ETV Bharat / state

কোথাও গাড়ি, কোথাও গোলাপ ! রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা - MADHYAMIK EXAMINATION 2025

সাইরেন বাজিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের এসকর্ট করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে গেল বন দফতর ৷ স্কুলে গোলাপ দিয়ে বাড়ানো হল পরীক্ষার্থীদের মনোবল ৷

Madhyamik Examination 2025
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2025, 2:50 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: কোথাও গাড়ি করে, কোথাও সাইরেন বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা করা হল ৷ কোথাও আবার মনোবল বাড়াতে পরীক্ষার্থীদের হাতে গোলাপ তুলে দিলেন পুলিশ থেকে বিধায়ক ৷ জীবনের প্রথম বড় পরীক্ষার দিন এমনই ছবি ধরা পড়ল রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷

শিলিগুড়িতে ঐরাবতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছল মাধ্যমিক পরীক্ষার্থী

না ঐরাবত বলতে সত্যিকারের হাতি নয়, বরং প্রজেক্ট ঐরাবতের অধীনে গাড়ি করে কেন্দ্রে পৌঁছে দেওয়া হল পরীক্ষার্থীদের ৷ উত্তরবঙ্গের প্রায় সাড়ে তিন হাজার মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ৷ এবার প্রায় 75টি রেঞ্জে 120টিরও বেশি গাড়ি পরীক্ষার্থীদের জন্য প্রস্তুত রাখে বন দফতর ।

রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা (ইটিভি ভারত)

2023 সালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির হানায় প্রাণ হারায় এক পরীক্ষার্থী । তারপর থেকেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ পদক্ষেপের উদ্যোগ নেয় বন দফতর । উত্তরবঙ্গের প্রতিটি জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া ও কেন্দ্র থেকে বাড়ি ফেরানোর সমস্ত ব্যবস্থা করা হয় বন দফতরের তরফে । নাম দেওয়া হয় প্রজেক্ট ঐরাবত ।

Madhyamik Examination 2025
বিশেষ গাড়ির ব্যবস্থা বন দফতরের (নিজস্ব ছবি)

বন দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরের বনবস্তি বা জঙ্গল লাগোয়া এমন স্পর্শকাতর এলাকা রয়েছে 75টি । পরীক্ষার্থীদের জন্য তা এক মাস আগে থেকেই চিহ্নিত করে রাখে বন দফতর । সেই মতো ওই এলাকার পরীক্ষার্থীদের জন্য বন দফতরের 120টি গাড়ির ব্যবস্থা করা হয় । মাধ্যমিক পরীক্ষার জন্য মোতায়েন করা হয় প্রায় পাঁচশোরও বেশি বনকর্মীকে ।

এই বিষয়ে উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) ভাস্কর জেভি বলেন, "মাধ্যমিক পরীক্ষার জন্য প্রায় এক মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করা হয় । জঙ্গল এলাকায় টহলদারির ব্যবস্থা করা হয়েছিল । পাশাপাশি প্রত্যেক বিটকে জঙ্গলে হাতির চলাচল মনিটরিং করতে বলা হয়েছিল । এদিন সকাল থেকেই প্রত্যেক রেঞ্জকে সতর্ক করা হয় । সকাল থেকেই বনকর্মীরা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে সাহায্য করে ।"

Madhyamik Examination 2025
বিশেষ গাড়ির ব্যবস্থা বন দফতরের (নিজস্ব ছবি)

কার্শিয়াং বন বিভাগের ডিএফও দেবেশ পান্ডে বলেন, "প্রায় তিনশো পরীক্ষার্থীকে কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয় । 15টি বন দফতরের গাড়ি ও পরিবহণ বিভাগ থেকে ন'টি গাড়ি এদিন পরিষেবা দিয়েছে ।" দার্জিলিং জেলা (সমতল) মাধ্যমিক পরীক্ষার কনভেনর সুপ্রকাশ রায় বলেন, "পুলিশ প্রশাসন সকাল থেকেই পরীক্ষার্থীদের জন্য ময়দানে রয়েছে । খুব ভালো পরীক্ষা চলছে । জেলায় 40টি পরীক্ষা কেন্দ্রে 13 হাজার 690 জন পরীক্ষার্থী রয়েছে ।"

