ETV Bharat / state

পরীক্ষা কেন্দ্রের বাইরে দুষ্কৃতী হানা ! মাধ্যমিক দিয়ে বেরিয়ে মাথা ফাটল পরীক্ষার্থীর - STUDENT ATTACKED

চার পরীক্ষার্থীকে বেধড়ক মারতে থাকে দুই দুষ্কৃতী । চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসে । হাতেনাতে পাকড়াও করে দুই অভিযুক্তকে ।

Madhyamik Students Attacked in Bansihari after Exam
মাধ্যমিক দিয়ে বেরিয়ে মাথা ফাটল পরীক্ষার্থীর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2025, 10:45 PM IST

বংশীহারী, 20 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা । পরীক্ষা কেন্দ্রে নকল করাকে কেন্দ্র করে মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে বহিরাগত দুষ্কৃতী হানা ৷ মাথা ফাটল এক পরীক্ষার্থীর । আহত হয়েছে আরও তিন ছাত্র । বর্তমানে তারা চিকিৎসাধীন । আটক হয়েছে দুই দুষ্কৃতী ।ঘটনাটি ঘটেছে বংশীহারীর দৌলতপুর হাই স্কুলের পাশে রাজ্য সড়কের ধারে ।

সুদর্শননগর হাইস্কুল ও গাঙ্গুরিয়া হাইস্কুলের ছাত্রদের দৌলতপুর হাই স্কুলে পরীক্ষা সেন্টার পড়েছে । ঠিকঠাকই চলছিল পরীক্ষা । ইতিহাস পরীক্ষার দিন সুদর্শননগর হাইস্কুলের ছাত্র নকল করার সময় চোখে পরে গাঙ্গুরিয়া হাইস্কুলের কতিপয় ছাত্রদের । বিষয়টি ওই হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের গোচরে আনে তারা । শিক্ষক নকলটি ছিনিয়ে নিয়ে সাবধান করে । তাতেই ক্ষোভ দানা বাঁধে ওই ছাত্রের মনে । যদিও ওই ছাত্রের নাম জানা সম্ভব হয়নি ।

রাতে ছাত্র প্রতিশোধ নেওয়ার জন্য দৌলতপুরে দু’জনকে বিষয়টি জানায় । বৃহস্পতিবার পরীক্ষা শেষদিন হল থেকে বেরিয়ে স্কুলের বাইরে চার বন্ধু মিলে বাড়ি ফিরবে বলে টোটো জন্য অপেক্ষা করছিল । ওই সময় ওই দু’জন এসে চার পরীক্ষার্থীকে বেধড়ক মারতে থাকে । একসময় তাদের হাতে থাকা এক ধরনের ধারালো আংটির মতো কিছু দিয়ে একজনের মাথায় আঘাত করে । রক্ত দেখে চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসে । ঘটনাস্থলে আসে স্থানীয় ফাঁড়ির পুলিশ । হাতেনাতে পাকড়াও করে দুই অভিযুক্তকে । পরে বংশীহারী থানায় তাদের আনা হয় ।

গুরুতর আহত পরীক্ষার্থীর বাবা বলেন, ‘‘এই অন্যায় মানা যায় না । দোষীদের কঠোর শাস্তির দাবিতে আমরা থানায় লিখিত অভিযোগ জানাব ।’’ গাঙ্গুরিয়া হাই স্কুলের টিচার ইন-চার্জ জাকির হোসেন বলেন, ‘‘পরীক্ষা শেষে আমাদের চার পরীক্ষার্থী দুষ্কৃতী হামলায় আহত । ছাত্ররা যাতে পরীক্ষা দিয়ে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে, প্রশাসনকে তা দেখতে বলব । সুস্থ সমাজে এ ধরনের ঘটনা কাম্য নয় ।’’

আরও পড়ুন

বংশীহারী, 20 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা । পরীক্ষা কেন্দ্রে নকল করাকে কেন্দ্র করে মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে বহিরাগত দুষ্কৃতী হানা ৷ মাথা ফাটল এক পরীক্ষার্থীর । আহত হয়েছে আরও তিন ছাত্র । বর্তমানে তারা চিকিৎসাধীন । আটক হয়েছে দুই দুষ্কৃতী ।ঘটনাটি ঘটেছে বংশীহারীর দৌলতপুর হাই স্কুলের পাশে রাজ্য সড়কের ধারে ।

সুদর্শননগর হাইস্কুল ও গাঙ্গুরিয়া হাইস্কুলের ছাত্রদের দৌলতপুর হাই স্কুলে পরীক্ষা সেন্টার পড়েছে । ঠিকঠাকই চলছিল পরীক্ষা । ইতিহাস পরীক্ষার দিন সুদর্শননগর হাইস্কুলের ছাত্র নকল করার সময় চোখে পরে গাঙ্গুরিয়া হাইস্কুলের কতিপয় ছাত্রদের । বিষয়টি ওই হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের গোচরে আনে তারা । শিক্ষক নকলটি ছিনিয়ে নিয়ে সাবধান করে । তাতেই ক্ষোভ দানা বাঁধে ওই ছাত্রের মনে । যদিও ওই ছাত্রের নাম জানা সম্ভব হয়নি ।

রাতে ছাত্র প্রতিশোধ নেওয়ার জন্য দৌলতপুরে দু’জনকে বিষয়টি জানায় । বৃহস্পতিবার পরীক্ষা শেষদিন হল থেকে বেরিয়ে স্কুলের বাইরে চার বন্ধু মিলে বাড়ি ফিরবে বলে টোটো জন্য অপেক্ষা করছিল । ওই সময় ওই দু’জন এসে চার পরীক্ষার্থীকে বেধড়ক মারতে থাকে । একসময় তাদের হাতে থাকা এক ধরনের ধারালো আংটির মতো কিছু দিয়ে একজনের মাথায় আঘাত করে । রক্ত দেখে চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসে । ঘটনাস্থলে আসে স্থানীয় ফাঁড়ির পুলিশ । হাতেনাতে পাকড়াও করে দুই অভিযুক্তকে । পরে বংশীহারী থানায় তাদের আনা হয় ।

গুরুতর আহত পরীক্ষার্থীর বাবা বলেন, ‘‘এই অন্যায় মানা যায় না । দোষীদের কঠোর শাস্তির দাবিতে আমরা থানায় লিখিত অভিযোগ জানাব ।’’ গাঙ্গুরিয়া হাই স্কুলের টিচার ইন-চার্জ জাকির হোসেন বলেন, ‘‘পরীক্ষা শেষে আমাদের চার পরীক্ষার্থী দুষ্কৃতী হামলায় আহত । ছাত্ররা যাতে পরীক্ষা দিয়ে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে, প্রশাসনকে তা দেখতে বলব । সুস্থ সমাজে এ ধরনের ঘটনা কাম্য নয় ।’’

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.