দেরাদুন, 27 জানুয়ারি: দেশের প্রথম রাজ্য হিসেবে আজ উত্তরাখণ্ডে চালু হতে চলেছে 'অভিন্ন দেওয়ানি বিধি' ৷ সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি ইউসিসি (ইউনিফর্ম সিভিল কোড) পোর্টালের উদ্বোধন করবেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের ঠিক আগেই দেশের প্রথম রাজ্য হিসেবে 'অভিন্ন দেওয়ানি বিধি' চালু করার করার সিদ্ধান্ত নেয় উত্তরাখণ্ডের ধামি সরকার ৷
রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরে গত 13 মার্চ বিজ্ঞপ্তিতে উত্তরাখণ্ডে জমি-সম্পত্তি উত্তরাধিকার, বিবাহ, বিবাহবিচ্ছেদ এবং লিভ-ইন সম্পর্কের আইন বদল কার্যকরের সিদ্ধান্ত ঘোষণা করেছিল উত্তরাখণ্ড সরকার ৷ 2025 সালের শুরুতেই যে রাজ্যে 'অভিন্ন দেওয়ানি বিধি' কার্ষকর হতে চলেছে গত মাসেই তা জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ধামি ৷
উত্তরাখণ্ড সরকার প্রায় আড়াই বছর ধরে এই বিষয়ে হোমওয়ার্ক করে আসছে ৷ চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ হওয়ার পর এটি বাস্তবায়ন করা হচ্ছে । মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ ইউসিসি পোর্টাল এবং নিয়মাবলী উদ্বোধন করবেন । তারপরই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নে দেশের প্রথম রাজ্য হয় উঠবে উত্তরাখণ্ড ৷ সব ধর্মের মানুষের জন্য বিয়ে, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত এক এবং অভিন্ন আইন প্রচলনের কথা বলা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধিতে।
LIVE: आवासीय परिसर, देहरादून में गणतंत्र दिवस के अवसर पर राष्ट्रीय ध्वज फहराते हुए #RepublicDay2025
— Pushkar Singh Dhami (@pushkardhami) January 26, 2025
https://t.co/LQnlxY2TK7
27 মে, 2022 সালে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল । প্রায় 2 বছর পর 2 ফেব্রুয়ারি, 2024 সালে এই কমিটি সরকারের কাছে রিপোর্ট জমা দেয় । তার ভিত্তিতেই তৈরি হয় বিলের খসড়া ৷ 8 মার্চ, 2024 বিলটি বিধানসভায় পাস হয় ৷ তারপর এটি রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয় ।
রবিবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের পর, মুখ্যমন্ত্রী ধামি বলেন, "বিজেপি 2022 সালে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে । অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পর উত্তরাখণ্ডে লিঙ্গ, বর্ণ, ধর্মের ভিত্তিতে বৈষম্য থাকবে না ৷
তিনি আরও বলেন, "আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে 2022 সালে বিধানসভা নির্বাচন লড়েছিলাম । সেই সময় আমরা রাজ্যের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সরকার গঠনের পর আমরা ইউসিসি বাস্তবায়নের জন্য কাজ করব । আমরা সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি এবং অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর হতে প্রস্তুত ।"
ধামি সরকারের মতে, এই আইন উত্তরাখণ্ড রাজ্যের সমগ্র অঞ্চলে প্রযোজ্য হবে । এটি রাজ্যের বাইরে বসবাসকারী উত্তরাখণ্ডের ব্যক্তিদের ক্ষেত্রেও কার্যকর হবে । এই আইন উত্তরাখণ্ডের সকল বাসিন্দার জন্য প্রযোজ্য ৷
অভিন্ন দেওয়ানি বিধি অনুযায়ী, কোনও যুগল ‘লিভ-ইন’ করতে চাইলে অবশ্যই পুলিশ বা জেলা আধিকারিকদের অনুমতি নিতে হবে । আর তাদের বয়স যদি 21 বছরের কম হয়, সেক্ষেত্রে বাবা-মায়ের সম্মতির প্রয়োজন । এছাড়াও যুগলকে ‘লিভ-ইন’ সম্পর্কের ঘোষণাপত্র সঙ্গে রাখতে হবে ৷ পাশাপাশি ‘লিভ-ইন’ সম্পর্কে থাকা যুগলের কোনও সন্তান হলে, সে আইনি স্বীকৃতি পাবে ।
ধর্ম নির্বিশেষে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18 এবং ছেলেদের 21 বছর হতে হবে । যে কোনও ধর্মীয় রীতিনীতি অনুসারে বিবাহ অনুষ্ঠান করা যেতে পারে, তবে এই আইনে 60 দিনের মধ্যে ‘রেজিস্ট্রি বিবাহ’ করা বাধ্যতামূলক।