ETV Bharat / sports

বর্ষসেরা বুমরা ! ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে ইতিহাসে মন্ধনাও - SMRITI MANDHANA SCRIPTS HISTORY

এই নিয়ে দ্বিতীয় বার আইসিসির ওডিআই ফর্ম্যাটে বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেলেন স্মৃতি মন্ধনা । ভারতের আরও কোনও ক্রিকেটারের এই কৃতিত্ব নেই ।

Jasprit Bumrah Smriti Mandhana
জসপ্রীত বুমরা ও স্মৃতি মন্ধনা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 27, 2025, 10:51 PM IST

হায়দরাবাদ, 27 জানুয়ারি: বর্ষসেরা জসপ্রীত বুমরা ৷ 2024 সালে 13টি টেস্ট ম্যাচে 71টি উইকেট নিয়েছেন ‘বুম বুম’ ৷ দুরন্ত পারফর্ম্যান্সের দৌলতে এবার আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন জসপ্রীত বুমরা ৷ ষষ্ঠ ভারতীয় হিসেবে এই পুরস্কার জিতেছেন তারকা পেসার । রাহুল দ্রাবিড় (2004), গৌতম গম্ভীর (2009), বীরেন্দ্র সেহওয়াগ (2010), রবিচন্দ্রন অশ্বিন (2016) এবং বিরাট কোহলিদের (2018) সঙ্গেই এলিট লিস্টে ঢুকে পড়লেন তিনি ।

2024 সালে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে বুমরা 71টি উইকেট নিয়ে বছর শেষ করেন ৷ যার মধ্যে 32টি উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নয় ইনিংস থেকে এসেছে । ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন 11 ম্যাচে 52টি উইকেট নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে ৷ বুমরার এই পুরস্কারের সঙ্গে সঙ্গে ভারত অস্ট্রেলিয়াকে ছুঁয়ে ফেলল ৷ এই দুই দেশ থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার পুরস্কার জেতার রেকর্ডে গড়ল ।

অন্যদিকে স্মৃতি মন্ধনা আইসিসির বর্ষসেরা মহিলা ওডিআই ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ৷ গত বছর ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করেছেন বাঁ-হাতি এই ব্যাটার । ভারতের সহ-অধিনায়ক 13টি ইনিংসে 747 রান করে ওডিআই কেরিয়ারের নতুন উচ্চতায় পৌঁছেছেন । গত বছর মহিলাদের ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে স্মৃতির পরে রয়েছএন লরা ওলভার্ড (697), ট্যামি বিউমন্ট (554) এবং হেইলি ম্যাথিউস (469) এর । এই নিয়ে দ্বিতীয় বার আইসিসির ওডিআই ফর্ম্যাটে বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেলেন তিনি । ভারতের আরও কোনও মহিলা ক্রিকেটারের এই কৃতিত্ব নেই ।

একনজরে:

  • আইসিসির বর্ষসেরা ওডিআই ক্রিকেটার - আজমতুল্লাহ ওমরজাই
  • আইসিসির বর্ষসেরা পুরুষ টি-20 ক্রিকেটার - আর্শদীপ সিং
  • আইসিসির বর্ষসেরা মহিলা টি-20 ক্রিকেটার - মেলি কের
  • আইসিসির বর্ষসেরা উদীয়মান মহিলা ক্রিকেটার - অ্যানেরি ডার্কসেন
  • আইসিসির বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার - কামিন্দু মেন্ডিস
  • আইসিসির বর্ষসেরা মহিলা সহযোগী ক্রিকেটার - এশা ওজা
  • আইসিসির বর্ষসেরা সহযোগী ক্রিকেটার - গেরহার্ড ইরাসমাস

আরও পড়ুন

হায়দরাবাদ, 27 জানুয়ারি: বর্ষসেরা জসপ্রীত বুমরা ৷ 2024 সালে 13টি টেস্ট ম্যাচে 71টি উইকেট নিয়েছেন ‘বুম বুম’ ৷ দুরন্ত পারফর্ম্যান্সের দৌলতে এবার আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন জসপ্রীত বুমরা ৷ ষষ্ঠ ভারতীয় হিসেবে এই পুরস্কার জিতেছেন তারকা পেসার । রাহুল দ্রাবিড় (2004), গৌতম গম্ভীর (2009), বীরেন্দ্র সেহওয়াগ (2010), রবিচন্দ্রন অশ্বিন (2016) এবং বিরাট কোহলিদের (2018) সঙ্গেই এলিট লিস্টে ঢুকে পড়লেন তিনি ।

2024 সালে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে বুমরা 71টি উইকেট নিয়ে বছর শেষ করেন ৷ যার মধ্যে 32টি উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নয় ইনিংস থেকে এসেছে । ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন 11 ম্যাচে 52টি উইকেট নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে ৷ বুমরার এই পুরস্কারের সঙ্গে সঙ্গে ভারত অস্ট্রেলিয়াকে ছুঁয়ে ফেলল ৷ এই দুই দেশ থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার পুরস্কার জেতার রেকর্ডে গড়ল ।

অন্যদিকে স্মৃতি মন্ধনা আইসিসির বর্ষসেরা মহিলা ওডিআই ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ৷ গত বছর ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করেছেন বাঁ-হাতি এই ব্যাটার । ভারতের সহ-অধিনায়ক 13টি ইনিংসে 747 রান করে ওডিআই কেরিয়ারের নতুন উচ্চতায় পৌঁছেছেন । গত বছর মহিলাদের ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে স্মৃতির পরে রয়েছএন লরা ওলভার্ড (697), ট্যামি বিউমন্ট (554) এবং হেইলি ম্যাথিউস (469) এর । এই নিয়ে দ্বিতীয় বার আইসিসির ওডিআই ফর্ম্যাটে বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেলেন তিনি । ভারতের আরও কোনও মহিলা ক্রিকেটারের এই কৃতিত্ব নেই ।

একনজরে:

  • আইসিসির বর্ষসেরা ওডিআই ক্রিকেটার - আজমতুল্লাহ ওমরজাই
  • আইসিসির বর্ষসেরা পুরুষ টি-20 ক্রিকেটার - আর্শদীপ সিং
  • আইসিসির বর্ষসেরা মহিলা টি-20 ক্রিকেটার - মেলি কের
  • আইসিসির বর্ষসেরা উদীয়মান মহিলা ক্রিকেটার - অ্যানেরি ডার্কসেন
  • আইসিসির বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার - কামিন্দু মেন্ডিস
  • আইসিসির বর্ষসেরা মহিলা সহযোগী ক্রিকেটার - এশা ওজা
  • আইসিসির বর্ষসেরা সহযোগী ক্রিকেটার - গেরহার্ড ইরাসমাস

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.