ETV Bharat / bharat

কর্তব্যপথে লক্ষ্মীর ভাণ্ডার-হেরিটেজ দুর্গাপুজো, সাধারণতন্ত্র দিবসে বঙ্গের ট্যাবলোয় আর কী - BENGAL TABLEAU IN 76TH REPUBLIC DAY

দিল্লির রাজপথে পশ্চিমবঙ্গের নারী ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন ও লোক সংস্কৃতির উদযাপন ৷ বাংলার ট্যাবলোয় স্থান পেল বিষ্ণপুরের টেরাকোটার শিল্প ৷

76th Republic Day
কর্তব্যপথের কুচকাওয়াজে পশ্চিমবঙ্গের ট্যাবলো ৷ (ছবি- ডিডি ন্যাশনাল, এএনআই সংগৃহীত)
author img

By ANI

Published : Jan 26, 2025, 5:00 PM IST

নয়াদিল্লি, 26 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসে জাতীয় রাজধানীর রাজপথে আবারও দেখা গেল পশ্চিমবঙ্গের ট্যাবলো ৷ আর তার থেকেও বড় বিষয়, সেই ট্যাবলোতে জায়গা করে নিয়েছে 'লক্ষ্মীর ভাণ্ডার' ৷ মহিলাদের স্বনির্ভর করে তুলতে চালু হওয়া এই প্রকল্প প্রথমবার জাতীয় স্তরে তুলে ধরা হল ৷

76তম সাধারণতন্ত্র দিবসে বাংলার ট্যাবলোয় শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, জায়গা পেয়েছে ইউনেসকোর 'মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বা সাংস্কৃতিক হেরিটেজ' সম্মান প্রাপ্ত 'দুর্গাপুজো' ৷ মূলত, 'লোক প্রসার প্রকল্প'-এর উদ্যোগে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, স্থাপত্য কলা ও ঐতিহ্যবাহী লোকশিল্পকে তুলে ধরা হয়েছে ৷

76th Republic Day
'লোক প্রসার প্রকল্পে' ফুটে উঠল বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, স্থাপত্য কলা ও ঐতিহ্যবাহী লোকশিল্প ৷ (ছবি- ডিডি ন্যাশনাল, এএনআই সংগৃহীত)

এই 'লোক প্রসার প্রকল্প'-এর আওতায় সাংস্কৃতিক হেরিটেজ হিসেবে তুলে ধরা হয় দুর্গাপুজোকে ৷ তারই সঙ্গে বাংলার লোকনৃত্য ছৌ-নাচকে তুলে ধরা হয় ৷ এমনকি যে দুর্গা প্রতিমা ট্যাবলোয় সাজানো হয়েছিল, তা ছিল ছৌ-নাচের মুখোশের আদলে ৷ সেই সঙ্গে গ্রাম বাংলার মাটির গান বাউল সঙ্গীত, বাঙালির পরিধান ধুতি-পাঞ্জাবি ও আটপৌড়ে শাড়িকেও স্থান দেওয়া হয় ৷

মহান স্থাপত্য কলা হিসেবে পশ্চিমবঙ্গের ট্যাবলোতে স্থান পেয়েছে বাঁকুড়া তথা বিষ্ণুপুরের টেরাকোটার শিল্প ৷ পোড়ামাটিতে কাজ করা টেরাকোটার শিল্পে তৈরি মন্দির তুলে ধরা হয় 76তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ৷

76th Republic Day
76 তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে আঞ্চলিক সংস্কৃতির মেলবন্ধন ৷ (ছবি- ডিডি ন্যাশনাল, এএনআই সংগৃহীত)

2021 সালে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডারের পরিচিত হিসেবে ট্যাবলোর সামনে বসানো ছিল বিশাল বড় একটি মাটির 'লক্ষ্মীর ভাঁড়' ৷ যা পশ্চিমবঙ্গে মহিলা স্বনির্ভরতার প্রতীক হিসাবে পরিচিত ৷ কর্তব্য পথে প্রথমবার সমগ্র দেশের সামনে 'লক্ষ্মীর ভাণ্ডার'কে তুলে ধরা হল ৷

