ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরেই চালু একাধিক রুটে বাস পরিষেবা - NEW BUS ROUTES

পরিবহণের পরিস্থিতি নিয়ে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল স্নেহাশিস চক্রবর্তীকে । তারপরেই একাধিক রুট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় পরিবহন নিগমের তরফে ।

WB Govt Charts Several New Bus Routes
চালু হল একাধিক রুটে বাস পরিষেবা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2025, 10:41 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: এবার কলকাতার বুকে একাধিক রুটে চালু হল সরকারি বাস পরিষেবা । আপাতত পাঁচটি রুটে চালু হয়েছে সরকারি বাস পরিষেবা । পরিবহন দফতর সূত্রে খবর, আরও বাড়তে পারে রুটের সংখ্যা । প্রশাসনিক বৈঠকে রাস্তায় বাসের সংখ্যা কম থাকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের পরিবহণের পরিস্থিতি নিয়ে কিছুটা ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছিল পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ।

তারপরেই কোন রাস্তায় কত সংখ্যক বাস চলাচল করছে, যাত্রীদের বাস নিয়ে কী কী অভিযোগ রয়েছে সেসব জানতেই রাস্তায় নেমে সরজমিনে তদন্ত চালান মন্ত্রী । বাসের সংখ্যা নিয়ে যাত্রীদের অভাব-অভিযোগের কথাও শোনেন তিনি । তারপরেই পরিবহন দফতর ও ট্রাফিক বিভাগের সঙ্গে পর্যালোচনা করে একাধিক রুট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় পরিবহন নিগমের তরফে ।

পরিবহন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘পরিস্থিতি পর্যালোচনা করে কোথায় কোথায় নয়া রুট শুরু করলে যাত্রীরা উপকৃত হবেন, সেই দেখেই আপাতত পাঁচটি রুট চালু করা করা হয়েছে । তবে নিয়মিত পর্যালোচনা চলছে ৷ ফলে প্রয়োজন পড়লে আরও বাড়বে রুটের সংখ্যা ।’’

যে পাঁচটি রুট চালু হয়েছে সেগুলি হল:

D40: হাবরা জগাছা টার্মিনাস থেকে কুদঘাট মেট্রো পর্যন্ত যাবে এই বাসটি । অশোকনগর, দত্তপুকুর, বারাসত, দমদম বিমানবন্দর, হলদিরাম, ইকোপার্ক, নারকেলবাগান, নিউটাউন, সেক্টর ফাইভ, স্বাস্থ্য ভবন, চিংড়িহাটা, সায়েন্স সিটি, গড়িয়াহাট, রাসবিহারী ও বাঙ্গুর হাসপাতাল হয়ে টালিগঞ্জ পৌঁছবে । এই রুটে আপাতত দু’টি বাস দেওয়া হয়েছে ।

D36A: বেলগাছিয়া ডিপো থেকে ইকো স্পেস পর্যন্ত যাবে বাসটি । উল্টোডাঙ্গা, লেকটাউন, বাগুইআটি, চিনার পার্ক, নারকেল বাগান হয়ে DLF 2 পৌঁছবে । এই রুটে আপাতত চারটি বাস দেওয়া হয়েছে ।

D36: বেলগাছিয়া ডিপো থেকে ইকো স্পেস পর্যন্ত যাবে বাসটি । উল্টোডাঙ্গা, বৈশাখী, করুণাময়ী, কলেজ মোড়, নিউটাউন, নারকেল বাগান হয়ে DLF 2 পৌঁছবে । এই রুটে আপাতত চারটি বাস দেওয়া হয়েছে ।

D38: কলকাতা স্টেশন থেকে ইকোস্পেস পর্যন্ত এই বাসটি যাবে । নাগেরবাজার, দমদম বিমানবন্দর, চিনার পার্ক এবং নারকেল বাগান হয়ে এই বাসটি যাবে । এই রুটে আপাতত তিনটি বাস দেওয়া হয়েছে ।

D39: বেলগাছিয়া সেভেন ট্যাংক থেকে হাওড়া স্টেশন পর্যন্ত যাবে এই বাসটি । চিড়িয়ামোড়, শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ, লালবাজার ও স্ট্যান্ড রোড হয়ে যাবে । এই রুটে আপাতত তিনটি বাস দেওয়া হয়েছে ।

E78: এই বাসটি এসপ্ল্যানেড থেকে বকখালি পর্যন্ত যাবে । বাসটি বেহালা, আমতলা, শিরাকল, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ এবং নামখানা হয়ে পৌছবে । এই রুটে আপাতত দু’টি বাস দেওয়া হয়েছে ।

সম্প্রতি রাজাবাজার থেকে মৌরিগ্রাম স্টেশন পর্যন্ত চালু হয়েছে T-16 সরকারি বাস রুট । এছাড়াও কুদঘাট থেকে ইকোস্পেস পর্যন্ত চালু হয়েছে বাস রুট । এই রুটে D40E নম্বর বাস চলবে ।

