ETV Bharat / state

কুমোরটুলি ট্রলি-কাণ্ডের ফাল্গুনী চুরির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিল - KUMARTULI MURDER CASE

শিলিগুড়িতে মামা শ্বশুরবাড়ি ফাল্গুনীর ৷ সেখানেই চুরি করে বলে অভিযোগ ৷ সেই মামলা এখনও চলছে ৷

KUMARTULI MURDER CASE
কুমোরটুলি ট্রলি-কাণ্ডের ফাল্গুনী চুরির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিল (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2025, 9:39 PM IST

শিলিগুড়ি, 26 ফেব্রুয়ারি: কলকাতার কুমোরটুলির ট্রলি-কাণ্ডের শিকড় শিলিগুড়ি পর্যন্ত রয়েছে । কুমোরটুলিতে ট্রলিব্যাগে দেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত ফাল্গুনী ঘোষের অপরাধের জাল আসলে লুকিয়ে রয়েছে শিলিগুড়ি পর্যন্ত । 2021 সালে শিলিগুড়িতে মামা শ্বশুরবাড়িতে এসে চুরির অভিযোগ ওঠে ফাল্গুনীর বিরুদ্ধে ৷ গ্রেফতার হতে হয় তাঁকে ৷ এখনও সেই মামলা চলছে ৷

মঙ্গলবারই কলকাতায় ঘটে গিয়েছে ওই হাড়হিম করা কাণ্ড । কুমোরটুলি ঘাটে দেহ ট্রলিতে গঙ্গায় ফেলতে এসে হাতেনাতে ধরা পড়েন দুই মহিলা ফাল্গুনী ঘোষ ও তাঁর মা আরতি ঘোষ । অভিযোগ, তাঁরা দু’জনে মিলে সুমিতা ঘোষ নামে এক আত্মীয়াকে খুন করেছেন ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর অসম থেকে 2021 সালের 3 জুলাই শিলিগুড়ির সুভাষপ্ললিতে মামাশ্বশুরের বাড়িতে স্বামীর সঙ্গে এসেছিলেন ফাল্গুনী ঘোষ । 8 অগস্ট পর্যন্ত মামাশ্বশুরের বাড়িতেই ছিলেন তিনি । অসমে শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার পর মামা সুব্রত ঘোষ জানতে পারেন তাঁর স্ত্রীর সোনার চেন, অলঙ্কার-সহ আলমারি থেকে উধাও হয়ে গিয়েছে । সঙ্গে নগদ 25 হাজার টাকাও খোয়া যায় ।

এরপর ওই বছর 13 অগস্ট শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । তদন্তে নেমে পুলিশ ফাল্গুনী ঘোষকে জিজ্ঞাসাবাদ করতেই রহস্য প্রকাশ্যে আসে । জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকারও করে ফাল্গুনী । পরে পুলিশ তাকে গ্রেফতার । চারদিন জেল হেফাজতেও ছিলেন ফাল্গুনী । পরে জামিনে ছাড়া পান । নিজে আবার ব্যক্তিগত মুচলেকাও দেন ।

আড়াই বছর আগে টাকার দাবিতে মধ্যমগ্রামে নিজের বাড়ি ফিরে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা রুজু করেন ফাল্গুনী । মামলা উত্তর 24 পরগনার বারাসত আদালতে বিচারাধীন । তবে টাকার জন্য অমানবিকভাবে খুন করে টুকরো টুকরো কর‍তে পারবে এই ফাল্গুনী, তা স্বপ্নেও ভাবেননি ভাসুর সপ্তক ঘোষ । কুমোরটুলির ঘটনার পর অভিযুক্ত ফাল্গুনীর ফাঁসির দাবি করেছেন তিনি ।

সপ্তক ঘোষ বলেন, "খুবই ঠান্ডা মাথায় অপরাধ করত । কেউ ধরতে পারবে না । মামার বাড়িতে এসে চুরির ঘটনা ঘটিয়েছিল । আমি চাই আমার পিসিকে যেভাবে খুন করা হয়েছে, তার জন্য যেন কঠোর শাস্তি হয় ৷" শিলিগুড়িতে চুরির মামলাকারীর আইনজীবী চিন্ময় সাহাও বলেন, "ফাল্গুনীর মধ্যে একটা অপরাধের প্রবণতা প্রথম থেকেই লক্ষ্য করা যায় । চুরির মামলা এখনও আদালতে চলছে । তবে এই খুনের ঘটনায় তার নাম উঠে আসার পর জানতে পারি ফাল্গুনীই এই ঘটনা ঘটিয়েছে ।"

