কোকরাঝাড়, 14 ফেব্রুয়ারি: কথায় আছে, হাসি মানুষের অমূল্য সম্পদ ৷ এবার সেই হাসি-ই হল বিপদের কারণ ৷ কোনও গুরুতর পরিস্থিতিতে হেসে ফেললে অস্বস্তিতে পড়তে হয় বটে কিন্তু আইনি ঝামেলায় পড়তে হয়েছে বলে শুনেছেন কখনও ? এই ঘটনাই ঘটেছে অসমের কোকরাঝাড়ে ৷ যদিও ঠিক কান এঁটো করা হাসি নয়। আইনি ঝামেলায় জড়ানো যুবক সামাজিক মাধ্যমে একটি পোস্টে ‘হাহা’ ইমোজি দিয়েছিলেন ৷ সেটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল ৷
কী হয়েছে ?
একটি ফেসবুক পোস্টের মন্তব্যে হাসির ইমোজি দিয়েছিলেন যুবক । তাতেই রেগে যান পোস্টদাতা ৷ তাঁর করা মামলাতেই শেষ পর্যন্ত 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আদালতে গিয়ে জামিন নেন যুবক ৷ ওই যুবকের নাম অমিত চক্রবর্তী। ঢেকিয়াজুলির বাসিন্দা ৷ আইএএস অফিসার বর্ণালি ডেকার পোস্টে থাকা একটি কমেন্টে প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি ৷ সেসময় বর্ণালি ছিলেন কোকরাঝাড়ের জেলা কমিশনার ৷ বর্তমানে তিনি নলবাড়ির ডিসি ৷ তাঁর দায়ের করা মামলাতেই বৃহস্পতিবার কোকরাঝাড়ের সিজেএম আদালতে জামিন পান অমিত চক্রবর্তী ।
![A haha emoji on Facebook landed Assam youth in legal trouble](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-02-2025/courtgrantedbailtoaccusedforloughemojiiniasofficersfbpostcomment_13022025194750_1302f_1739456270_949_1402newsroom_1739510477_313.jpg)
অমিত চক্রবর্তীর আইনজীবী বীরু সাহার বিবরণ অনুযায়ী, 2023 সালের এপ্রিল মাসে নরেশ বড়ুয়া নামে এক ব্যক্তি কোকরাঝাড়ের জেলা কমিশনার বর্ণালি ডেকার ফেসবুক পোস্টে এক লাইনের মন্তব্য করেছিলেন । মন্তব্যটি ছিল ‘আপনি কি আজ মেকআপে নেই ম্যাডাম ?’ যার উত্তরে অমিত চক্রবর্তী একটি হাসির ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
এই হাসির ইমোজির জন্যই বর্ণালি ডেকা কোকরাঝাড় থানায় অভিযোগ দায়ের করেন । অমিত সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সাধারণত আমরা ফেসবুকে নিয়মিত প্রচুর প্রতিক্রিয়া দিয়ে থাকি । যেখানে যত্ন, হাসি, দুঃখ ইত্যাদি ইমোজি থাকে । যখন আমি সেই ইমোজি প্রতিক্রিয়াটি দিয়েছিলাম তখন আমি জানতাম না, পোস্টদাতা কে ৷ বুঝতে পারিনি তিনি একজন আইএএস অফিসার। আমি মন্তব্যটি দেখেছিলাম। মজার মনে হয়েছিল ৷ তাই হাহা ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলাম ।’’
পুরো ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ দাবি করে তিনি বলেন, ‘‘এটি 2023 সালের কথা । 23 জানুয়ারি কোকরাঝাড় থানার ওসির কাছ থেকে আমার কাছে ফোন আসে । তিনি বলেন, আমার নামে একটি মামলা আছে । আমি তাঁকে সমন পাঠাতে বলেছিলাম । ওসি মামলার বিস্তারিত জানাতে আগ্রহী না-হওয়ায় আমি একজন আইনজীবীর সাহায্য চেয়েছিলাম । তখনই জানতে পারি যে তৎকালীন কোকরাঝাড় জেলা কমিশনার বর্ণালি ডেকা আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ৷ সামান্য হাসির ইমোজি দেওয়ার ঢেকিয়াজুলি থেকে কোকরাঝাড়ে আসতে হল ভেবে অবাক হচ্ছি। 2023 সালে কোন পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছিলাম তাও আমার ভালো করে মনে নেই! সামান্য কারণে এত হয়রানি হল ৷ আজ আমার অসুস্থ মা-কে বাড়িতে একা থাকতে হচ্ছে । হাসির কারণে আমি অপরাধী ৷’’