কলকাতা, 5 ফেব্রুয়ারি: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনের শেষে মুখে চওড়া হাসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । কারণ, প্রথম দিনের শেষে রাজ্য 91 হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে । রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র প্রথম দিনের শেষে এই বিপুল বিনিয়োগের বিষয়ে নিশ্চিত করেছেন ।
বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, বিশ্ব বঙ্গ সম্মেলনের প্রথম দিন সফল। প্রথম দিনেই একাধিক দেশ তাঁকে আমন্ত্রণ জানিয়েছে। মমতা জানান, ইতিমধ্যেই জাপানের তরফ থেকে আমন্ত্রণ পেয়েছেন । তাদের বক্তব্য, ‘‘আমরা এখানে অনেক বিনিয়োগ করেছি। আপনি আসুন ।’’ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সব ক্ষেত্রেই তো থাকতে হয় । কিন্তু রাজ্যের কাজে ব্যস্ত থাকার কারণে কোথাও যাওয়া হয় না । কখনও সাইক্লোন, কখনও বন্যা - সবকিছুতেই পাহারাদারের মতো থাকতে হয় । লন্ডন গিয়েছিলাম, বৃষ্টি হল, পালিয়ে চলে আসতে হয়েছে । অনেক আমন্ত্রণই আসে, কিন্তু সব আমন্ত্রণ আমরা রক্ষা করতে পারি না । তবে বাংলার স্বার্থে কিছু আমন্ত্রণ রক্ষা করা উচিত ।’’
এদিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই প্রথম 20টি দেশ এই বাণিজ্য সম্মেলনের পার্টনার হয়েছে । 40টি দেশ থেকে প্রতিনিধি এসেছেন । লক্ষ্মী আসুক। যত বিনিয়োগ আসবে তত চাকরি হবে । সাতটি বাণিজ্য সম্মেলনের মাধ্যমে 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছিল । তারমধ্যে 13 লক্ষ কোটি টাকার প্রকল্পের কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। 6 লক্ষ কোটি টাকার কাজ প্রসেসে রয়েছে ।’’
প্রথম দিনের শেষে রাজ্যের প্রাপ্তির ঝুলিতে কী ? |
সঞ্জীব পুরী, আইটিসি গ্রুপ: এই মুহূর্তে 18টি প্রকল্প চলছে রাজ্যে ৷ বিনিয়োগ প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকারও বেশি । সাম্প্রতিকতম প্রোজেক্ট হল গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার ।
সঞ্জীব গোয়েঙ্কা, আরপিএসজি গ্রুপ: 10 হাজার কোটি টাকা প্রকল্প রয়েছে পাইপ লাইনে। অতীতে বিনিয়োগ 40 হাজার কোটি টাকা । হেলথ, এনার্জি ও এডুকেশনে বিনিয়োগ করছেন তিনি ।
হর্ষ নেওটিয়া, অম্বুজা নেওটিয়া গ্রুপ: এই সংস্থার 70 শতাংশ বিনিয়োগ রয়েছে বাংলায়। রাজ্যের পাঁচটি হাসপাতালে আছে 13 হাজার কোটি টাকার বিনিয়োগ। হসপিটালিটি সেক্টরে তাজ গ্রুপের সঙ্গে পার্টনারশিপ করে এগোচ্ছে তারা । এখানেও 12 হাজার কোটি টাকার বিনিয়োগ । এছাড়া তারা তৈরি করছে গলফ টাউনশিপ, 1600 কোটি টাকার বিনিয়োগ। রেসিডেন্সিয়াল প্রজেক্টে 6500 কোটির বিনিয়োগ ।
ভুটানের মন্ত্রী, ইয়নটেন ফুনসুক: ট্যুরিজম, কানেক্টিভিটি, রিনিউএবেল এনার্জি সেক্টরে একসঙ্গে কাজ করার প্রস্তাব ।
হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী: শিল্প পর্যটন ও বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্তভাবে কাজের প্রস্তাব ।
হর্ষবর্ধন আগরওয়াল, ইমামি গ্রুপ: এগ্রো সেক্টরে এবং এফএমডি সেক্টরে আরও বৃদ্ধির পরিকল্পনা।
সজ্জন জিন্দাল, জিন্দাল গ্রুপ: 1600 মেগা ওয়াটের বিদ্যুৎ কেন্দ্র এবং 16 হাজার কোটি টাকার বিনিয়োগ । 2000 একরের অন্ডাল এয়ারপোর্টে বিনিয়োগ । ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরিতেও অংশীদারিত্ব করবে জিন্দাল গ্রুপ ।
মুকেশ অম্বানি, রিলায়েন্স গ্রুপ: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 50 হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে, যা 2030 সালের মধ্যে দ্বিগুণ হয়ে 1 লক্ষ কোটি টাকা হবে । 2025 সালের ডিসেম্বরের মধ্যে বেঙ্গল সিলিকন ভ্যালিতে Jio AI রেডি ডেটা সেন্টারের সঙ্গে রাজ্যের ডিজিটাল পরিকাঠামোতে বিনিয়োগ ৷ 2026 সালের মার্চের মধ্যে দিঘা, পূর্ব মেদিনীপুরে ডেটা কেবল ল্যান্ডিং প্রকল্প । রিলায়েন্স রিটেল স্টোরের সংখ্যা 2026 সালের মধ্যে রাজ্যে 1300 স্টোর থেকে 1700 স্টোর । রিলায়েন্স বাংলাকে সবুজ শক্তি পরিবর্তনে সাহায্য করবে । স্বদেশ পোর্টালের মাধ্যমে রাজ্যে কারিগর অর্থনীতির সুবিধার্থে রিলায়েন্স-নেতৃত্বাধীন ডিস্ট্রিবিউশন চেইন । কালীঘাট সংস্কার প্রকল্পেও বিনিয়োগ করেছে ।