শিলিগুড়ি, 26 ফেব্রুয়ারি: কলকাতার কুমোরটুলির ট্রলি-কাণ্ডের শিকড় শিলিগুড়ি পর্যন্ত রয়েছে । কুমোরটুলিতে ট্রলিব্যাগে দেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত ফাল্গুনী ঘোষের অপরাধের জাল আসলে লুকিয়ে রয়েছে শিলিগুড়ি পর্যন্ত । 2021 সালে শিলিগুড়িতে মামা শ্বশুরবাড়িতে এসে চুরির অভিযোগ ওঠে ফাল্গুনীর বিরুদ্ধে ৷ গ্রেফতার হতে হয় তাঁকে ৷ এখনও সেই মামলা চলছে ৷

মঙ্গলবারই কলকাতায় ঘটে গিয়েছে ওই হাড়হিম করা কাণ্ড । কুমোরটুলি ঘাটে দেহ ট্রলিতে গঙ্গায় ফেলতে এসে হাতেনাতে ধরা পড়েন দুই মহিলা ফাল্গুনী ঘোষ ও তাঁর মা আরতি ঘোষ । অভিযোগ, তাঁরা দু’জনে মিলে সুমিতা ঘোষ নামে এক আত্মীয়াকে খুন করেছেন ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর অসম থেকে 2021 সালের 3 জুলাই শিলিগুড়ির সুভাষপ্ললিতে মামাশ্বশুরের বাড়িতে স্বামীর সঙ্গে এসেছিলেন ফাল্গুনী ঘোষ । 8 অগস্ট পর্যন্ত মামাশ্বশুরের বাড়িতেই ছিলেন তিনি । অসমে শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার পর মামা সুব্রত ঘোষ জানতে পারেন তাঁর স্ত্রীর সোনার চেন, অলঙ্কার-সহ আলমারি থেকে উধাও হয়ে গিয়েছে । সঙ্গে নগদ 25 হাজার টাকাও খোয়া যায় ।

এরপর ওই বছর 13 অগস্ট শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । তদন্তে নেমে পুলিশ ফাল্গুনী ঘোষকে জিজ্ঞাসাবাদ করতেই রহস্য প্রকাশ্যে আসে । জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকারও করে ফাল্গুনী । পরে পুলিশ তাকে গ্রেফতার । চারদিন জেল হেফাজতেও ছিলেন ফাল্গুনী । পরে জামিনে ছাড়া পান । নিজে আবার ব্যক্তিগত মুচলেকাও দেন ।

আড়াই বছর আগে টাকার দাবিতে মধ্যমগ্রামে নিজের বাড়ি ফিরে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা রুজু করেন ফাল্গুনী । মামলা উত্তর 24 পরগনার বারাসত আদালতে বিচারাধীন । তবে টাকার জন্য অমানবিকভাবে খুন করে টুকরো টুকরো কর‍তে পারবে এই ফাল্গুনী, তা স্বপ্নেও ভাবেননি ভাসুর সপ্তক ঘোষ । কুমোরটুলির ঘটনার পর অভিযুক্ত ফাল্গুনীর ফাঁসির দাবি করেছেন তিনি ।

সপ্তক ঘোষ বলেন, "খুবই ঠান্ডা মাথায় অপরাধ করত । কেউ ধরতে পারবে না । মামার বাড়িতে এসে চুরির ঘটনা ঘটিয়েছিল । আমি চাই আমার পিসিকে যেভাবে খুন করা হয়েছে, তার জন্য যেন কঠোর শাস্তি হয় ৷" শিলিগুড়িতে চুরির মামলাকারীর আইনজীবী চিন্ময় সাহাও বলেন, "ফাল্গুনীর মধ্যে একটা অপরাধের প্রবণতা প্রথম থেকেই লক্ষ্য করা যায় । চুরির মামলা এখনও আদালতে চলছে । তবে এই খুনের ঘটনায় তার নাম উঠে আসার পর জানতে পারি ফাল্গুনীই এই ঘটনা ঘটিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.