বলতে পারছি না যে আমরা ছবিতে কী করছি। কিন্তু আমি নিশ্চিত এটা বেশ বিনোদনমূলক হবে। অনেক মজার হবে।"
'আমি অনেক নাম ব্যবহার করেছি, এখন...'
কিং খান আরও বলেন, "আমি অনেক নাম ব্যবহার করেছি, অশোক, দেবদাস, মহব্বতেঁ, প্রেম, প্যার, ইশক... তারপর আমাদের উপাধি ফুরিয়ে গেছে। তারপর এল শাহরুখ খান 'পাঠান', শাহরুখ খান 'ডাঙ্কি', শাহরুখ খান 'জওয়ান'। অনেক হয়েছে ৷ এখন শাহরুখ খান 'কিং' হিসেবে আসছে। একটু শো অফ হয়ে গেল । কিন্তু যেহেতু আমরা দুবাইতে থাকি, মানুষ মনে করে যে রাজা তো রাজাই। কিন্তু আমরা এই ছবির জন্য কঠোর পরিশ্রম করছি।
'কিং' সিনেমা
মিডিয়া রিপোর্ট অনুসারে কিং ছবিতে সুহানা খানকে দেখা যাবে মুখ্যচরিত্রে ৷ সূত্রের খবর, মুঞ্জিয়া তারকা অভয় বর্মাকেও এই ছবিতে দেখা যাবে ৷ এর আগে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে, বাদশা ছবির বিষয় কী তা নিয়ে কথছা বলেন ৷ তিনি জানান, "এটা একটা অ্যাকশন ড্রামা ছবি ৷ আমি অনেক দিন ধরে অ্যাকশন ছবি করতে চাইছিলাম ৷ প্রায় সাত-আট বছর ধরে অ্যাকশন ছবি করতে চেয়েছি ৷ ভেবেছিলাম সুজয় ঘোষ এই ছবি পরিচালনা করবেন ৷ কারণ আমরা চাইছি সত্যিই এটা এখটা ভালো সিনেমা হোক ৷ অ্যাকশনের সঙ্গে ছবিতে ইমোশনও থাকবে ৷ কিং কবে মুক্তি পাবে তা এখনও নির্মাতারা ঘোষণা করেননি ৷