ETV Bharat / sports

এখনও ক্রিকেটের খিদে বেঁচে রয়েছে ! রঞ্জি সেমিফাইনালে পৌঁছে বার্তা রাহানের - AJINKYA RAHANE

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভালো রান করেছিলেন । তারপরও বাদ পড়েন । যা নিয়ে রাহানে বলছেন, কেন বাদ পড়েছিলেন তা তাঁর কাছেও অজানা ৷

ajinkya-rahane
রঞ্জি সেমিফাইনালে পৌঁছে বার্তা রাহানের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 11, 2025, 10:59 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি: টাইগার আভি জিন্দা হ্যায় । বলিউড সুপারস্টার সলমন খানের জনপ্রিয় ছবির টাইটেল কতকটা ধার করেই বার্তা দিলেন অজিঙ্ক রাহানে । ইডেনে চারদিনে হরিয়ানাকে 152 রানে হারিয়ে রঞ্জি ট্রফির শেষ চারে মুম্বই । দ্বিতীয় ইনিংসে গুঁড়িয়ে দেওয়ার কাজে নেতৃত্ব দিলেন রয়স্টন ডায়াস । বল হাতে 39 রানে পাঁচ উইকেট নিলেন তিনি । যার ফলে জয়ের জন্য 353 রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে হরিয়ানা 201 রানে অল-আউট হয়ে যায় ।

সকালে গতদিনের অপরাজিত ব্যাটার অজিঙ্ক রাহানে তাঁর 88 রানকে সেঞ্চুরিতে পৌঁছে দেন । 180 বলে 108 রানের ইনিংস সাজানো 13টি বাউন্ডারিতে । শিবম দুবে আউট হন ব্যক্তিগত 48 রানে । এই দুই ব্যাটারের মঙ্গলবার সকালে দ্রুত ফিরে যাওয়ার পরে মুম্বইয়ের ইনিংস দ্রুতই শেষ হয়ে যায় । গতদিনের চার উইকেটে 278 রান থেকে মঙ্গলবার মুম্বই ইনিংস শেষ হয় 339 রানে । পাঁচ উইকেট নেওয়া রয়স্টন ডায়াস বলছেন, ‘‘গত 9 বছরের রঞ্জি ট্রফির জীবনে প্রথমবার পাঁচ উইকেট নিয়ে খুশি ।’’ তবে আগ্রহের কেন্দ্রে অজিঙ্ক রাহানে ।

এখনও ক্রিকেটের খিদে বেঁচে রয়েছে (ইটিভি ভারত)

রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের অধিনায়ক আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের সদস্য । একসময় রাজস্থান কিংসের নেতৃত্ব সামলানো রাহানের হাতে পার্পল ব্রিগেডের নেতৃত্বের ব্যাটন ওঠা নিয়ে জল্পনা রয়েছে । পরের মাসে আইপিএলের লড়াই শুরু । তার আগে নেতৃত্বের প্রশ্ন সেভাবে না-খেললেও অজিঙ্ক রাহানে বুঝিয়েছেন, দলের যেকোনও দায়িত্ব পালনে রাজি ।

“সবাইকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে । নেতৃত্ব মানে সবার থেকে সেরাটা নিয়ে দলের ভালো পারফরম্যান্স । সেই ক্রিকেট দর্শন নিয়ে চলি । কোনও দলের সাফল্য একজনের ওপরে নির্ভরশীল নয় । সবার সম্মিলিত চেষ্টায় দল সফল হয় ।”

গতবছর ইংল্যান্ডের ওভালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভালো রান করেছিলেন । তারপরও বাদ পড়েন । যা নিয়ে রাহানে বলছেন, কেন বাদ পড়েছিলেন তা তাঁর কাছেও অজানা ৷ মাঝের সময়ে ভারতীয় দলের ব্যাটিং বারবার টেস্টে সমস্যায় পড়লেও রাহানের ডাক পড়েনি । কেন তাঁকে অবহেলা ? সেই প্রশ্ন বারবার প্রাক্তন ক্রিকেটাররাও করেছেন । রাহানে স্বয়ং এই ব্যাপারে সরাসরি মন্তব্য করতে রাজি নন ।

