ETV Bharat / sports

সামনে কেরালা, শিল্ডজয়ের হ্য়ান্ডশেকিং দূরত্বে দাঁড়িয়েও সাবধানী মোলিনা - ISL 2024 25

শিল্ডজয়ের খুব কাছে দল ৷ তবু সাবধানী মোহনবাগান কোচ ৷ শনিবার কেরালার সামনে লিগ-টপাররা ৷

KBFC vs MBSG
শিল্ডজয়ের হ্য়ান্ডশেকিং দূরত্বে মোহনবাগান (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 14, 2025, 5:36 PM IST

Updated : Feb 14, 2025, 10:39 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি: "দু'হাত দূরে ট্রফি অথচ তুমি কাছে গিয়ে হাতে তোলার চেষ্টা করলে না। বদলে আশায় বসে রইলে ট্রফি আপনা আপনিই তোমার কাছে চলে আসবে। এটা হতে পারে না। ট্রফির কাছাকাছি পৌঁছলে তোমায় আরও সতর্ক থাকতে হবে। আরও বেশি সচেতন হতে হবে। যেখানে আত্মতুষ্টির কোনও জায়গা নেই।" আইএসএল শিল্ডজয়ের খুব কাছে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে কথাগুলো বললেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মোলিনা।

অনুরাগীরা বলছেন শিল্ড চলেই এসেছে ৷ মোহনবাগান সুপার জায়ান্টকে যার জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই। নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পয়েন্ট খোয়ানোর বিষয়টি মাথায় রেখে মাঠের বাইরে ট্রফি জয়ের ম্যাজিক ফিগার নিয়ে প্রচুর অঙ্ক কষছেন ফুটবল পণ্ডিতরা ৷ কিন্তু হোসে মোলিনা সেই অঙ্কের দিকে তাকাচ্ছেন না। একটি করে ম্যাচ ধরে এগোনোর যে কৌশল তিনি শুরু থেকে অনুসরণ করছেন, তাতে এখনও অনড় তিনি। শনিবার কেরালার মাটিতে কেরালার বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন। তার আগে নিজের ফুটবল দর্শন মেলে ধরলেন দলের স্প্যানিশ হেডস্যর। যেখানে ট্রফির জন্য অপেক্ষা নয়, বরং ট্রফি দখলে আগ্রাসী দৌড় পছন্দ মোলিনার। তাঁর এই দর্শন ফুটবলারদের মধ্যেও ছড়িয়ে দিয়েছেন তিনি। তাই সবুজ-মেরুন ব্রিগেডে আপাত হাসির আড়ালে চোয়ালচাপা মেজাজ রয়েছে।

শিল্ডজয়ের হ্য়ান্ডশেকিং দূরত্বে দাঁড়িয়েও সাবধানী মোলিনা (ইটিভি ভারত)

এমনকী লিগ শিল্ড চ্যাম্পিয়নের ম্যাজিক ফিগার নিয়েও কথা বলছেন না বাগান কোচ। প্রতিটি ম্যাচের আগে কেবল সেই ম্যাচ নিয়েই চিন্তায় ডুবে থাকেন তিনি। এক্ষেত্রেও অন্যথা নয় ৷ কেরালা ব্লাস্টার্সকে ঘরের মাঠে হারাতে 85 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল মনবীর সিং-লিস্টন কোলাসোদের। এই ম্যাচে কার্ড সমস্যায় নেই গ্রেগ স্টুয়ার্ট। চোটের জন্য সাহাল আব্দুল সামাদ নেই। ডাগ-আউটে একাধিক যোগ্য বিকল্প থাকায় মোলিনা পরিবর্ত নিয়ে চিন্তিত নন। তাঁর মতে যাঁরা আছেন তাঁরা যোগ্য বলেই মোহনবাগানে খেলছেন।

প্রতিপক্ষ কেরালা নিজেদের মাঠে শক্তিশালী। তবে এই ম্যাচে কার্ড সমস্যায় নেই বিপক্ষ আক্রমণের স্তম্ভ নোয়াহ সাদৌয়ি। প্রতিপক্ষ তাঁদের ঘরের মাঠে কঠিন লড়াই দেবে বলে ধরে নিয়েছেন মোলিনা। তাই নিজের দলের যাঁরা কার্ড এবং চোট সমস্যা সারিয়ে সুস্থ তাঁদেরই নামাবেন মোলিনা। সব মিলিয়ে পাওয়া এবং না-পাওয়ার তালিকায় চোখ না-দিয়ে ঈশ্বরের আপন দেশে পুরো পয়েন্টের খোঁজে মোহনবাগান ও তাঁদের কোচ হোসে মোলিনা।

