কলকাতা, 26 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ডের রাজভবনে প্রবেশ ঘিরে বিতর্ক ৷ নিজে বিষয়টি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই ঘটনায় তিনি উষ্মাও প্রকাশ করেন ৷ তাঁকে একাধিকবার বলতে শোনা যায়, রাজ্যভবন রাজ্যের মধ্যে। কলকাতা পুলিশ নিরাপত্তা দেয়। তাহলে পুলিশরে ব্যান্ড কেন ঢুকবে না ? পরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজভবনে প্রবেশ করে কলকাতা পুলিশের ব্যান্ড ৷ মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সামনে অনুষ্ঠানও করে ৷
এদিন রাজ্যের প্রশাসনিক প্রধান প্রশ্ন তোলেন, কেন কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে দেওয়া হবে না ? এর প্রতিবাদে তিনি মুখ্যসচিব মনোজ পন্থকে রাজভবনে চিঠি দেওয়ারও নির্দেশ দিয়েছেন ৷ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রবিবার বিকেল 4.30 মিনিটে রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী ৷ সেখানে গিয়ে তিনি দেখেন, কলকাতা পুলিশের ব্যান্ড রাজভবনের বাইরে অপেক্ষা করছে ৷
এই ঘটনা প্রসঙ্গে রাজ্যপালের ওএসডি সন্দীপ কুমার সিং জানিয়েছেন, সাধারণত যেখানে অনুশীলন করা হয়, কলকাতা পুলিশের ব্যান্ডকে সেই জায়গার বদলে অন্যত্র স্থান দেওয়া হয়েছিল ৷ এই প্রশ্ন ওঠার পর আমি সঙ্গে সঙ্গে তাতে হস্তক্ষেপ করি ৷ পুলিশের ব্যান্ডসেটকে ডেকে পাঠাই এবং তাদের জন্য উপযুক্ত স্থানের ব্যবস্থা করে দিই ৷ সেখানে তারা পারফরম্যান্স করে ৷ আমি এই বিষয়টা মুখ্যমন্ত্রীর কাছে ব্যাখ্যা করি ৷ তিনি ব্যান্ডের বাদ্য কিছুক্ষণের জন্য শোনেন ৷ পাশাপাশি এই ঘটনাটি আমি রাজ্যপালকেও জানাই ৷ তিনি নির্দেশ দিয়েছেন, এর পর থেকে এরকম কিছু করতে হলে চিফ অফ স্টাফের আগাম অনুমতি নিতে হবে ৷ |
মুখ্যমন্ত্রী সোজা রাজভবনের সামনে আউটপোস্টে চলে যান এবং দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের কাছ থেকে বিষয়টি নিয়ে খোঁজখবর করেন ৷ তিনি জানতে পারেন, কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা তখন রাজভবনের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত বিশেষ আধিকারিককে (অফিসার অন স্পেশাল ডিউটি) তলব করেন ৷
জানা যায়, এদিন রাজভবনে প্রজাতন্ত্রের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ৷ তিনি রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে না দেওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন ৷ এরপরই কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে প্রবেশ করতে দেওয়া হয় ৷
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারেন, এই অনুষ্ঠানের সময়সূচিতে কলকাতা পুলিশের ব্যান্ডকে কোনও সময় দেওয়া হয়নি ৷ তিনি নিজে কলকাতা পুলিশের ব্যান্ডকে 'ভারত আমার ভারতবর্ষ...' গনটি বাজানোর নির্দেশ দেন ৷ সেই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস সস্ত্রীক সেখানে দাঁড়িয়ে ছিলেন ৷ তাঁদের সকলের সামনে কলকাতা পুলিশের ব্যান্ড মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গানটি বাজিয়ে শোনায় ৷
সবমিলিয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ঘিরে কার্যত রাজ্য ও রাজ্যপাল মনোমালিন্য ফের প্রকাশ্যে এল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে পৌঁছে উপস্থিত সকলের খোঁজ-খবর নেন ৷ সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ এগিয়ে এসে মমতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৷ বিকেল 4.30 মিনিটে মমতা রাজভবনে এসেছিলেন ৷ কিছুক্ষণ পর 5.15 মিনিট নাগাদ তিনি রজভবন থেকে বেরিয়ে যান ৷