Madhyamik Examination 2025
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তৎপরতা (নিজস্ব ছবি)

কার্শিয়াং বনবিভাগের অধীন পানিঘাটা ও বাগডোগরা রেঞ্জে একইভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছিল । পরীক্ষার্থীদের কেন্দ্রে নিরাপদে পাঠানোর ব্যবস্থা করে বন বিভাগ । বন দফতরের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা । ওই এলাকায় টুকুরিয়াঝাড়, নকশালবাড়ি, পানিঘাটা জঙ্গল রয়েছে । জঙ্গলে প্রায় 70টিরও বেশি হাতি রয়েছে । এছাড়াও চিতাবাঘের মতো হিংস্র প্রাণী রয়েছে । সেজন্য পরীক্ষার্থীদের নিরাপদে পৌঁছে দেন বনকর্মীরা ।

বাগডোগরার রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, "এলাকায় অনেকগুলো হাতির করিডোর রয়েছে । পরীক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য । এলিফ্যান্ট স্কোয়াড, কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে । বন দফতরের তরফে গাড়ির ব্যবস্থা করা হয়েছে । এই গাড়ি পরীক্ষার্থীদের পৌঁছে দেবে আবার বাড়ি ফেরানোর ব্যবস্থা করবে ।"

ETV BHARAT
প্রজেক্ট ঐরাবতের অধীনে বিশেষ গাড়ির ব্যবস্থা বন দফতরের (নিজস্ব ছবি)

পরীক্ষার্থী সুহানি ঘিশান বলেন, "জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা । একটু চিন্তা তো হচ্ছে । আর বন দফতরের তরফে গাড়ি দেওয়া হয়েছে যাতে আমরা নিরাপদে কেন্দ্রে যেতে পারি । এজন্য বন দফতরকে ধন্যবাদ ।"

দুর্গাপুরে সাইরেন বাজিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের এসকর্ট

সামনে মাধ্যমিক পরীক্ষার্থীরা আর পিছনে সাইরেন বাজিয়ে এগিয়ে চলেছে 'ঐরাবত' ৷ বন দফতরের বিশেষ নজরদারি কাঁকসার জঙ্গলমহলে । দুর্গাপুর বনকর্মীদের এসকর্ট করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতেও দেখা গেল । মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে সকালেই ঐরাবত নামক বনদফতরের বিশেষ গাড়ি এবং বেশ কয়েকটি বনদফতরের গাড়ি মলানদিঘির সরস্বতীগঞ্জ, রক্ষিতপুর, চুয়া, ত্রিলোকচন্দ্রপুর এলাকায় পৌঁছে যায় । সেইসব এলাকা থেকে পরীক্ষার্থীদের এসকর্ট করে মলানদিঘির পরীক্ষা কেন্দ্রে, দেবশালা পরীক্ষা কেন্দ্রে, ত্রিলোকচন্দ্রপুর পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল । বন দফতরের এই নজরদারিতে খুশি পরীক্ষার্থীরা ।

এক পরীক্ষার্থী বলে, "জঙ্গল পার হতে ভয়ই লাগে । তবে আজ আর ভয় নেই । আমাদের একেবারে অভিভাবকদের মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে বনদফতরের কাকুরা । খুব খুশি আমরা ।"

বনদফতরের কর্মী মনোহর ঘোষ বলেন, "শুধু বন্যপ্রাণীদের আক্রমণের হাত থেকে রক্ষা করাই নয়, পরীক্ষার্থীদের দুর্ঘটনার কবলেও যাতে পড়তে না হয় সেদিকেও আমাদের নজরদারি রয়েছে । সেই জন্য আমাদের গাড়ি পিছনে রয়েছে । সামনে সাইকেল নিয়ে যাচ্ছে পরীক্ষার্থীরা । প্রয়োজনে গাড়ির সাইরেনও বাজাচ্ছি আমরা । পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রে পৌঁছেও দেওয়ার হবে ৷ আবার পরীক্ষা শেষে বাড়িতেও পৌঁছে দেওয়া হবে ।"

