ETV Bharat / technology

বুকিং শুরু মাহিন্দ্রার দু’টি বৈদ্যুতিক এসইউভি-র - MAHINDRA BE6 AND XEV 9E

শুরু হল Mahindra BE6 এবং Mahindra XEV 9e এর বুকিং । এই দু’টি মডেলই মাহিন্দ্রার বৈদ্যুতিক এসইউভি।

Mahindra BE6
Mahindra BE6 এবং Mahindra XEV 9e এর বুকিং শুরু (ছবি Mahindra Electric SUV)
author img

By ETV Bharat Tech Team

Published : Feb 14, 2025, 5:33 PM IST

হায়দরাবাদ: ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রা কিছুদিন আগেই লঞ্চ করেছে দু’টি বৈদ্যুতিক এসইউভি । আজ থেকে বুকিং শুরু SUV গাড়ির। এই দুটি গাড়ির নাম হল Mahindra BE6 এবং XEV 9e। আসুন এবার এই দু’টি গাড়ির দাম, বৈশিষ্ট্য বুকিং কিভাবে করবেন জেনে নেওয়া যাক ৷

দু’টি নতুন বৈদ্যুতিক গাড়ির বুকিং শুরু

মাহিন্দ্রা কিছুদিন আগে তাদের নতুন জেনেরেশনের বৈদ্যুতিক SUV লঞ্চ করেছিল ৷ যার নাম Mahindra BE6 এবং XEV 9e। এই গাড়িগুলি কেনার জন্য আজ থেকে বুকিং করতে পারবেন গ্রাহকরা ৷ গ্রাহকরা অনলাইনের পাশাপাশি অফলাইনেও এই দু’টি গাড়ি বুক করতে পারবেন। মাহিন্দ্রার প্রকাশিত তথ্য অনুযায়ী, এই দু’টি ইলেকট্রিক গাড়ির বুকিং আজ থেকে শুরু হলেও, ডেলিভারি কয়েকদিন পর থেকে শুরু হবে ৷

দু’টি ইঞ্জিন ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে 2025 Vespa

  • চলতি বছরের অগস্ট থেকে ডেলিভারি শুরু হবে
  • প্যাক টু এবং প্যাক থ্রি সিলেক্টের ডেলিভারি জুন এবং জুলাই মাস থেকে শুরু হবে
  • প্যাক থ্রির ডেলিভারি মার্চ থেকে শুরু হবে। এই বিভাগে এই দু’টি শীর্ষ মডেলগুলি অন্তর্ভুক্ত করা হবে

মাহিন্দ্রা BE6 এবং মাহিন্দ্রা XEV 9e ফিচার

  • Mahindra BE6 5টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে ৷ এক্স-শোরুম মূল্য 18.90 লক্ষ টাকা থেকে শুরু। এই মডেলের শীর্ষ ভ্যারিয়েন্টের এক্স-শোরুম মূল্য 26.90 লক্ষ টাকা থেকে শুরু ।
  • Mahindra XEV 9e 4টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে । এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 21.90 লক্ষ টাকা থেকে। একই সঙ্গে, এর শীর্ষ ভ্যারিয়েন্টের এক্স-শোরুম মূল্য 30.50 লক্ষ টাকা।
  • মাহিন্দ্রার এই দু’টি গাড়িই হুন্ডাই ক্রেটা ইভি, টাটা কার্ভ ইভি এবং এমজি উইন্ডসর ইভির মতো গাড়ির সঙ্গে অনায়াসেই পাল্লা দিতে পারবে
ফিচারমাহিন্দ্রা BE6মাহিন্দ্রা XEV 9e
ব্যাটারি বিকল্প59 কিলোওয়াট ঘণ্টা, 79 কিলোওয়াট ঘণ্টা59 কিলোওয়াট ঘণ্টা, 79 কিলোওয়াট ঘণ্টা
গতি556কিমি (59 কিলোওয়াট ঘণ্টা), 682 কিমি (79 কিলোওয়াট ঘণ্টা)542 কিমি (59 কিলোওয়াট ঘণ্টা), 656 কিমি (79 কিলোওয়াট ঘণ্টা)
মোটরের শক্তি210 কিলোওয়াট210 কিলোওয়াট
সর্বোচ্চ টর্ক380 এনএম380 এনএম
চার্জিং সময় (ডিসি)20 মিনিট (20-80%)20 মিনিট (20-80%)
চার্জিং সময় (এসি)8-11.7 ঘণ্টা (০-১০০%)8-11.7 ঘণ্টা (০-১০০%)
গ্রাউন্ড ক্লিয়ারেন্স207 মিমি207 মিমি
আসন ধারণক্ষমতা55
বুট স্পেস855 লিটার855 লিটার
প্রধান ফিচার
  • 12.3 ইঞ্চি ডুয়াল স্ক্রিন
  • প্যানোরামিক ছাদ
  • ওয়্যারলেস ফোন চার্জার
  • ADAS
  • 43 ইঞ্চি ভাসমান স্ক্রিন
  • হারমান কার্ডন সাউন্ড সিস্টেম
  • হেড-আপ ডিসপ্লে
  • অটো পার্ক অ্যাসিস্ট
  • PawPal মোড
  • এনএফসি কী
  • পরিবেষ্টিত বজ্রপাত
  • সেলফি ক্যামেরা
দাম₹18.90 - ₹26.90 লক্ষ₹21.90 - ₹30.50 লক্ষ