MUMBAI VS HARYANA
রঞ্জি ট্রফির শেষ চারে মুম্বই (ইটিভি ভারত)

রঞ্জি ট্রফিতে ভারতীয় দলের ক্রিকেটারদের সময় পেলে খেলার যে নিয়ম বোর্ড করেছে তাকে সমর্থন করেছেন তিনি । মুম্বইকর বলছেন, “আমার কাজ রান করে যাওয়া । টেস্ট ক্রিকেটকে আমি সম্মান করি । রঞ্জি খেলেই আজ এই জায়গায় পৌঁছেছি । আমার কাজ এখন মুম্বইকে সেরাটা দেওয়া । সেই কাজ করছি । রঞ্জি ট্রফি নয়, অন্য টুর্নামেন্টেও রান করেছি । আমার মধ্যে এখনও ক্রিকেটটা বেঁচে রয়েছে । খিদে থাকাটা জরুরি । সেটা রয়েছে বলেই খেলে চলেছি । আমি নিজের সেরাটা দেওয়ার মানসিকতা নিয়ে মাঠে যাই । আমি আমার কাজটা করে যাব । বাকিটা নির্বাচকদের হাতে ।”

আইপিএলের পরে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল । তবে এখনই তা নিয়ে চিন্তা করতে রাজি নন । আপাতত দু’দিন বাড়িতে বিশ্রাম নিয়ে রঞ্জি সেমিফাইনালের জন্য তৈরি হবেন । ভারতীয় দল থেকে বাদ পড়ার পরে নিজের ফিটনেস বাড়ানোর ওপর জোর দিয়েছেন । তাই মাঠে ফিল্ডিংয়েও একইরকম তৎপরতা তাঁর পারফরম্যান্সে । রাহানে বলেন, “আমি একই রকম ক্ষুধার্ত । টেস্ট ক্রিকেটের প্রতি একইরকম আবেগপ্রবণ । ভালোবাসি, সম্মান করি । ফিটনেস বাড়ানোর চেষ্টা করে চলেছি ।

আরও পড়ুন

কলকাতা, 11 ফেব্রুয়ারি: টাইগার আভি জিন্দা হ্যায় । বলিউড সুপারস্টার সলমন খানের জনপ্রিয় ছবির টাইটেল কতকটা ধার করেই বার্তা দিলেন অজিঙ্ক রাহানে । ইডেনে চারদিনে হরিয়ানাকে 152 রানে হারিয়ে রঞ্জি ট্রফির শেষ চারে মুম্বই । দ্বিতীয় ইনিংসে গুঁড়িয়ে দেওয়ার কাজে নেতৃত্ব দিলেন রয়স্টন ডায়াস । বল হাতে 39 রানে পাঁচ উইকেট নিলেন তিনি । যার ফলে জয়ের জন্য 353 রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে হরিয়ানা 201 রানে অল-আউট হয়ে যায় ।

সকালে গতদিনের অপরাজিত ব্যাটার অজিঙ্ক রাহানে তাঁর 88 রানকে সেঞ্চুরিতে পৌঁছে দেন । 180 বলে 108 রানের ইনিংস সাজানো 13টি বাউন্ডারিতে । শিবম দুবে আউট হন ব্যক্তিগত 48 রানে । এই দুই ব্যাটারের মঙ্গলবার সকালে দ্রুত ফিরে যাওয়ার পরে মুম্বইয়ের ইনিংস দ্রুতই শেষ হয়ে যায় । গতদিনের চার উইকেটে 278 রান থেকে মঙ্গলবার মুম্বই ইনিংস শেষ হয় 339 রানে । পাঁচ উইকেট নেওয়া রয়স্টন ডায়াস বলছেন, ‘‘গত 9 বছরের রঞ্জি ট্রফির জীবনে প্রথমবার পাঁচ উইকেট নিয়ে খুশি ।’’ তবে আগ্রহের কেন্দ্রে অজিঙ্ক রাহানে ।

