ETV Bharat / entertainment

এই পুজোতে আসছে 'রক্তবীজ 2', দেখে নিন ঝলক - RAKTABEEJ 2

এই বছরের পুজোতে আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের 'রক্তবীজ'-এর সিক্যুয়েল 'রক্তবীজ 2' ৷ প্রকাশিত হল তার মোশন পোস্টার ৷

ETV BHARAT
'রক্তবীজ 2'-এর মোশন পোস্টার প্রকাশ (চিত্র: উইন্ডোজ)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 26, 2025, 5:21 PM IST

কলকাতা, 26 জানুয়ারি: এবার আসছে 'রক্তবীজ 2' । এই বছরের পুজোতেই এই ছবি নিয়ে হাজির হবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় । তার আগে 16মে তাঁদের প্রযোজনা ও পরিচালনাতে আসছে 'আমার বস'। ওদিকে তাঁদেরই প্রযোজনায় ও অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মাণের পথে 'ভানুমতীর ভূতের হোটেল'। এরই মধ্যে 'রক্তবীজ 2'-এর খবর দিল উইন্ডোজ প্রযোজনা সংস্থা ।

26 জানুয়ারি রবিবার সাধারণতন্ত্র দিবসে হাজির হয়েছে এই ছবির মোশন পোস্টার । মোশন পোস্টারে ধরা দিয়েছেন মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় এবং আরও একজন । যাঁর মুখ দেখা যাচ্ছে না । তবে তিনিই কি মোস্ট ওয়ান্টেড ? জানা যাবে ছবিটা দেখার পর । তবে, জানা গিয়েছে, এই ছবিতে একেবারে নতুন অবতারে দেখা যেতে পারে সোহম চক্রবর্তীকে । তা হলে কি তাঁকেই এক ঝলক দেখা গেল মোশন পোস্টারে ? তিনি কি ভিলেন নাকি ভালো মানুষ ? সময় দেবে সব প্রশ্নের উত্তর ।

ETV BHARAT
আসছে 'রক্তবীজ 2' (চিত্র: উইন্ডোজ)

উল্লেখ্য, 2023 সালের পুজোর সময়েই মুক্তি পায় নন্দিতা ও শিবপ্রসাদের ছবি 'রক্তবীজ'। যে ছবিতে একেবারে অ্যাকশন মোডে দেখা গিয়েছিল মিমি ও আবিরকে । অন্য মিমিকে চিনেছিল দর্শক । চরিত্রের প্রয়োজনে বন্দুক ধরতে শিখেছিলেন, বাইক চালাতে শিখেছিলেন নায়িকা । মিমি-আবিরের রসায়নের পাশাপাশি অন্যান্যদের অভিনয়ও ছিল প্রশংসনীয় । এই ছবির মাধ্যমেই বহুদিন পর পর্দায় ফেরেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় । পুলু ওরফে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে সকলের নজর কাড়েন তিনি ।

মোশন পোস্টারে দেখা যাচ্ছে, রুক্ষ জমির ওপর একফোঁটা রক্ত থেকেই চারদিকে ছড়িয়ে পড়ছে রক্তবীজ । আর সেখানেই ফুটে উঠল 'রক্তবীজ 2' ছবির নাম । 'রক্তবীজ 2' হতে চলেছে 'রক্তবীজ'-এর সিক্যুয়েল । গল্পের মোড় কোনদিকে ঘুরবে তা বলতে নারাজ নির্মাতারা । অপেক্ষা চলতি বছরের পুজো পর্যন্ত ।

কলকাতা, 26 জানুয়ারি: এবার আসছে 'রক্তবীজ 2' । এই বছরের পুজোতেই এই ছবি নিয়ে হাজির হবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় । তার আগে 16মে তাঁদের প্রযোজনা ও পরিচালনাতে আসছে 'আমার বস'। ওদিকে তাঁদেরই প্রযোজনায় ও অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মাণের পথে 'ভানুমতীর ভূতের হোটেল'। এরই মধ্যে 'রক্তবীজ 2'-এর খবর দিল উইন্ডোজ প্রযোজনা সংস্থা ।

26 জানুয়ারি রবিবার সাধারণতন্ত্র দিবসে হাজির হয়েছে এই ছবির মোশন পোস্টার । মোশন পোস্টারে ধরা দিয়েছেন মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় এবং আরও একজন । যাঁর মুখ দেখা যাচ্ছে না । তবে তিনিই কি মোস্ট ওয়ান্টেড ? জানা যাবে ছবিটা দেখার পর । তবে, জানা গিয়েছে, এই ছবিতে একেবারে নতুন অবতারে দেখা যেতে পারে সোহম চক্রবর্তীকে । তা হলে কি তাঁকেই এক ঝলক দেখা গেল মোশন পোস্টারে ? তিনি কি ভিলেন নাকি ভালো মানুষ ? সময় দেবে সব প্রশ্নের উত্তর ।

ETV BHARAT
আসছে 'রক্তবীজ 2' (চিত্র: উইন্ডোজ)

উল্লেখ্য, 2023 সালের পুজোর সময়েই মুক্তি পায় নন্দিতা ও শিবপ্রসাদের ছবি 'রক্তবীজ'। যে ছবিতে একেবারে অ্যাকশন মোডে দেখা গিয়েছিল মিমি ও আবিরকে । অন্য মিমিকে চিনেছিল দর্শক । চরিত্রের প্রয়োজনে বন্দুক ধরতে শিখেছিলেন, বাইক চালাতে শিখেছিলেন নায়িকা । মিমি-আবিরের রসায়নের পাশাপাশি অন্যান্যদের অভিনয়ও ছিল প্রশংসনীয় । এই ছবির মাধ্যমেই বহুদিন পর পর্দায় ফেরেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় । পুলু ওরফে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে সকলের নজর কাড়েন তিনি ।

মোশন পোস্টারে দেখা যাচ্ছে, রুক্ষ জমির ওপর একফোঁটা রক্ত থেকেই চারদিকে ছড়িয়ে পড়ছে রক্তবীজ । আর সেখানেই ফুটে উঠল 'রক্তবীজ 2' ছবির নাম । 'রক্তবীজ 2' হতে চলেছে 'রক্তবীজ'-এর সিক্যুয়েল । গল্পের মোড় কোনদিকে ঘুরবে তা বলতে নারাজ নির্মাতারা । অপেক্ষা চলতি বছরের পুজো পর্যন্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.