ভ্যালেন্টাইস ডে-তে বুকিং শুরু মাহিন্দ্রার XEV 9e ও BE6-র

হায়দরাবাদ: ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রা কিছুদিন আগেই লঞ্চ করেছে দু’টি বৈদ্যুতিক এসইউভি । আজ থেকে বুকিং শুরু SUV গাড়ির। এই দুটি গাড়ির নাম হল Mahindra BE6 এবং XEV 9e। আসুন এবার এই দু’টি গাড়ির দাম, বৈশিষ্ট্য বুকিং কিভাবে করবেন জেনে নেওয়া যাক ৷

দু’টি নতুন বৈদ্যুতিক গাড়ির বুকিং শুরু

মাহিন্দ্রা কিছুদিন আগে তাদের নতুন জেনেরেশনের বৈদ্যুতিক SUV লঞ্চ করেছিল ৷ যার নাম Mahindra BE6 এবং XEV 9e। এই গাড়িগুলি কেনার জন্য আজ থেকে বুকিং করতে পারবেন গ্রাহকরা ৷ গ্রাহকরা অনলাইনের পাশাপাশি অফলাইনেও এই দু’টি গাড়ি বুক করতে পারবেন। মাহিন্দ্রার প্রকাশিত তথ্য অনুযায়ী, এই দু’টি ইলেকট্রিক গাড়ির বুকিং আজ থেকে শুরু হলেও, ডেলিভারি কয়েকদিন পর থেকে শুরু হবে ৷

দু’টি ইঞ্জিন ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে 2025 Vespa

  • চলতি বছরের অগস্ট থেকে ডেলিভারি শুরু হবে
  • প্যাক টু এবং প্যাক থ্রি সিলেক্টের ডেলিভারি জুন এবং জুলাই মাস থেকে শুরু হবে
  • প্যাক থ্রির ডেলিভারি মার্চ থেকে শুরু হবে। এই বিভাগে এই দু’টি শীর্ষ মডেলগুলি অন্তর্ভুক্ত করা হবে

মাহিন্দ্রা BE6 এবং মাহিন্দ্রা XEV 9e ফিচার

  • Mahindra BE6 5টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে ৷ এক্স-শোরুম মূল্য 18.90 লক্ষ টাকা থেকে শুরু। এই মডেলের শীর্ষ ভ্যারিয়েন্টের এক্স-শোরুম মূল্য 26.90 লক্ষ টাকা থেকে শুরু ।
  • Mahindra XEV 9e 4টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে । এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 21.90 লক্ষ টাকা থেকে। একই সঙ্গে, এর শীর্ষ ভ্যারিয়েন্টের এক্স-শোরুম মূল্য 30.50 লক্ষ টাকা।
  • মাহিন্দ্রার এই দু’টি গাড়িই হুন্ডাই ক্রেটা ইভি, টাটা কার্ভ ইভি এবং এমজি উইন্ডসর ইভির মতো গাড়ির সঙ্গে অনায়াসেই পাল্লা দিতে পারবে
ফিচারমাহিন্দ্রা BE6মাহিন্দ্রা XEV 9e
ব্যাটারি বিকল্প59 কিলোওয়াট ঘণ্টা, 79 কিলোওয়াট ঘণ্টা59 কিলোওয়াট ঘণ্টা, 79 কিলোওয়াট ঘণ্টা
গতি556কিমি (59 কিলোওয়াট ঘণ্টা), 682 কিমি (79 কিলোওয়াট ঘণ্টা)542 কিমি (59 কিলোওয়াট ঘণ্টা), 656 কিমি (79 কিলোওয়াট ঘণ্টা)
মোটরের শক্তি210 কিলোওয়াট210 কিলোওয়াট
সর্বোচ্চ টর্ক380 এনএম380 এনএম
চার্জিং সময় (ডিসি)20 মিনিট (20-80%)20 মিনিট (20-80%)
চার্জিং সময় (এসি)8-11.7 ঘণ্টা (০-১০০%)8-11.7 ঘণ্টা (০-১০০%)
গ্রাউন্ড ক্লিয়ারেন্স207 মিমি207 মিমি
আসন ধারণক্ষমতা55
বুট স্পেস855 লিটার855 লিটার
প্রধান ফিচার
  • 12.3 ইঞ্চি ডুয়াল স্ক্রিন
  • প্যানোরামিক ছাদ
  • ওয়্যারলেস ফোন চার্জার
  • ADAS
  • 43 ইঞ্চি ভাসমান স্ক্রিন
  • হারমান কার্ডন সাউন্ড সিস্টেম
  • হেড-আপ ডিসপ্লে
  • অটো পার্ক অ্যাসিস্ট
  • PawPal মোড
  • এনএফসি কী
  • পরিবেষ্টিত বজ্রপাত
  • সেলফি ক্যামেরা
দাম₹18.90 - ₹26.90 লক্ষ₹21.90 - ₹30.50 লক্ষ

ভ্যালেন্টাইস ডে-তে বুকিং শুরু মাহিন্দ্রার XEV 9e ও BE6-র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.