ধূপগুড়িতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস - RAJDHANI EXPRESS

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : 9 hours ago

রেলগেট ভেঙে লাইনের মাঝে উল্টে গেল পিক-আপ ভ্যান ৷ আধ ঘণ্টার বেশি সময় ধরে আটকে রাজধানী এক্সপ্রেস। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের বটতলার NN36 নম্বর রেলগেটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রেলগেটের কর্মীর কাছে ডাউন (নয়াদিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস যাওয়ার খবর আসতেই তিনি রেলগেট নামাতে যান। ঠিক সে সময় আচমকা দ্রুতগতিতে একটি পিক-আপ ভ্যান রেলগেটে ঢুকে পড়ে ৷ পারাপার করতে গিয়ে গেটে ধাক্কা মারতেই লাইনের মাঝখানে উল্টে যায়। 

রেলগেট থেকে কিছুটা দূরে জরুরিকালীন ব্রেক কষে ডাউন রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করান চালক। বড়সড় রেল দুর্ঘটনা হাত থেকে রক্ষা পায় রাজধানী এক্সপ্রেস ৷ লাইনে পিক-আপ ভ্যানটি উল্টে যাওয়ায় বেশ কিছুক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত হয় ৷ প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকে রাজধানী এক্সপ্রেস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়, জিআরপি-সহ ধূপগুড়ি স্টেশন সুপার। আরপিএফ এবং সাধারণ মানুষের সহযোগিতায় রেললাইন থেকে পিক-আপ ভ্যানটিকে সরিয়ে দেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়। রেলসূত্রে খবর, দুর্ঘটনা গ্রস্থ পিক-আপ ভ্যানের চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.