Madhyamik Examination 2025
সাইরেন বাজিয়ে এসকর্ট করে আনা হয় পরীক্ষার্থীদের (নিজস্ব ছবি)

দুর্গাপুর বনাঞ্চলের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "সর্বক্ষণই আমাদের জঙ্গল লাগোয়া এলাকায় নজরদারি চলে । পরীক্ষার দিনগুলোতে বিশেষ নজরদারি চলছে । পরীক্ষার দিনগুলো দিনভর নজরদারি চালানো হবে জঙ্গল লাগোয়া স্কুলগুলি এবং রাস্তায় ।"

কলকাতা ও বহরমপুরে মনোবল বাড়াতে পরীক্ষার্থীর গোলাপ উপহার

জীবনের প্রথম বড় পরীক্ষা । স্নায়ু চাপ থাকবেই । পরীক্ষার্থীদের স্নায়ু চাপ কমাতে হাতের হাতে গোলাপ, পেন, জলের বোতল তুলে দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা গেল পুলিশকে । পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে মুর্শিদাবাদের বহরমপুর শহরের প্রতিটি স্কুলের গেটে দাঁড়িয়েছিলেন পুরুষ ও মহিলা পুলিশ কর্মীরা । পুলিশ কর্মীদের হাত থেকে শুভেচ্ছা নিয়ে হাসি মুখেই জীবনের প্রথম বড় লড়াইয়ে অংশ নিতে যায় পরীক্ষার্থীরা । পরীক্ষার্থীরা জানাল, খুব ভালো লাগছে। মানসিক চাপ অনেক কমছে । এবার মুর্শিদাবাদে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 94 হাজার 448 জন । এবার মুর্শিদাবাদে ছাত্রীর সংখ্যা বেশি ৷

Madhyamik Examination 2025
মনোবল বাড়াতে পরীক্ষার্থীর গোলাপ উপহার (নিজস্ব ছবি)

একই ছবি কলকাতার স্কুলগুলিতে ৷ যোধপুর বালিকা বিদ্যালয়ে পাঁচটি স্কুলের সিট পড়েছে । মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 294 । গোলাপ ফুল, দইয়ের ফোঁটা ও জলের বোতল দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার ও কাউন্সিলর মৌসুমি দাস ।

কলকাতা, 10 ফেব্রুয়ারি: কোথাও গাড়ি করে, কোথাও সাইরেন বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা করা হল ৷ কোথাও আবার মনোবল বাড়াতে পরীক্ষার্থীদের হাতে গোলাপ তুলে দিলেন পুলিশ থেকে বিধায়ক ৷ জীবনের প্রথম বড় পরীক্ষার দিন এমনই ছবি ধরা পড়ল রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷

শিলিগুড়িতে ঐরাবতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছল মাধ্যমিক পরীক্ষার্থী

না ঐরাবত বলতে সত্যিকারের হাতি নয়, বরং প্রজেক্ট ঐরাবতের অধীনে গাড়ি করে কেন্দ্রে পৌঁছে দেওয়া হল পরীক্ষার্থীদের ৷ উত্তরবঙ্গের প্রায় সাড়ে তিন হাজার মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ৷ এবার প্রায় 75টি রেঞ্জে 120টিরও বেশি গাড়ি পরীক্ষার্থীদের জন্য প্রস্তুত রাখে বন দফতর ।

রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা (ইটিভি ভারত)

2023 সালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির হানায় প্রাণ হারায় এক পরীক্ষার্থী । তারপর থেকেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ পদক্ষেপের উদ্যোগ নেয় বন দফতর । উত্তরবঙ্গের প্রতিটি জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া ও কেন্দ্র থেকে বাড়ি ফেরানোর সমস্ত ব্যবস্থা করা হয় বন দফতরের তরফে । নাম দেওয়া হয় প্রজেক্ট ঐরাবত ।

Madhyamik Examination 2025
বিশেষ গাড়ির ব্যবস্থা বন দফতরের (নিজস্ব ছবি)

