নয়াদিল্লি/কোটা, 11 ফেব্রুয়ারি: জয়েন্ট এন্ট্রান্সে পেপার 1-(B.E/B.Tech)এর পরীক্ষায় 100 তে 100 নম্বর পেল 14 জন পরীক্ষার্থী ৷ মঙ্গলবার জয়েন্ট এন্ট্রান্স (মেইন)-2025 সেশন 1 (জানুয়ারি 2025) পেপার 1 (B.E/B.Tech)-এর ফলপ্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ৷
JEE (Main)-2025 Paper 2 (B.Arch/B.Planning) এর ফলাফল পরে ঘোষণা করা হবে । শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট (www.jeemain.nta.nic.in) থেকে তাঁদের স্কোরকার্ড দেখতে পারবেন।
মোট 14 জন পরীক্ষার্থী 100 শতাংশ নম্বর পেয়েছে ৷ যার মধ্যে সর্বাধিক পাঁচ জন রাজস্থানের । বাকিদের মধ্যে দিল্লি ও উত্তরপ্রদেশের দু'জন করে এবং অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাত এবং তেলেঙ্গানার একজন করে শিক্ষার্থী রয়েছেন ।
100 শতাংশ নম্বর পাওয়া পরীক্ষার্থীদের নামের তালিকা :
আয়ুষ সিংহল - রাজস্থান
কুশাগ্র গুপ্ত - কর্ণাটক
দক্ষ - দিল্লি (এনসিটি)
হর্ষ ঝা - দিল্লি (এনসিটি)
রাজিত গুপ্ত - রাজস্থান
শ্রেয়াস লোহিয়া - উত্তরপ্রদেশ
সাক্ষ্যম জিন্দাল - রাজস্থান
সৌরভ - উত্তরপ্রদেশ
বিষাদ জৈন - মহারাষ্ট্র
অর্ণব সিং - রাজস্থান
শিভেন বিকাশ তোশনিওয়াল - গুজরাত
সাই মনোগ্না গুথিকোন্ডা - অন্ধ্র প্রদেশ
ওম প্রকাশ বেহেরা - রাজস্থান
বাণীব্রত মাজি - তেলেঙ্গানা
39 জন প্রার্থীর এনটিএ স্কোর ঘোষণা করা হয়নি ৷
JEE মেইন সেশন 2 কবে ?
জেইই মেইনের দ্বিতীয় সেশন 1 থেকে 8 এপ্রিলের মধ্যে নির্ধারিত হয়েছে ৷ যার জন্য বর্তমানে অনলাইন আবেদনগুলি চলছে ৷ JEE মেইন 2025-এর শীর্ষ 2.5 লক্ষ প্রার্থীরা জেইই অ্যাডভান্সড 2025-এর জন্য যোগ্য হবেন, যা 18 মে অনুষ্ঠিত হবে । IIT কানপুর, JEE অ্যাডভান্সড পরিচালনা করবে এবং পরীক্ষার সম্পূর্ণ সময়সূচি প্রকাশ করবে ।
প্রসঙ্গত, জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা জানুয়ারির 22,23,24,28 ও 29 তারিখে দেশের 304টি শহর ও দেশের বাইরে 15টি শহর-সহ মোট 618টি কেন্দ্রে নেওয়া হয়েছিল ৷ যার মধ্যে পেপার 1-(B.E/B.Tech)এর পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 13,11,544 জন ৷ জয়েন্ট এন্ট্রান্সে (মেইন) এই পরীক্ষাটি ছিল কম্পিউটার ভিত্তিক মোডে (CBT) ৷ 13টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছিল ৷ যার মধ্যে ছিল বাংলা, অসমীয়া, ইংরেজি, গুজরাতি, হিন্দি, কন্নড়, মালায়লাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু এবং উর্দু ৷