আরও পড়ুন:

কলকাতা, 14 ফেব্রুয়ারি: "দু'হাত দূরে ট্রফি অথচ তুমি কাছে গিয়ে হাতে তোলার চেষ্টা করলে না। বদলে আশায় বসে রইলে ট্রফি আপনা আপনিই তোমার কাছে চলে আসবে। এটা হতে পারে না। ট্রফির কাছাকাছি পৌঁছলে তোমায় আরও সতর্ক থাকতে হবে। আরও বেশি সচেতন হতে হবে। যেখানে আত্মতুষ্টির কোনও জায়গা নেই।" আইএসএল শিল্ডজয়ের খুব কাছে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে কথাগুলো বললেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মোলিনা।

অনুরাগীরা বলছেন শিল্ড চলেই এসেছে ৷ মোহনবাগান সুপার জায়ান্টকে যার জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই। নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পয়েন্ট খোয়ানোর বিষয়টি মাথায় রেখে মাঠের বাইরে ট্রফি জয়ের ম্যাজিক ফিগার নিয়ে প্রচুর অঙ্ক কষছেন ফুটবল পণ্ডিতরা ৷ কিন্তু হোসে মোলিনা সেই অঙ্কের দিকে তাকাচ্ছেন না। একটি করে ম্যাচ ধরে এগোনোর যে কৌশল তিনি শুরু থেকে অনুসরণ করছেন, তাতে এখনও অনড় তিনি। শনিবার কেরালার মাটিতে কেরালার বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন। তার আগে নিজের ফুটবল দর্শন মেলে ধরলেন দলের স্প্যানিশ হেডস্যর। যেখানে ট্রফির জন্য অপেক্ষা নয়, বরং ট্রফি দখলে আগ্রাসী দৌড় পছন্দ মোলিনার। তাঁর এই দর্শন ফুটবলারদের মধ্যেও ছড়িয়ে দিয়েছেন তিনি। তাই সবুজ-মেরুন ব্রিগেডে আপাত হাসির আড়ালে চোয়ালচাপা মেজাজ রয়েছে।

শিল্ডজয়ের হ্য়ান্ডশেকিং দূরত্বে দাঁড়িয়েও সাবধানী মোলিনা (ইটিভি ভারত)

এমনকী লিগ শিল্ড চ্যাম্পিয়নের ম্যাজিক ফিগার নিয়েও কথা বলছেন না বাগান কোচ। প্রতিটি ম্যাচের আগে কেবল সেই ম্যাচ নিয়েই চিন্তায় ডুবে থাকেন তিনি। এক্ষেত্রেও অন্যথা নয় ৷ কেরালা ব্লাস্টার্সকে ঘরের মাঠে হারাতে 85 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল মনবীর সিং-লিস্টন কোলাসোদের। এই ম্যাচে কার্ড সমস্যায় নেই গ্রেগ স্টুয়ার্ট। চোটের জন্য সাহাল আব্দুল সামাদ নেই। ডাগ-আউটে একাধিক যোগ্য বিকল্প থাকায় মোলিনা পরিবর্ত নিয়ে চিন্তিত নন। তাঁর মতে যাঁরা আছেন তাঁরা যোগ্য বলেই মোহনবাগানে খেলছেন।

প্রতিপক্ষ কেরালা নিজেদের মাঠে শক্তিশালী। তবে এই ম্যাচে কার্ড সমস্যায় নেই বিপক্ষ আক্রমণের স্তম্ভ নোয়াহ সাদৌয়ি। প্রতিপক্ষ তাঁদের ঘরের মাঠে কঠিন লড়াই দেবে বলে ধরে নিয়েছেন মোলিনা। তাই নিজের দলের যাঁরা কার্ড এবং চোট সমস্যা সারিয়ে সুস্থ তাঁদেরই নামাবেন মোলিনা। সব মিলিয়ে পাওয়া এবং না-পাওয়ার তালিকায় চোখ না-দিয়ে ঈশ্বরের আপন দেশে পুরো পয়েন্টের খোঁজে মোহনবাগান ও তাঁদের কোচ হোসে মোলিনা।

আরও পড়ুন:

Last Updated : Feb 14, 2025, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.