হায়দরাবাদ, 27 জানুয়ারি: টেলিভিশনের দুনিয়ায় 'ছোটি সরদার্নি' ধারাবাহিকে দর্শকদের নজর কাড়েন নিমরিত কৌর আলুওয়ালিয়া ৷ এবার কি তাঁকে দেখা যাবে কপিল শর্মার বিপরীতে ৷ গুঞ্জন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী খুব শীঘ্রই কমেডিয়ান কপিলের নতুন সিনেমায় যোগ দিতে পারেন ৷
2015 সালে মুক্তি পায় আব্বাস-মস্তান পরিচালিত 'কিস কিস কো প্যায়ার করু' ৷ এই ছবির হাত ধরে বিটাউনে পা রাখেন কমেডি দুনিয়ার রাজা কপিল শর্মা ৷ প্রথমবার বড়পর্দায় স্ক্রিন শেয়ার করেন ছবির দুই নায়িকা সাই লোকুর ও জ্যামি লিভার ৷ বক্সঅফিসে মজার মোড়কে ফ্যামিল ড্রামা আয় আনে ভালোই ৷
Kapil Sharma returns with another dose of laughter and chaos, Kis Kisko Pyaar Karoon 2 - Shoot begins
— Abbas Mustan (@theabbasmustan) January 25, 2025
Directed by Anukalp Goswami, Produced by Venus & Abbas-Mustan Films
Here’s a glimpse from the Mahurat :@kapilsharmaK9 @oyemanjot @rtnjn @theabbasmustan @GoswamiAnukalp pic.twitter.com/WsZxjX0uxM
10 বছর পর ছবির সিক্যুয়েল আনছেন অনুকল্প গোস্বামী ৷ তাতেই নাকি কপিলের বিপরীতে দেখা যেতে পারে নিমরিতকে ৷ রবিবারই ছবির শুটিং শুরু করেছেন কপিল ৷ সেই ছবি নিজের সোশাল হ্যান্ডেলে শেয়ারও করেন কমেডিয়ান তথা অভিনেতা ৷ ক্যাপশনে লেখেন 'পাবলিক ডিমান্ড ৷' ফুকরে খ্যাত অভিনেতা মনজোৎ সিং-ও এই ছবিতে অংশগ্রহণ করেছেন ৷ ফলে ছবিতে যে দমকা হাসির খোরাক আরও বেশি মাত্রায় থাকবে তা অনুমান করা যায় ৷
অন্যদিকে নিমরিতের বিষয়ে অন্দরের খবর, ইতিমধ্যেই অভিনেত্রীর সঙ্গে ছবির বিষয়ে কথা শুরু হয়েছে ৷ এখনও পর্যন্ত কোনও কিছু ফাইনাল হয়নি ৷ পরিচালক অনুকল্প 2015 সালের হিট ছবির সিক্যুয়েল 'কিস কিসকো প্যায়ার করু' ছবির কাজ শুরু করেছেন ৷ এই ছবি প্রযোজনা করছেন ভেনাস ওয়ার্ল্ডওয়াইড এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থার দুই মাথা রতন জৈন ও গণেশ জৈন ও আব্বাজ-মস্তান ৷ জানা গিয়েছে, দু'মাসের শুটিং শিডিউলে মুম্বই ও দেশের বাইরে শুট করা হবে ৷
অন্যদিকে, নিমরিতের দিবকর বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বলিউড সিনেমায় পা রাখার কথা ছিল ৷ বিগ বস রিয়েলিটি শোয়ে অভিনেত্রীর নাম ঘোষণা করা হয়েছিল 'লাভ সেক্স অউর ধোকা 2' ছবির জন্য ৷ কিন্তু পরবর্তী সময়ে তা আর হয়নি ৷ 'ছোটি সরদার্নি' ধারাবাহিকে নিমরিত জনপ্রিয় হওয়ার পর তাঁকে দেখা যায় 'বিগ বস 16' ও 'খতড়ো কি খিলাড়ি সিজন 14'তে ৷ এবার কপিল শর্মার হাত ধরে নিমরিত বলিউডে পা রাখতে পারেন কি না, তা সময় বলবে ৷