ETV Bharat / entertainment

সুরের দুনিয়ায় 15 ফেব্রুয়ারি কালো দিন, চলে গিয়েছেন আরও দুই শিল্পী - 15 FEBRUARY BLACK DAY IN MUSIC

আজ সকালে প্রয়াত হয়েছেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ৷ 15 ফেব্রুয়ারি তারিখেই সুরের আকাশে পাড়ি দিয়েছেন সঙ্গীত জগতের আরও দুই মহান শিল্পী ৷

Singer PRATUL MUKHOPADHYAY Demise
সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 15, 2025, 10:29 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: সুরের দুনিয়ায় কালো দিন 15 ফেব্রুয়ারি ৷ আজ, শনিবার প্রয়াত হয়েছেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ৷ এই তারিখেই সুরের ভুবন ছেড়ে পাড়ি দিয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ী ৷ তাঁরা আজও জনমননে বিরাজ করছেন ৷ তিন জনের গানের ধরন আলাদা ৷ কেউ বাংলা আধুনিক ও ছায়াছবির গান, কেউ বা বাউল সঙ্গীত এবং জীবনমুখী গানে শ্রোতাদের মন জয় করেছেন, সেই জনপ্রিয়তা সমান ৷

2022 সালের 15 ফেব্রুয়ারি মঙ্গলবার ৷ সন্ধ্যা 7.30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আধুনিক বাংলা গানের কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ তখন তাঁর বয়স 90 বছর ৷ এদিন অনিয়মিত হৃদস্পন্দনের জন্য শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ সঙ্কটজনক অবস্থায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে স্থানান্তরিত করা হয় আইসিইউতে ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ গত শতকের ছ-সাতের দশকে জনপ্রিয় নায়িকা সুচিত্রা সেনের লিপে তাঁর গাওয়া 'এ শুধু গানের দিন...' থেকে 'গানে মোর কোন ইন্দ্রধনু...'র মতো গানগুলি ব্যাপক জনপ্রিয় হয়েছিল ৷ এই একবিংশ শতকের প্রজন্মের কাছেও সেগুলি সমান সমাদৃত ৷

SANDHYA MUKHERJEE DEMISE
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (ইটিভি ভারত)

দীর্ঘ প্রায় 70 বছরের সঙ্গীত জীবনে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের সংখ্যা অজস্র ৷ কাজ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, শচীনদেব বর্মন, আরসি বরালের মতো কিংবদন্তি সুরকারদের সঙ্গে ৷ গেয়েছেন আধুনিক গান, কাজ করেছেন অসংখ্য বাংলা ছায়াছবিতে ৷ বাংলার পাশাপাশি কাজ করেছেন হিন্দি ভাষাতেও ৷ 17টি হিন্দি ছবিতে গান গেয়েছেন সন্ধ্যা ৷ এছাড়া শাস্ত্রীয় সঙ্গীত, ভক্তিগীতি, রবীন্দ্র সংগীত, নজরুল গীতিও গেয়েছেন শিল্পী ৷

এই একই তারিখে অর্থাৎ যেদিন সন্ধ্যা মুখোপাধ্যায় সুরের আকাশে পাড়ি দিলেন, সেদিনই মাত্র 69 বছর বয়সে প্রয়াত হন 'ডিস্কো কিং' বাপ্পি লাহিড়ী ৷ আশির দশকে বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির দিশা বদলে দিয়েছিলেন এই বঙ্গ তনয় ৷ 'ডিস্কো ডান্সার', 'হিম্মতওয়ালা', 'শারাবি', 'অ্যাডভেঞ্চার্স অফ টারজান', 'ডান্স ডান্স', 'সত্যমেব জয়তে', 'কম্যান্ডো', 'শোলা অউর শবনম'-এর মতো একাধিক সুপারহিট ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি ৷ 2020 সালে 'বাগি 3' ছবির 'ভাঙ্গাস' বাপ্পিদার কম্পোজ করা শেষ গান ৷

Disco King BAPPI LAHIRI
ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী (ইটিভি ভারত)

এই দিনটিকে স্মরণীয় করে চলে গেলেন জীবনমুখী গানের অন্যতম শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ৷ রেখে গেলেন 'আমি বাংলায় গান গাই...', 'আলু বেচো...', 'ছোকরা চাঁদ...', 'তোমার কি কোনও তুলনা হয়...', 'সেই মেয়েটি...', 'ফেব্রুয়ারির একুশ তারিখ...'-এর মতো সব জনপ্রিয় গান ৷ শিল্পী নিজের গানে পছন্দ করতেন না মিউজিকের ব্যবহার ৷ 'পাথরে পাথরে নাচে আগুন' (1988) শিল্পীর জীবনের প্রথম অ্যালবাম ৷ তবে, সেখানে তাঁর সঙ্গে ছিলেন আরও অনেক শিল্পী ৷ এরপর 1994 সালে 'যেতে হবে' শিল্পীর প্রথম একক অ্যালবাম ৷ শেষ অ্যালবাম 'ভোর' (2022) ৷ সেখানে শিল্পীর অপ্রকাশিত গানগুলি প্রকাশ পায় ৷

