কলকাতা, 10 ফেব্রুয়ারি: কোথাও গাড়ি করে, কোথাও সাইরেন বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা করা হল ৷ কোথাও আবার মনোবল বাড়াতে পরীক্ষার্থীদের হাতে গোলাপ তুলে দিলেন পুলিশ থেকে বিধায়ক ৷ জীবনের প্রথম বড় পরীক্ষার দিন এমনই ছবি ধরা পড়ল রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷
শিলিগুড়িতে ঐরাবতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছল মাধ্যমিক পরীক্ষার্থী
না ঐরাবত বলতে সত্যিকারের হাতি নয়, বরং প্রজেক্ট ঐরাবতের অধীনে গাড়ি করে কেন্দ্রে পৌঁছে দেওয়া হল পরীক্ষার্থীদের ৷ উত্তরবঙ্গের প্রায় সাড়ে তিন হাজার মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ৷ এবার প্রায় 75টি রেঞ্জে 120টিরও বেশি গাড়ি পরীক্ষার্থীদের জন্য প্রস্তুত রাখে বন দফতর ।
2023 সালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির হানায় প্রাণ হারায় এক পরীক্ষার্থী । তারপর থেকেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ পদক্ষেপের উদ্যোগ নেয় বন দফতর । উত্তরবঙ্গের প্রতিটি জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া ও কেন্দ্র থেকে বাড়ি ফেরানোর সমস্ত ব্যবস্থা করা হয় বন দফতরের তরফে । নাম দেওয়া হয় প্রজেক্ট ঐরাবত ।
![Madhyamik Examination 2025](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/wb-slg-01-airabat-7209673_10022025110624_1002f_1739165784_987.jpg)
বন দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরের বনবস্তি বা জঙ্গল লাগোয়া এমন স্পর্শকাতর এলাকা রয়েছে 75টি । পরীক্ষার্থীদের জন্য তা এক মাস আগে থেকেই চিহ্নিত করে রাখে বন দফতর । সেই মতো ওই এলাকার পরীক্ষার্থীদের জন্য বন দফতরের 120টি গাড়ির ব্যবস্থা করা হয় । মাধ্যমিক পরীক্ষার জন্য মোতায়েন করা হয় প্রায় পাঁচশোরও বেশি বনকর্মীকে ।
এই বিষয়ে উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) ভাস্কর জেভি বলেন, "মাধ্যমিক পরীক্ষার জন্য প্রায় এক মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করা হয় । জঙ্গল এলাকায় টহলদারির ব্যবস্থা করা হয়েছিল । পাশাপাশি প্রত্যেক বিটকে জঙ্গলে হাতির চলাচল মনিটরিং করতে বলা হয়েছিল । এদিন সকাল থেকেই প্রত্যেক রেঞ্জকে সতর্ক করা হয় । সকাল থেকেই বনকর্মীরা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে সাহায্য করে ।"
![Madhyamik Examination 2025](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/wb-slg-01-airabat-7209673_10022025110624_1002f_1739165784_978.jpg)
কার্শিয়াং বন বিভাগের ডিএফও দেবেশ পান্ডে বলেন, "প্রায় তিনশো পরীক্ষার্থীকে কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয় । 15টি বন দফতরের গাড়ি ও পরিবহণ বিভাগ থেকে ন'টি গাড়ি এদিন পরিষেবা দিয়েছে ।" দার্জিলিং জেলা (সমতল) মাধ্যমিক পরীক্ষার কনভেনর সুপ্রকাশ রায় বলেন, "পুলিশ প্রশাসন সকাল থেকেই পরীক্ষার্থীদের জন্য ময়দানে রয়েছে । খুব ভালো পরীক্ষা চলছে । জেলায় 40টি পরীক্ষা কেন্দ্রে 13 হাজার 690 জন পরীক্ষার্থী রয়েছে ।"
![Madhyamik Examination 2025](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/wb-slg-01-airabat-7209673_10022025110624_1002f_1739165784_238.jpg)
কার্শিয়াং বনবিভাগের অধীন পানিঘাটা ও বাগডোগরা রেঞ্জে একইভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছিল । পরীক্ষার্থীদের কেন্দ্রে নিরাপদে পাঠানোর ব্যবস্থা করে বন বিভাগ । বন দফতরের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা । ওই এলাকায় টুকুরিয়াঝাড়, নকশালবাড়ি, পানিঘাটা জঙ্গল রয়েছে । জঙ্গলে প্রায় 70টিরও বেশি হাতি রয়েছে । এছাড়াও চিতাবাঘের মতো হিংস্র প্রাণী রয়েছে । সেজন্য পরীক্ষার্থীদের নিরাপদে পৌঁছে দেন বনকর্মীরা ।