বন দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরের বনবস্তি বা জঙ্গল লাগোয়া এমন স্পর্শকাতর এলাকা রয়েছে 75টি । পরীক্ষার্থীদের জন্য তা এক মাস আগে থেকেই চিহ্নিত করে রাখে বন দফতর । সেই মতো ওই এলাকার পরীক্ষার্থীদের জন্য বন দফতরের 120টি গাড়ির ব্যবস্থা করা হয় । মাধ্যমিক পরীক্ষার জন্য মোতায়েন করা হয় প্রায় পাঁচশোরও বেশি বনকর্মীকে ।

এই বিষয়ে উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) ভাস্কর জেভি বলেন, "মাধ্যমিক পরীক্ষার জন্য প্রায় এক মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করা হয় । জঙ্গল এলাকায় টহলদারির ব্যবস্থা করা হয়েছিল । পাশাপাশি প্রত্যেক বিটকে জঙ্গলে হাতির চলাচল মনিটরিং করতে বলা হয়েছিল । এদিন সকাল থেকেই প্রত্যেক রেঞ্জকে সতর্ক করা হয় । সকাল থেকেই বনকর্মীরা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে সাহায্য করে ।"

Madhyamik Examination 2025
বিশেষ গাড়ির ব্যবস্থা বন দফতরের (নিজস্ব ছবি)

কার্শিয়াং বন বিভাগের ডিএফও দেবেশ পান্ডে বলেন, "প্রায় তিনশো পরীক্ষার্থীকে কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয় । 15টি বন দফতরের গাড়ি ও পরিবহণ বিভাগ থেকে ন'টি গাড়ি এদিন পরিষেবা দিয়েছে ।" দার্জিলিং জেলা (সমতল) মাধ্যমিক পরীক্ষার কনভেনর সুপ্রকাশ রায় বলেন, "পুলিশ প্রশাসন সকাল থেকেই পরীক্ষার্থীদের জন্য ময়দানে রয়েছে । খুব ভালো পরীক্ষা চলছে । জেলায় 40টি পরীক্ষা কেন্দ্রে 13 হাজার 690 জন পরীক্ষার্থী রয়েছে ।"

Madhyamik Examination 2025
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তৎপরতা (নিজস্ব ছবি)

কার্শিয়াং বনবিভাগের অধীন পানিঘাটা ও বাগডোগরা রেঞ্জে একইভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছিল । পরীক্ষার্থীদের কেন্দ্রে নিরাপদে পাঠানোর ব্যবস্থা করে বন বিভাগ । বন দফতরের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা । ওই এলাকায় টুকুরিয়াঝাড়, নকশালবাড়ি, পানিঘাটা জঙ্গল রয়েছে । জঙ্গলে প্রায় 70টিরও বেশি হাতি রয়েছে । এছাড়াও চিতাবাঘের মতো হিংস্র প্রাণী রয়েছে । সেজন্য পরীক্ষার্থীদের নিরাপদে পৌঁছে দেন বনকর্মীরা ।

বাগডোগরার রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, "এলাকায় অনেকগুলো হাতির করিডোর রয়েছে । পরীক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য । এলিফ্যান্ট স্কোয়াড, কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে । বন দফতরের তরফে গাড়ির ব্যবস্থা করা হয়েছে । এই গাড়ি পরীক্ষার্থীদের পৌঁছে দেবে আবার বাড়ি ফেরানোর ব্যবস্থা করবে ।"

ETV BHARAT
প্রজেক্ট ঐরাবতের অধীনে বিশেষ গাড়ির ব্যবস্থা বন দফতরের (নিজস্ব ছবি)

পরীক্ষার্থী সুহানি ঘিশান বলেন, "জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা । একটু চিন্তা তো হচ্ছে । আর বন দফতরের তরফে গাড়ি দেওয়া হয়েছে যাতে আমরা নিরাপদে কেন্দ্রে যেতে পারি । এজন্য বন দফতরকে ধন্যবাদ ।"

দুর্গাপুরে সাইরেন বাজিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের এসকর্ট

