দার্জিলিং, 14 ফেব্রুয়ারি: পুলওয়ামা হামলার 6 বছর পূর্তির দিনে শহিদ জওয়ানদের প্রতি সম্মান জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এদিন দার্জিলিংয়ের বাতাসিয়া লুপে ওয়ার মেমোরিয়ালে ভারতীয় সেনার তরফে আয়োজিত জয় জওয়ান অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল । সেখানে পুলওয়ামায় শহিদ জওয়ানদের সম্মান জানানোর পাশাপাশি 72 ফুটের একটি জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি ৷ পাশাপাশি একটি শহিদ বেদিও উন্মোচন করেন রাজ্যপাল ।
শুক্রবার সকালে কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সেখান থেকে সড়কপথে সরাসরি দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দেন তিনি । সেখানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জুবিন এ মিনওয়ালা-সহ প্রায় 1500 অবসরপ্রাপ্ত সেনা জওয়ান ও আধিকারিকরা । 1995 সালে নির্মিত ওই স্মৃতিস্তম্ভটি ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈনিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলির প্রতীক, যাঁরা জাতির সেবায় আত্মত্যাগ করেছেন ৷ শহিদ বেদির চারিদিক সুন্দরভাবে সাজানো গোলাকার একটি বাগান রয়েছে, যেখানে শ্রদ্ধার সঙ্গে একজন সৈনিকের ব্রোঞ্জ মূর্তি রাখা হয়েছে । স্মৃতিস্তম্ভ বা শহিদ বেদিটি সেনা জওয়ানদের বীরত্ব, কর্তব্য ও স্মৃতির একটি স্থায়ী প্রতীক ।
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-02-2025/wb-slg-01-governor-7209673_14022025104328_1402f_1739510008_455.jpg)
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন রাজ্যপাল বলেন, "আজ পুলওয়ামায় শহিদদের হৃদয় থেকে সম্মান জানানোর দিন । এই দিনটিকে সবার দেশ ও দেশের শহিদদের নামে উৎসর্গ করা উচিত । ভারত শক্তিশালী দেশ । আমরা ভারতকে শক্তিশালী করে তুলেছি । ভারত মহান । আর আমরা প্রমাণ করেছি যে ভারত মহান ।"
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-02-2025/wb-slg-01-governor-7209673_14022025104328_1402f_1739510008_596.jpg)
মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়ে এদিন সাংবাদিকরা প্রশ্ন করলেও তার কোনও জবাব দেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস । এদিনের অনুষ্ঠানের পর তিনি সেনা আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন । এরপর এদিনই কলকাতায় যাওয়ার জন্য শিলিগুড়ির উদ্দেশে রওনা দেন রাজ্যপাল ।