তিন বছরের ব্যবধানে এই তিন শিল্পীকে হারিয়েছে বাংলা তথা ভারতের সঙ্গীৎ জগৎ ৷

কলকাতা, 15 ফেব্রুয়ারি: সুরের দুনিয়ায় কালো দিন 15 ফেব্রুয়ারি ৷ আজ, শনিবার প্রয়াত হয়েছেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ৷ এই তারিখেই সুরের ভুবন ছেড়ে পাড়ি দিয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ী ৷ তাঁরা আজও জনমননে বিরাজ করছেন ৷ তিন জনের গানের ধরন আলাদা ৷ কেউ বাংলা আধুনিক ও ছায়াছবির গান, কেউ বা বাউল সঙ্গীত এবং জীবনমুখী গানে শ্রোতাদের মন জয় করেছেন, সেই জনপ্রিয়তা সমান ৷

2022 সালের 15 ফেব্রুয়ারি মঙ্গলবার ৷ সন্ধ্যা 7.30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আধুনিক বাংলা গানের কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ তখন তাঁর বয়স 90 বছর ৷ এদিন অনিয়মিত হৃদস্পন্দনের জন্য শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ সঙ্কটজনক অবস্থায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে স্থানান্তরিত করা হয় আইসিইউতে ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ গত শতকের ছ-সাতের দশকে জনপ্রিয় নায়িকা সুচিত্রা সেনের লিপে তাঁর গাওয়া 'এ শুধু গানের দিন...' থেকে 'গানে মোর কোন ইন্দ্রধনু...'র মতো গানগুলি ব্যাপক জনপ্রিয় হয়েছিল ৷ এই একবিংশ শতকের প্রজন্মের কাছেও সেগুলি সমান সমাদৃত ৷

SANDHYA MUKHERJEE DEMISE
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (ইটিভি ভারত)

দীর্ঘ প্রায় 70 বছরের সঙ্গীত জীবনে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের সংখ্যা অজস্র ৷ কাজ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, শচীনদেব বর্মন, আরসি বরালের মতো কিংবদন্তি সুরকারদের সঙ্গে ৷ গেয়েছেন আধুনিক গান, কাজ করেছেন অসংখ্য বাংলা ছায়াছবিতে ৷ বাংলার পাশাপাশি কাজ করেছেন হিন্দি ভাষাতেও ৷ 17টি হিন্দি ছবিতে গান গেয়েছেন সন্ধ্যা ৷ এছাড়া শাস্ত্রীয় সঙ্গীত, ভক্তিগীতি, রবীন্দ্র সংগীত, নজরুল গীতিও গেয়েছেন শিল্পী ৷

এই একই তারিখে অর্থাৎ যেদিন সন্ধ্যা মুখোপাধ্যায় সুরের আকাশে পাড়ি দিলেন, সেদিনই মাত্র 69 বছর বয়সে প্রয়াত হন 'ডিস্কো কিং' বাপ্পি লাহিড়ী ৷ আশির দশকে বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির দিশা বদলে দিয়েছিলেন এই বঙ্গ তনয় ৷ 'ডিস্কো ডান্সার', 'হিম্মতওয়ালা', 'শারাবি', 'অ্যাডভেঞ্চার্স অফ টারজান', 'ডান্স ডান্স', 'সত্যমেব জয়তে', 'কম্যান্ডো', 'শোলা অউর শবনম'-এর মতো একাধিক সুপারহিট ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি ৷ 2020 সালে 'বাগি 3' ছবির 'ভাঙ্গাস' বাপ্পিদার কম্পোজ করা শেষ গান ৷

Disco King BAPPI LAHIRI
ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী (ইটিভি ভারত)

এই দিনটিকে স্মরণীয় করে চলে গেলেন জীবনমুখী গানের অন্যতম শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ৷ রেখে গেলেন 'আমি বাংলায় গান গাই...', 'আলু বেচো...', 'ছোকরা চাঁদ...', 'তোমার কি কোনও তুলনা হয়...', 'সেই মেয়েটি...', 'ফেব্রুয়ারির একুশ তারিখ...'-এর মতো সব জনপ্রিয় গান ৷ শিল্পী নিজের গানে পছন্দ করতেন না মিউজিকের ব্যবহার ৷ 'পাথরে পাথরে নাচে আগুন' (1988) শিল্পীর জীবনের প্রথম অ্যালবাম ৷ তবে, সেখানে তাঁর সঙ্গে ছিলেন আরও অনেক শিল্পী ৷ এরপর 1994 সালে 'যেতে হবে' শিল্পীর প্রথম একক অ্যালবাম ৷ শেষ অ্যালবাম 'ভোর' (2022) ৷ সেখানে শিল্পীর অপ্রকাশিত গানগুলি প্রকাশ পায় ৷

তিন বছরের ব্যবধানে এই তিন শিল্পীকে হারিয়েছে বাংলা তথা ভারতের সঙ্গীৎ জগৎ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.