কলকাতা, 9 ফেব্রুয়ারি: রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় হরিয়ানা। প্রথম ইনিংসে মুম্বইয়ের 315 রানের জবাবে ইডেন গার্ডেন্সে দ্বিতীয়দিনের শেষে হরিয়ানা পাঁচ উইকেটে 263 রান। শতরান হাঁকালেন হরিয়ানা অধিনায়ক অঙ্কিত কুমার (136) ৷ ফলত তৃতীয়দিন আজিঙ্কা রাহানের দলকে টপকে লিড নিতে হরিয়ানার প্রয়োজন আর 52 রান। হাতে পাঁচ উইকেট। 22 রানে অপরাজিত রয়েছেন উইকেটরক্ষক রোহিত প্রমোদ শর্মা ৷ অনুজ ঠাকরাল অপরাজিত পাঁচ রানে।
আট উইকেটে 278 রান নিয়ে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়দিন মাঠে নামে রঞ্জির সর্বাধিক চ্যাম্পিয়নরা ৷ শেষ দুই উইকেটে 35 রান যোগ করে মুম্বই অলআউট হয় 315 রানে। তনুশ কোটিয়ান থামেন সেঞ্চুরি থেকে তিন রান দূরে। তাঁর 173 বলে 97 ইনিংস সাজানো ছিল 13টি বাউন্ডারিতে। মোহিত অবস্থি অপরাজিত থাকেন 18 রানে। হরিয়ানা বোলারদের মধ্যে অংশুল কম্বোজ এবং সুমিত কুমার তিনটি করে উইকেট নিয়ে সবচেয়ে সফল।
মুম্বই বোলারদের সামলে হরিয়ানার ব্যাটাররা প্রথম থেকেই সফল। ওপেনার অঙ্কিত কুমার প্রতিপক্ষ বোলারদের সামলে 136 রানের ইনিংস সাজালেন 21টি বাউন্ডারি দিয়ে। আরেক ওপেনার লক্ষ্য দালাল আউট হন 34 রানে। যশ নরেশ বরদান (36), হিমাংশু রানা (3), নিশান্ত সিন্ধু (20) মিডল অর্ডারে বড় রানের ইনিংস গড়তে ব্যর্থ। তবুও হরিয়ানা দিনের শেষে সুবিধাজনক জায়গায় ৷ সৌজন্যে অঙ্কিত রাজেশ কুমার। মুম্বই বোলারদের রীতিমত শাসন করে প্রয়োজনীয় সময়ে সেঞ্চুরি করে গেলেন তিনি।
মুম্বই দলে ব্যাটার এবং বোলারদের তালিকায় বড় নামের সারি। কিন্তু তাঁরা দাগ কাটতে ব্যর্থ। শার্দূল ঠাকুর 47 রানের বিনিময়ে একটি উইকেট পেয়েছেন। ব্যাট হাতে দলকে ভরসা দেওয়ার পরে শামস মুলানি এবং তনুশ কোটিয়ান দু'টি করে উইকেট নিয়েছেন। শেষমেশ শামস মুলানিরই শিকার হন অঙ্কিত ৷