ETV Bharat / state

'ওরা রঘুডাকাত, সবাই চোর', সভা থেকে দলীয় নেতাদের নিশানা মহুয়ার - TMC MP MAHUA MOITRA

নদিয়ার পলাশীপাড়ায় গিয়ে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন মহুয়া ৷ নাম না করে তাঁদের রঘু ডাকাত বলেও অভিহিত করেন কৃষ্ণনগরের সাংসদ ৷

TMC MP Mahua Moitra
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (ফাইল ছবি মহুয়া মৈত্রের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে সংগৃহীত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2025, 9:32 PM IST

পলাশীপাড়া, 26 ফেব্রুয়ারি: দলের বিধায়ককে রঘু ডাকাত বলে উল্লেখ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ বুধবার নদিয়ার পলাশীপাড়া বিধানসভার বার্নিয়া এলাকায় এক কর্মী সম্মেলনে গিয়েছিলেন তিনি ৷ সেখানে বক্তৃতা করার সময় দলের দুর্নীতিগ্রস্ত ব্য়ক্তিদের বিরুদ্ধে আক্রমাত্মক হয়ে ওঠেন কৃষ্ণনগরের সাংসদ ৷

ঘটনাচক্রে পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে তাঁর নাম উঠে এসেছে ৷ গ্রেফতার হওয়ার পর প্রায় দু'বছর জেলেই ছিলেন তিনি। জামিন পেয়েছেন কয়েক মাস আগে। এদিন পলাশীপাড়া এলাকায় বক্তৃতার সময় দলের সব দুর্নীতিগ্রস্ত কর্মী ও নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মহুয়া ৷ রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে, নাম না করলেও স্থানীয় বিধায়ক মানিককেই নিশানা করেছেন মহুয়া।

নদিয়ার পলাশীপাড়া বিধানসভার বার্নিয়া এলাকায় এক কর্মী সম্মেলনে মহুয়া মৈত্র (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "যাঁরা দলকে কালিমালিপ্ত করেছে, তারা রঘুডাকাত ৷ ছিচকে চোর বা পকেটমার নয় ৷ সে চোর, তার বউ চোর, তার ছেলে চোর, চোদ্দোগুষ্টি চোর ৷ আমি এখানে বাস্তব কথা বলছি ৷ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ৷ এই দু'তিনটে চোর-ডাকাতের জন্য আমাদের সকলের গায়ে কালি পড়ছে ৷"

নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রীর নাম সামনে আসে ৷ 2022 সালের 11 অক্টোবর রাতভর জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন তথা বিধায়ক সভাপতি মানিক ভট্টাচার্য ৷ নিয়োগ দুর্নীতির মামলায় তাঁর জবাবে সন্তুষ্ট না হয়ে অবশেষে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। পরে নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইও ৷ শেষমেশ গত 12 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান মানিক । এবার তাঁর এলাকায় গিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন মহুয়া।

পলাশীপাড়া, 26 ফেব্রুয়ারি: দলের বিধায়ককে রঘু ডাকাত বলে উল্লেখ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ বুধবার নদিয়ার পলাশীপাড়া বিধানসভার বার্নিয়া এলাকায় এক কর্মী সম্মেলনে গিয়েছিলেন তিনি ৷ সেখানে বক্তৃতা করার সময় দলের দুর্নীতিগ্রস্ত ব্য়ক্তিদের বিরুদ্ধে আক্রমাত্মক হয়ে ওঠেন কৃষ্ণনগরের সাংসদ ৷

ঘটনাচক্রে পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে তাঁর নাম উঠে এসেছে ৷ গ্রেফতার হওয়ার পর প্রায় দু'বছর জেলেই ছিলেন তিনি। জামিন পেয়েছেন কয়েক মাস আগে। এদিন পলাশীপাড়া এলাকায় বক্তৃতার সময় দলের সব দুর্নীতিগ্রস্ত কর্মী ও নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মহুয়া ৷ রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে, নাম না করলেও স্থানীয় বিধায়ক মানিককেই নিশানা করেছেন মহুয়া।

নদিয়ার পলাশীপাড়া বিধানসভার বার্নিয়া এলাকায় এক কর্মী সম্মেলনে মহুয়া মৈত্র (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "যাঁরা দলকে কালিমালিপ্ত করেছে, তারা রঘুডাকাত ৷ ছিচকে চোর বা পকেটমার নয় ৷ সে চোর, তার বউ চোর, তার ছেলে চোর, চোদ্দোগুষ্টি চোর ৷ আমি এখানে বাস্তব কথা বলছি ৷ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ৷ এই দু'তিনটে চোর-ডাকাতের জন্য আমাদের সকলের গায়ে কালি পড়ছে ৷"

নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রীর নাম সামনে আসে ৷ 2022 সালের 11 অক্টোবর রাতভর জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন তথা বিধায়ক সভাপতি মানিক ভট্টাচার্য ৷ নিয়োগ দুর্নীতির মামলায় তাঁর জবাবে সন্তুষ্ট না হয়ে অবশেষে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। পরে নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইও ৷ শেষমেশ গত 12 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান মানিক । এবার তাঁর এলাকায় গিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন মহুয়া।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.