এখনও ক্রিকেটের খিদে বেঁচে রয়েছে (ইটিভি ভারত)

রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের অধিনায়ক আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের সদস্য । একসময় রাজস্থান কিংসের নেতৃত্ব সামলানো রাহানের হাতে পার্পল ব্রিগেডের নেতৃত্বের ব্যাটন ওঠা নিয়ে জল্পনা রয়েছে । পরের মাসে আইপিএলের লড়াই শুরু । তার আগে নেতৃত্বের প্রশ্ন সেভাবে না-খেললেও অজিঙ্ক রাহানে বুঝিয়েছেন, দলের যেকোনও দায়িত্ব পালনে রাজি ।

“সবাইকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে । নেতৃত্ব মানে সবার থেকে সেরাটা নিয়ে দলের ভালো পারফরম্যান্স । সেই ক্রিকেট দর্শন নিয়ে চলি । কোনও দলের সাফল্য একজনের ওপরে নির্ভরশীল নয় । সবার সম্মিলিত চেষ্টায় দল সফল হয় ।”

গতবছর ইংল্যান্ডের ওভালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভালো রান করেছিলেন । তারপরও বাদ পড়েন । যা নিয়ে রাহানে বলছেন, কেন বাদ পড়েছিলেন তা তাঁর কাছেও অজানা ৷ মাঝের সময়ে ভারতীয় দলের ব্যাটিং বারবার টেস্টে সমস্যায় পড়লেও রাহানের ডাক পড়েনি । কেন তাঁকে অবহেলা ? সেই প্রশ্ন বারবার প্রাক্তন ক্রিকেটাররাও করেছেন । রাহানে স্বয়ং এই ব্যাপারে সরাসরি মন্তব্য করতে রাজি নন ।

MUMBAI VS HARYANA
রঞ্জি ট্রফির শেষ চারে মুম্বই (ইটিভি ভারত)

রঞ্জি ট্রফিতে ভারতীয় দলের ক্রিকেটারদের সময় পেলে খেলার যে নিয়ম বোর্ড করেছে তাকে সমর্থন করেছেন তিনি । মুম্বইকর বলছেন, “আমার কাজ রান করে যাওয়া । টেস্ট ক্রিকেটকে আমি সম্মান করি । রঞ্জি খেলেই আজ এই জায়গায় পৌঁছেছি । আমার কাজ এখন মুম্বইকে সেরাটা দেওয়া । সেই কাজ করছি । রঞ্জি ট্রফি নয়, অন্য টুর্নামেন্টেও রান করেছি । আমার মধ্যে এখনও ক্রিকেটটা বেঁচে রয়েছে । খিদে থাকাটা জরুরি । সেটা রয়েছে বলেই খেলে চলেছি । আমি নিজের সেরাটা দেওয়ার মানসিকতা নিয়ে মাঠে যাই । আমি আমার কাজটা করে যাব । বাকিটা নির্বাচকদের হাতে ।”

আইপিএলের পরে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল । তবে এখনই তা নিয়ে চিন্তা করতে রাজি নন । আপাতত দু’দিন বাড়িতে বিশ্রাম নিয়ে রঞ্জি সেমিফাইনালের জন্য তৈরি হবেন । ভারতীয় দল থেকে বাদ পড়ার পরে নিজের ফিটনেস বাড়ানোর ওপর জোর দিয়েছেন । তাই মাঠে ফিল্ডিংয়েও একইরকম তৎপরতা তাঁর পারফরম্যান্সে । রাহানে বলেন, “আমি একই রকম ক্ষুধার্ত । টেস্ট ক্রিকেটের প্রতি একইরকম আবেগপ্রবণ । ভালোবাসি, সম্মান করি । ফিটনেস বাড়ানোর চেষ্টা করে চলেছি ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.