বাগডোগরার রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, "এলাকায় অনেকগুলো হাতির করিডোর রয়েছে । পরীক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য । এলিফ্যান্ট স্কোয়াড, কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে । বন দফতরের তরফে গাড়ির ব্যবস্থা করা হয়েছে । এই গাড়ি পরীক্ষার্থীদের পৌঁছে দেবে আবার বাড়ি ফেরানোর ব্যবস্থা করবে ।"
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/23511184-car_aspera.jpg)
পরীক্ষার্থী সুহানি ঘিশান বলেন, "জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা । একটু চিন্তা তো হচ্ছে । আর বন দফতরের তরফে গাড়ি দেওয়া হয়েছে যাতে আমরা নিরাপদে কেন্দ্রে যেতে পারি । এজন্য বন দফতরকে ধন্যবাদ ।"
দুর্গাপুরে সাইরেন বাজিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের এসকর্ট
সামনে মাধ্যমিক পরীক্ষার্থীরা আর পিছনে সাইরেন বাজিয়ে এগিয়ে চলেছে 'ঐরাবত' ৷ বন দফতরের বিশেষ নজরদারি কাঁকসার জঙ্গলমহলে । দুর্গাপুর বনকর্মীদের এসকর্ট করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতেও দেখা গেল । মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে সকালেই ঐরাবত নামক বনদফতরের বিশেষ গাড়ি এবং বেশ কয়েকটি বনদফতরের গাড়ি মলানদিঘির সরস্বতীগঞ্জ, রক্ষিতপুর, চুয়া, ত্রিলোকচন্দ্রপুর এলাকায় পৌঁছে যায় । সেইসব এলাকা থেকে পরীক্ষার্থীদের এসকর্ট করে মলানদিঘির পরীক্ষা কেন্দ্রে, দেবশালা পরীক্ষা কেন্দ্রে, ত্রিলোকচন্দ্রপুর পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল । বন দফতরের এই নজরদারিতে খুশি পরীক্ষার্থীরা ।
এক পরীক্ষার্থী বলে, "জঙ্গল পার হতে ভয়ই লাগে । তবে আজ আর ভয় নেই । আমাদের একেবারে অভিভাবকদের মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে বনদফতরের কাকুরা । খুব খুশি আমরা ।"
বনদফতরের কর্মী মনোহর ঘোষ বলেন, "শুধু বন্যপ্রাণীদের আক্রমণের হাত থেকে রক্ষা করাই নয়, পরীক্ষার্থীদের দুর্ঘটনার কবলেও যাতে পড়তে না হয় সেদিকেও আমাদের নজরদারি রয়েছে । সেই জন্য আমাদের গাড়ি পিছনে রয়েছে । সামনে সাইকেল নিয়ে যাচ্ছে পরীক্ষার্থীরা । প্রয়োজনে গাড়ির সাইরেনও বাজাচ্ছি আমরা । পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রে পৌঁছেও দেওয়ার হবে ৷ আবার পরীক্ষা শেষে বাড়িতেও পৌঁছে দেওয়া হবে ।"
![Madhyamik Examination 2025](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/23511184-escort_aspera.jpg)
দুর্গাপুর বনাঞ্চলের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "সর্বক্ষণই আমাদের জঙ্গল লাগোয়া এলাকায় নজরদারি চলে । পরীক্ষার দিনগুলোতে বিশেষ নজরদারি চলছে । পরীক্ষার দিনগুলো দিনভর নজরদারি চালানো হবে জঙ্গল লাগোয়া স্কুলগুলি এবং রাস্তায় ।"
কলকাতা ও বহরমপুরে মনোবল বাড়াতে পরীক্ষার্থীর গোলাপ উপহার
জীবনের প্রথম বড় পরীক্ষা । স্নায়ু চাপ থাকবেই । পরীক্ষার্থীদের স্নায়ু চাপ কমাতে হাতের হাতে গোলাপ, পেন, জলের বোতল তুলে দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা গেল পুলিশকে । পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে মুর্শিদাবাদের বহরমপুর শহরের প্রতিটি স্কুলের গেটে দাঁড়িয়েছিলেন পুরুষ ও মহিলা পুলিশ কর্মীরা । পুলিশ কর্মীদের হাত থেকে শুভেচ্ছা নিয়ে হাসি মুখেই জীবনের প্রথম বড় লড়াইয়ে অংশ নিতে যায় পরীক্ষার্থীরা । পরীক্ষার্থীরা জানাল, খুব ভালো লাগছে। মানসিক চাপ অনেক কমছে । এবার মুর্শিদাবাদে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 94 হাজার 448 জন । এবার মুর্শিদাবাদে ছাত্রীর সংখ্যা বেশি ৷
![Madhyamik Examination 2025](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/23511184-exam_aspera.jpg)
একই ছবি কলকাতার স্কুলগুলিতে ৷ যোধপুর বালিকা বিদ্যালয়ে পাঁচটি স্কুলের সিট পড়েছে । মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 294 । গোলাপ ফুল, দইয়ের ফোঁটা ও জলের বোতল দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার ও কাউন্সিলর মৌসুমি দাস ।