আরও পড়ুন

কলকাতা, 13 ফেব্রুয়ারি: এবার কলকাতার বুকে একাধিক রুটে চালু হল সরকারি বাস পরিষেবা । আপাতত পাঁচটি রুটে চালু হয়েছে সরকারি বাস পরিষেবা । পরিবহন দফতর সূত্রে খবর, আরও বাড়তে পারে রুটের সংখ্যা । প্রশাসনিক বৈঠকে রাস্তায় বাসের সংখ্যা কম থাকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের পরিবহণের পরিস্থিতি নিয়ে কিছুটা ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছিল পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ।

তারপরেই কোন রাস্তায় কত সংখ্যক বাস চলাচল করছে, যাত্রীদের বাস নিয়ে কী কী অভিযোগ রয়েছে সেসব জানতেই রাস্তায় নেমে সরজমিনে তদন্ত চালান মন্ত্রী । বাসের সংখ্যা নিয়ে যাত্রীদের অভাব-অভিযোগের কথাও শোনেন তিনি । তারপরেই পরিবহন দফতর ও ট্রাফিক বিভাগের সঙ্গে পর্যালোচনা করে একাধিক রুট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় পরিবহন নিগমের তরফে ।

পরিবহন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘পরিস্থিতি পর্যালোচনা করে কোথায় কোথায় নয়া রুট শুরু করলে যাত্রীরা উপকৃত হবেন, সেই দেখেই আপাতত পাঁচটি রুট চালু করা করা হয়েছে । তবে নিয়মিত পর্যালোচনা চলছে ৷ ফলে প্রয়োজন পড়লে আরও বাড়বে রুটের সংখ্যা ।’’

যে পাঁচটি রুট চালু হয়েছে সেগুলি হল:

D40: হাবরা জগাছা টার্মিনাস থেকে কুদঘাট মেট্রো পর্যন্ত যাবে এই বাসটি । অশোকনগর, দত্তপুকুর, বারাসত, দমদম বিমানবন্দর, হলদিরাম, ইকোপার্ক, নারকেলবাগান, নিউটাউন, সেক্টর ফাইভ, স্বাস্থ্য ভবন, চিংড়িহাটা, সায়েন্স সিটি, গড়িয়াহাট, রাসবিহারী ও বাঙ্গুর হাসপাতাল হয়ে টালিগঞ্জ পৌঁছবে । এই রুটে আপাতত দু’টি বাস দেওয়া হয়েছে ।

D36A: বেলগাছিয়া ডিপো থেকে ইকো স্পেস পর্যন্ত যাবে বাসটি । উল্টোডাঙ্গা, লেকটাউন, বাগুইআটি, চিনার পার্ক, নারকেল বাগান হয়ে DLF 2 পৌঁছবে । এই রুটে আপাতত চারটি বাস দেওয়া হয়েছে ।

D36: বেলগাছিয়া ডিপো থেকে ইকো স্পেস পর্যন্ত যাবে বাসটি । উল্টোডাঙ্গা, বৈশাখী, করুণাময়ী, কলেজ মোড়, নিউটাউন, নারকেল বাগান হয়ে DLF 2 পৌঁছবে । এই রুটে আপাতত চারটি বাস দেওয়া হয়েছে ।

D38: কলকাতা স্টেশন থেকে ইকোস্পেস পর্যন্ত এই বাসটি যাবে । নাগেরবাজার, দমদম বিমানবন্দর, চিনার পার্ক এবং নারকেল বাগান হয়ে এই বাসটি যাবে । এই রুটে আপাতত তিনটি বাস দেওয়া হয়েছে ।

D39: বেলগাছিয়া সেভেন ট্যাংক থেকে হাওড়া স্টেশন পর্যন্ত যাবে এই বাসটি । চিড়িয়ামোড়, শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ, লালবাজার ও স্ট্যান্ড রোড হয়ে যাবে । এই রুটে আপাতত তিনটি বাস দেওয়া হয়েছে ।

E78: এই বাসটি এসপ্ল্যানেড থেকে বকখালি পর্যন্ত যাবে । বাসটি বেহালা, আমতলা, শিরাকল, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ এবং নামখানা হয়ে পৌছবে । এই রুটে আপাতত দু’টি বাস দেওয়া হয়েছে ।

সম্প্রতি রাজাবাজার থেকে মৌরিগ্রাম স্টেশন পর্যন্ত চালু হয়েছে T-16 সরকারি বাস রুট । এছাড়াও কুদঘাট থেকে ইকোস্পেস পর্যন্ত চালু হয়েছে বাস রুট । এই রুটে D40E নম্বর বাস চলবে ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.