ETV Bharat / sports

কেরলে ফুটবল ম্যাচ শুরুর আগে বাজি বিস্ফোরণ, জখম 50 জন দর্শক - FOOTBALL GROUND FIRECRACKERS

কেরলে ফুটবল মাঠে আতশবাজি দুর্ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের ৷ আয়োজকদের বিরুদ্ধে বিএনএস ধারা 288 এবং 125(B) ধারায় মামলা করা হয়েছে।

Firecracker Explosion at Football Ground
কেরলে ফুটবল মাঠে আতশবাজি দুর্ঘটনায় (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2025, 10:45 AM IST

মালাপ্পুরম, 19 ফেব্রুয়ারি: ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচের জন্য আনা হয়েছিল প্রচুর পরিমাণ বাজি ৷ ম্যাচ শুরু আগে মাঠে সে বাজি বিস্ফোরণে ঘটে অগ্নিকাণ্ড ৷ এই ঘটনায় আহত হন 50 জন দর্শক ৷

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আঘাত গুরুতর নয় ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরমের আরিকোড ফুটবল মাঠে ৷ বুধবার পুলিশ আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷

মাঠে আতশবাজি বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডে ঘটনায় 50 জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সেভেন সাইড ফুটবল টুর্নামেন্টের প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগে রাত সাড়ে 8টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ পুলিশের মতে, ম্যাচের ঠিক আগে আতশবাজি পোড়ানোর সময় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রাক-ম্যাচ উদযাপনের সময় মাঠেই আতশবাজি পোড়ানো হয়েছিল ৷ কিন্তু আতশবাজিগুলি দিক পরিবর্তন করে দর্শকদের দিকে বিস্ফোরিত হলে দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি দ্রুত বিশৃঙ্খল হয়ে ওঠে ৷

স্ফুলিঙ্গের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করার সময় অনেকেই আহত হন। হুড়োহুড়িতে বেশ কয়েকজন পড়ে যান, যাতে পরিস্থিতি আরও খারাপ হয়। পুলিশ জানিয়েছে, আয়োজকদের বিরুদ্ধে বিএনএস ধারা 288 এবং 125(B) ধারায় মামলা করা হয়েছে।

আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে সকলকেই প্রাথমিক চিকিৎসার পরে বাকিদের ছেড়ে দেওয়া হলেও দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ জনসাধারণকে আশ্বস্ত করতে সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে আয়োজকদের তরফে।

মালাপ্পুরম, 19 ফেব্রুয়ারি: ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচের জন্য আনা হয়েছিল প্রচুর পরিমাণ বাজি ৷ ম্যাচ শুরু আগে মাঠে সে বাজি বিস্ফোরণে ঘটে অগ্নিকাণ্ড ৷ এই ঘটনায় আহত হন 50 জন দর্শক ৷

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আঘাত গুরুতর নয় ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরমের আরিকোড ফুটবল মাঠে ৷ বুধবার পুলিশ আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷

মাঠে আতশবাজি বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডে ঘটনায় 50 জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সেভেন সাইড ফুটবল টুর্নামেন্টের প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগে রাত সাড়ে 8টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ পুলিশের মতে, ম্যাচের ঠিক আগে আতশবাজি পোড়ানোর সময় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রাক-ম্যাচ উদযাপনের সময় মাঠেই আতশবাজি পোড়ানো হয়েছিল ৷ কিন্তু আতশবাজিগুলি দিক পরিবর্তন করে দর্শকদের দিকে বিস্ফোরিত হলে দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি দ্রুত বিশৃঙ্খল হয়ে ওঠে ৷

স্ফুলিঙ্গের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করার সময় অনেকেই আহত হন। হুড়োহুড়িতে বেশ কয়েকজন পড়ে যান, যাতে পরিস্থিতি আরও খারাপ হয়। পুলিশ জানিয়েছে, আয়োজকদের বিরুদ্ধে বিএনএস ধারা 288 এবং 125(B) ধারায় মামলা করা হয়েছে।

আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে সকলকেই প্রাথমিক চিকিৎসার পরে বাকিদের ছেড়ে দেওয়া হলেও দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ জনসাধারণকে আশ্বস্ত করতে সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে আয়োজকদের তরফে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.