সামনে মাধ্যমিক পরীক্ষার্থীরা আর পিছনে সাইরেন বাজিয়ে এগিয়ে চলেছে 'ঐরাবত' ৷ বন দফতরের বিশেষ নজরদারি কাঁকসার জঙ্গলমহলে । দুর্গাপুর বনকর্মীদের এসকর্ট করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতেও দেখা গেল । মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে সকালেই ঐরাবত নামক বনদফতরের বিশেষ গাড়ি এবং বেশ কয়েকটি বনদফতরের গাড়ি মলানদিঘির সরস্বতীগঞ্জ, রক্ষিতপুর, চুয়া, ত্রিলোকচন্দ্রপুর এলাকায় পৌঁছে যায় । সেইসব এলাকা থেকে পরীক্ষার্থীদের এসকর্ট করে মলানদিঘির পরীক্ষা কেন্দ্রে, দেবশালা পরীক্ষা কেন্দ্রে, ত্রিলোকচন্দ্রপুর পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল । বন দফতরের এই নজরদারিতে খুশি পরীক্ষার্থীরা ।

এক পরীক্ষার্থী বলে, "জঙ্গল পার হতে ভয়ই লাগে । তবে আজ আর ভয় নেই । আমাদের একেবারে অভিভাবকদের মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে বনদফতরের কাকুরা । খুব খুশি আমরা ।"

বনদফতরের কর্মী মনোহর ঘোষ বলেন, "শুধু বন্যপ্রাণীদের আক্রমণের হাত থেকে রক্ষা করাই নয়, পরীক্ষার্থীদের দুর্ঘটনার কবলেও যাতে পড়তে না হয় সেদিকেও আমাদের নজরদারি রয়েছে । সেই জন্য আমাদের গাড়ি পিছনে রয়েছে । সামনে সাইকেল নিয়ে যাচ্ছে পরীক্ষার্থীরা । প্রয়োজনে গাড়ির সাইরেনও বাজাচ্ছি আমরা । পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রে পৌঁছেও দেওয়ার হবে ৷ আবার পরীক্ষা শেষে বাড়িতেও পৌঁছে দেওয়া হবে ।"

Madhyamik Examination 2025
সাইরেন বাজিয়ে এসকর্ট করে আনা হয় পরীক্ষার্থীদের (নিজস্ব ছবি)

দুর্গাপুর বনাঞ্চলের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "সর্বক্ষণই আমাদের জঙ্গল লাগোয়া এলাকায় নজরদারি চলে । পরীক্ষার দিনগুলোতে বিশেষ নজরদারি চলছে । পরীক্ষার দিনগুলো দিনভর নজরদারি চালানো হবে জঙ্গল লাগোয়া স্কুলগুলি এবং রাস্তায় ।"

কলকাতা ও বহরমপুরে মনোবল বাড়াতে পরীক্ষার্থীর গোলাপ উপহার

জীবনের প্রথম বড় পরীক্ষা । স্নায়ু চাপ থাকবেই । পরীক্ষার্থীদের স্নায়ু চাপ কমাতে হাতের হাতে গোলাপ, পেন, জলের বোতল তুলে দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা গেল পুলিশকে । পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে মুর্শিদাবাদের বহরমপুর শহরের প্রতিটি স্কুলের গেটে দাঁড়িয়েছিলেন পুরুষ ও মহিলা পুলিশ কর্মীরা । পুলিশ কর্মীদের হাত থেকে শুভেচ্ছা নিয়ে হাসি মুখেই জীবনের প্রথম বড় লড়াইয়ে অংশ নিতে যায় পরীক্ষার্থীরা । পরীক্ষার্থীরা জানাল, খুব ভালো লাগছে। মানসিক চাপ অনেক কমছে । এবার মুর্শিদাবাদে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 94 হাজার 448 জন । এবার মুর্শিদাবাদে ছাত্রীর সংখ্যা বেশি ৷

Madhyamik Examination 2025
মনোবল বাড়াতে পরীক্ষার্থীর গোলাপ উপহার (নিজস্ব ছবি)

একই ছবি কলকাতার স্কুলগুলিতে ৷ যোধপুর বালিকা বিদ্যালয়ে পাঁচটি স্কুলের সিট পড়েছে । মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 294 । গোলাপ ফুল, দইয়ের ফোঁটা ও জলের বোতল দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার ও কাউন্সিলর মৌসুমি দাস ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.