কুম্ভমেলার সূচনায় ত্রিবেণীতে সন্ধ্যারতি, গঙ্গার ঘাট বরাবর জ্বলল প্রদীপ - TRIBENI KUMBH MELA 2025
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-02-2025/640-480-23523837-thumbnail-16x9-aarti.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Feb 11, 2025, 10:57 PM IST
ত্রিবেণীতে কুম্ভমেলার সূচনা উপলক্ষে মঙ্গলবার সপ্তর্ষিঘাটে চলল সন্ধ্যা আরতি । প্রদীপ জ্বালিয়ে সপ্তর্ষি ও ত্রিবেণী গঙ্গার ঘাটে সন্ধ্যারতি করেন সাধুরা ।মহিলারাও এই আরতিতে অংশ নিয়েছিলেন ৷ গঙ্গার ঘাট বরাবর জ্বালানো হয় মাটির প্রদীপ ৷ এই সন্ধ্যারতিতে উপস্থিত ছিলেন চুঁচুড়ার মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা ও বাঁশবেরিয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী-সহ অন্যান্য জনপ্রতিনিধিরা । বহু মানুষ এই আরতি দেখতে ঘাটে ভিড় জমান ৷ প্রশাসনের পক্ষ থেকে ঘাটগুলিতে স্পিডবোট ও পুলিশি নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করা হয় ।
এই বিষয়ে কুম্ভমেলা পরিচালন কমিটির মুখ্য পরিচালক কাঞ্চন বন্দ্যোপাধ্যায় বলেন, "মঙ্গলবার কুম্ভমেলার সূচনা হবে । সেই উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে সাধুসন্তরা এই মেলায় উপস্থিত হয়েছেন । সরকারি তরফে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে । বুধবার সকাল থেকেই নাগা সাধু ও অন্যান্য সাধু সন্তরা ডাকাত কালীবাড়ি পর্যন্ত শোভাযাত্রা করবেন । এরপর এগারোটা নাগাদ সপ্তর্ষি ঘাটে তাঁরা স্নান করবেন । সাধুদের স্নানের পরই সাধারণ মানুষ ঘাটে স্নান করতে পারবেন । আশা করা যায়, সাধুরা ছাড়াও লক্ষাধিক মানুষের সমাগম হবে এই কুম্ভমেলায় ।"