উল্লেখ্য, এর আগে গত কয়েকবছরে সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের ট্যাবলো স্থান পায়নি দিল্লির কুচকাওয়াজে ৷ রাজ্য সরকারের কন্যাশ্রীর মতো প্রকল্পকে সেখানে তুলে ধরার প্রস্তাব দেওয়া হয়েছিল তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে ৷ এমনকি 2022 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তীতেও রাজ্যের বিশেষ ট্যাবলো বাতিল হয়ে যায় ৷ যা নিয়ে রাজনৈতিক বিতর্কও কম হয়নি ৷

নয়াদিল্লি, 26 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসে জাতীয় রাজধানীর রাজপথে আবারও দেখা গেল পশ্চিমবঙ্গের ট্যাবলো ৷ আর তার থেকেও বড় বিষয়, সেই ট্যাবলোতে জায়গা করে নিয়েছে 'লক্ষ্মীর ভাণ্ডার' ৷ মহিলাদের স্বনির্ভর করে তুলতে চালু হওয়া এই প্রকল্প প্রথমবার জাতীয় স্তরে তুলে ধরা হল ৷

76তম সাধারণতন্ত্র দিবসে বাংলার ট্যাবলোয় শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, জায়গা পেয়েছে ইউনেসকোর 'মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বা সাংস্কৃতিক হেরিটেজ' সম্মান প্রাপ্ত 'দুর্গাপুজো' ৷ মূলত, 'লোক প্রসার প্রকল্প'-এর উদ্যোগে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, স্থাপত্য কলা ও ঐতিহ্যবাহী লোকশিল্পকে তুলে ধরা হয়েছে ৷

76th Republic Day
'লোক প্রসার প্রকল্পে' ফুটে উঠল বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, স্থাপত্য কলা ও ঐতিহ্যবাহী লোকশিল্প ৷ (ছবি- ডিডি ন্যাশনাল, এএনআই সংগৃহীত)

এই 'লোক প্রসার প্রকল্প'-এর আওতায় সাংস্কৃতিক হেরিটেজ হিসেবে তুলে ধরা হয় দুর্গাপুজোকে ৷ তারই সঙ্গে বাংলার লোকনৃত্য ছৌ-নাচকে তুলে ধরা হয় ৷ এমনকি যে দুর্গা প্রতিমা ট্যাবলোয় সাজানো হয়েছিল, তা ছিল ছৌ-নাচের মুখোশের আদলে ৷ সেই সঙ্গে গ্রাম বাংলার মাটির গান বাউল সঙ্গীত, বাঙালির পরিধান ধুতি-পাঞ্জাবি ও আটপৌড়ে শাড়িকেও স্থান দেওয়া হয় ৷

মহান স্থাপত্য কলা হিসেবে পশ্চিমবঙ্গের ট্যাবলোতে স্থান পেয়েছে বাঁকুড়া তথা বিষ্ণুপুরের টেরাকোটার শিল্প ৷ পোড়ামাটিতে কাজ করা টেরাকোটার শিল্পে তৈরি মন্দির তুলে ধরা হয় 76তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ৷

76th Republic Day
76 তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে আঞ্চলিক সংস্কৃতির মেলবন্ধন ৷ (ছবি- ডিডি ন্যাশনাল, এএনআই সংগৃহীত)

2021 সালে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডারের পরিচিত হিসেবে ট্যাবলোর সামনে বসানো ছিল বিশাল বড় একটি মাটির 'লক্ষ্মীর ভাঁড়' ৷ যা পশ্চিমবঙ্গে মহিলা স্বনির্ভরতার প্রতীক হিসাবে পরিচিত ৷ কর্তব্য পথে প্রথমবার সমগ্র দেশের সামনে 'লক্ষ্মীর ভাণ্ডার'কে তুলে ধরা হল ৷

উল্লেখ্য, এর আগে গত কয়েকবছরে সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের ট্যাবলো স্থান পায়নি দিল্লির কুচকাওয়াজে ৷ রাজ্য সরকারের কন্যাশ্রীর মতো প্রকল্পকে সেখানে তুলে ধরার প্রস্তাব দেওয়া হয়েছিল তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে ৷ এমনকি 2022 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তীতেও রাজ্যের বিশেষ ট্যাবলো বাতিল হয়ে যায় ৷ যা নিয়ে রাজনৈতিক বিতর্কও কম হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.