ETV Bharat / state

‘চুমু’ খেতে আগ্রহী ! ফিরহাদকে কটাক্ষ বিকাশের - KOLKATA BUILDING LEANING

কলকাতা কর্পোরেশনের স্বশাসন ফিরহাদ হাকিম দলনেত্রীর পায়ে সঁপে দিয়েছেন । ফিরহাদ হাকিমকে কটাক্ষ প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের ।

Bikash Ranjan Bhattacharya Slams Firhad Hakim
কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2025, 10:51 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি: ‘‘কলকাতার সব বাড়ি হেলে পড়ছে । একজন অপরজনকে চুম্বন করার জন্য বড়ই আগ্রহী হয়ে উঠেছে । এ বাড়ি ও বাড়িকে চুম্বন করছে ।’’ এভাবেই কলকাতা কর্পোরেশনের সামনে পুরকর্মীদের এক সমাবেশ থেকে ফিরহাদ হাকিমকে কটাক্ষ ছুড়ে দিলেন কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য ।

এদিন কলকাতা কর্পোরেশন লাগোয়া রাস্তায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন পুরসভা কর্মীদের নানা দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ ছিল । সেই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দেন বিকাশ রঞ্জন । প্রাক্তন মহানাগরিক বলেন, ‘‘কলকাতা কর্পোরেশন একটি স্বশাসিত সংস্থা । আইনগত কিছু দিকে রাজ্যের সঙ্গে আলোচনা করে চলতে পারে ৷ তবে দিনের শেষে কলকাতা কর্পোরেশন তার নিয়ম-কানুন মেনে নিজের মতো করেই চলবে । আমি মেয়র থাকাকালীন রাজ্যে বামফ্রন্ট সরকারের সঙ্গে অনেক ক্ষেত্রেই বিবাদ তৈরি হয়েছিল । স্বশাসনের পক্ষেই আমি সওয়াল করেছি এবং অনেক ক্ষেত্রেই রাজ্য সরকার মেনে নিয়েছে ৷’’

ফিরহাদকে কটাক্ষ বিকাশের (ইটিভি ভারত)

বিকাশের দাবি, কলকাতা কর্পোরেশনে যে স্বশাসন প্রতিষ্ঠিত হয়েছিল, বর্তমান পুরবোর্ডের সর্বোচ্চ প্রশাসক ফিরহাদ হাকিম তা দলনেত্রীর পায়ে সঁপে দিয়েছেন । এছাড়াও হেলে পড়া বাড়ির প্রসঙ্গ টেনেও বর্তমান মেয়রকে কটাক্ষ করতে ছাড়েননি প্রাক্তন মেয়র । বিকাশ ভট্টাচার্য বলেন, ‘‘যে আমলা পুরমন্ত্রীকে পরামর্শ দেবেন সে আমলা রাজ্য সরকারকে পরামর্শ দেবেন ৷ ফলে যা পরিণতি হওয়ার তাই হচ্ছে ।’’

তাঁর কথায়, ‘‘শহরের বুকে বাড়িগুলি হেলে গিয়েছে । একে অপরের প্রতি আকর্শিত হয়ে উঠছে চুম্বন করবে বলে । এ বাড়ি ও বাড়িকে চুম্বন করছে ৷ বাঘাযতীন, গার্ডেনরিচ, তপসিয়ায় কেন বাড়ি হেলে পড়ছে ? 2005-2010 বামফ্রন্ট সরকার আমাদের স্বাধীন ক্ষমতা দিয়েছিল । সেই ক্ষমতা পেয়েও এই বোর্ড পুর প্রতিষ্ঠানকে স্বাধীন করেনি । সেটা না-করে এই ভোটকে সমর্পণ করে দেওয়া হয়েছে নেত্রীর পদতলে ৷ তাই এই চুম্বনের আকর্ষণ ।’’

আরও পড়ুন

কলকাতা, 4 ফেব্রুয়ারি: ‘‘কলকাতার সব বাড়ি হেলে পড়ছে । একজন অপরজনকে চুম্বন করার জন্য বড়ই আগ্রহী হয়ে উঠেছে । এ বাড়ি ও বাড়িকে চুম্বন করছে ।’’ এভাবেই কলকাতা কর্পোরেশনের সামনে পুরকর্মীদের এক সমাবেশ থেকে ফিরহাদ হাকিমকে কটাক্ষ ছুড়ে দিলেন কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য ।

এদিন কলকাতা কর্পোরেশন লাগোয়া রাস্তায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন পুরসভা কর্মীদের নানা দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ ছিল । সেই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দেন বিকাশ রঞ্জন । প্রাক্তন মহানাগরিক বলেন, ‘‘কলকাতা কর্পোরেশন একটি স্বশাসিত সংস্থা । আইনগত কিছু দিকে রাজ্যের সঙ্গে আলোচনা করে চলতে পারে ৷ তবে দিনের শেষে কলকাতা কর্পোরেশন তার নিয়ম-কানুন মেনে নিজের মতো করেই চলবে । আমি মেয়র থাকাকালীন রাজ্যে বামফ্রন্ট সরকারের সঙ্গে অনেক ক্ষেত্রেই বিবাদ তৈরি হয়েছিল । স্বশাসনের পক্ষেই আমি সওয়াল করেছি এবং অনেক ক্ষেত্রেই রাজ্য সরকার মেনে নিয়েছে ৷’’

ফিরহাদকে কটাক্ষ বিকাশের (ইটিভি ভারত)

বিকাশের দাবি, কলকাতা কর্পোরেশনে যে স্বশাসন প্রতিষ্ঠিত হয়েছিল, বর্তমান পুরবোর্ডের সর্বোচ্চ প্রশাসক ফিরহাদ হাকিম তা দলনেত্রীর পায়ে সঁপে দিয়েছেন । এছাড়াও হেলে পড়া বাড়ির প্রসঙ্গ টেনেও বর্তমান মেয়রকে কটাক্ষ করতে ছাড়েননি প্রাক্তন মেয়র । বিকাশ ভট্টাচার্য বলেন, ‘‘যে আমলা পুরমন্ত্রীকে পরামর্শ দেবেন সে আমলা রাজ্য সরকারকে পরামর্শ দেবেন ৷ ফলে যা পরিণতি হওয়ার তাই হচ্ছে ।’’

তাঁর কথায়, ‘‘শহরের বুকে বাড়িগুলি হেলে গিয়েছে । একে অপরের প্রতি আকর্শিত হয়ে উঠছে চুম্বন করবে বলে । এ বাড়ি ও বাড়িকে চুম্বন করছে ৷ বাঘাযতীন, গার্ডেনরিচ, তপসিয়ায় কেন বাড়ি হেলে পড়ছে ? 2005-2010 বামফ্রন্ট সরকার আমাদের স্বাধীন ক্ষমতা দিয়েছিল । সেই ক্ষমতা পেয়েও এই বোর্ড পুর প্রতিষ্ঠানকে স্বাধীন করেনি । সেটা না-করে এই ভোটকে সমর্পণ করে দেওয়া হয়েছে নেত্রীর পদতলে ৷ তাই এই চুম্বনের আকর্ষণ ।’’

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.